গলে শেষ রোমাঞ্চের সুর
১৯ জুলাই ২০২৩, ০৯:৪৮ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
প্রথম ইনিংসে বোলিংয়ে দুর্দান্ত শুরুর পর ব্যাটিংয়েও পাকিস্তানের দাপট। তাতে অনেকটাই একপেশে হয়ে উঠেছিল ম্যাচটি। তবে হঠাৎ করেই জমে উঠেছে গল টেস্টের লড়াই। দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের অল্পে ছেঁটে ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা তেমন ভালো হয়নি পাকিস্তানেরও। স্পিনার প্রবাথ জয়াসুরিয়ার বোলিংয়ে নাটকীয় কিছুর সম্ভাবনা জাগিয়েছে শ্রীলঙ্কা। জয়ের পাল্লা অবশ্য হেলে পাকিস্তানের দিকে, তবে হতে পারে যে কোনো কিছু।
গতকাল শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস থামে ২৭৯ রানে। ম্যাচে জোড়া সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও পারেননি ধনাঞ্জয়া ডি সিলভা। প্রথম ইনিংসে ১২২ রানের পর এবার তিনি করেন ৮২। তার ১১৮ বলের ইনিংসে ১০ চারের পাশে ছক্কা ২টি। ফিফটি এসেছে ওপেনার নিশান মাদুশকার ব্যাট থেকেও। প্রথম ইনিংসে ১৪৯ রানে এগিয়ে থাকায় পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় তাই ছোট। ১৩১ রানের লক্ষ্য তাড়ায় সফরকারীরা গতকাল চতুর্থ দিন শেষ করেছে ৩ উইকেটে ৪৮ রান নিয়ে। প্রথম টেস্টে জয়ের জন্য পঞ্চম দিনে পাকিস্তানের প্রয়োজন ৮৩ রান, শ্রীলঙ্কার চাই ৭ উইকেট।
পরে টার্নিং উইকেটে রান তাড়ায় তৃতীয় বলে আবদুল্লাহ শফিক চার মারলেও টিকতে পারেননি বেশিক্ষণ। বাঁহাতি স্পিনার জয়াসুরিয়ার বলে কট বিহাইন্ড হন তিনি। বল আটকে যায় কিপারের দুই পায়ের মাঝে। প্রথম ইনিংসে আগ্রাসী ব্যাটিং করা শান মাসুদও এবার টেকেননি। জয়াসুরিয়াকে বেরিয়ে এসে খেলার চেষ্টায় তিনি ধরা পড়েন শর্ট লেগে। ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নেমে নুমান আলি ফেরেন রান আউটে। ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। দিনের বাকি দুই ওভারে আর কোনো বিপদ হতে দেননি ইমাম-উল-হক ও বাবর আজম। ইমাম ২৫ ও অধিনায়ক ৬ রানে খেলছেন।
এর আগে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কা চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে বিনা উইকেটে ১৪ রান নিয়ে। দিমুথ করুনারতেœ এ দিন আর বেশিদূর এগোতে পারেননি। লেগ স্পিনার আবরার আহমেদকে আলগা শটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ২০ রান করে। এরপর নিয়মিত কয়েকটি উইকেট হারায় শ্রীলঙ্কা। কুসাল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউসও পারেননি ইনিংস টেনে নিতে। দুজনকেই ফেরান বাঁহাতি স্পিনার নুমান। মেন্ডিস হন এলবিডব্লিউ, প্রথম সিøপে ম্যাথিউসের দারুণ ক্যাচ নেন বাবর।
এক প্রান্ত আগলে রেখে মাদুশকা ফিফটি পূর্ণ করেন ১০৮ বলে। এরপর বেশিদূর যেতে পারেননি এই ওপেনার। তাকে কট বিহাইন্ড করে তৃতীয় শিকার ধরেন নুমান। ৯৯ রানে ৪ উইকেট হারানোর পর ৬০ রানের জুটিতে দলকে এগিয়ে নেন ধনাঞ্জয়া ও সাদিরা সামারাবিক্রমা। যেখানে বেশিরভাগ রানই ধনাঞ্জয়ার। শর্ট লেগে শফিকের দুর্দান্ত ক্যাচে কিপার-ব্যাটসম্যান সামারাবিক্রমা বিদায় নেন ১১ রান করে।
এরপর সপ্তম উইকেটে ইনিংস সেরা ৭৬ রানের জুটিতে দলের স্কোর আড়াইশ পার করেন ধনাঞ্জয়া ও রমেশ মেন্ডিস। মাথা ব্যথার কারণ হয়ে ওঠা জুটি ভাঙেন আবরার। ৭৯ বলে ৪২ রান করে এলবিডব্লিউ হন মেন্ডিস। সঙ্গীকে হারালেও শতরানের পথেই ছুটছিলেন ধনাঞ্জয়া। শাহিন শাহ আফ্রিদিকে মারেন পরপর দুটি চার। এরপরই বাঁহাতি পেসারের দারুণ এক ডেলিভারিতে কিপারের গ্লাভসে ধরা পড়েন তিনি। শ্রীলঙ্কার ইনিংসও আর বেশিদূর এগোয়নি। ৩টি করে উইকেট নেন আবরার ও নুমান। আফ্রিদি ও সালমানের শিকার ২টি করে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উত্তরা ক্লাবের নতুন সভাপতি ফয়সল তাহের
গজারিয়ায় বিএনপি নেতার শীত বস্ত্র বিতরণ
টাঙ্গাইলে মহাসড়কে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
ভোটার তালিকা হালনাগাদে ইসির প্রস্তুতি
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার
সচিবালয়ে আগুন পরিকল্পিত: প্রকৌশলী ইকরামুল খান
সেন্ট মার্টিন থেকে ফেরার পথে আটকা পড়েছেন ৭১ পর্যটক
জকিগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু
বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের চামড়া শিল্পের অগ্রগতির লক্ষে ইসিফোরজে’র প্রি-ওয়ার্কশপ
উচ্চ পর্যায়ের নতুন কমিটি গঠন, ৩ কর্মদিবসে প্রাথমিক প্রতিবেদন
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা
কালীগঞ্জে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন
হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট
শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি