সাকিব-নাসুমের লম্বা লাফ
১৯ জুলাই ২০২৩, ১০:০৩ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
শুরুটা হয়েছিল টেস্ট জয় দিয়ে। মাঝে ওয়ানডে সিরিজ হাতছাড়া হলেও ঘুরে দাঁড়িয়ে টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে গুরিয়ে দেয় বাংলাদেশ। সেই সিরিজেই দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন সাকিব আল হাসান, নাসুম আহমেদ। আইসিসির বোলারদের র্যাঙ্কিংয়ে দুজনই পেলেন সুখবর। ব্যাটিংয়ে এগোলেন লিটন দাস।
গতকালই র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। বোলারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ঘারের মাঠ সিলেটে হওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিতে বল হাতে ৪ উইকেট নেন সাকিব। তার নামের পাশে যোগ হয়েছে ৩২ রেটিং পয়েন্ট। শাহিন শাহ আফ্রিদির সমান ৬১৬ রেটিং পয়েন্ট নিয়ে ১৬তে উঠে এসেছেন তিনি। ¯্রফে ১ উইকেট পেলেও দুই ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ ওভারে ৩৫ রান দেন নাসুম। তিনি পেয়েছেন ৫৫ রেটিং পয়েন্ট। উন্নতি হয়েছে ১৭ ধাপ। বড় এই লাফ দিয়ে ৫০ থেকে ৩৩ নম্বরে উঠেছেন বাঁহাতি স্পিনার।
সাকিবের সমান ৪ উইকেট পাওয়া তাসকিন এগিয়েছেন ৩ ধাপ। ক্যারিয়ার সেরা ৫৫৮ রেটিং নিয়ে ৩৫ থেকে ৩২ নম্বরে উঠেছেন বাংলাদেশের তারকা পেসার। ৭১৩ রেটিং নিয়ে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ খান। সেরা দশে পরিবর্তন একটি। ৬ নম্বর থেকে ৭-এ নেমেছেন ফজলহক ফারুকি। তার জায়গা নিয়েছেন অ্যাডাম জ্যাম্পা।
ব্যাটিংয়ে লিটন দাস এগিয়েছেন তিন ধাপ। ২১ নম্বর থেকে যৌথভাবে ১৮তে উঠেছেন তিনি। রেটিং পয়েন্ট ৫৮৮। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনিই সবার ওপরে। ছয় ধাপ পিছিয়ে ২৯ নম্বরে নেমে গেছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা দশে কোনো পরিবর্তন নেই। ৯০৬ রেটিং নিয়ে সবার ওপরে সুর্যকুমার যাদব। অলরাউন্ডারদের মধ্যে ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরেই রয়েছেন সাকিব। দুই ম্যাচে ৩৭ রান ও ৪ উইকেটের সৌজন্যে পেয়েছেন ১৯ পয়েন্ট। দুই নম্বরে থাকা হার্দিক পান্ডিয়ার সঙ্গে ব্যবধান ৩৮ পয়েন্ট।
সাপ্তাহিক হালনাগাদে টেস্ট র্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র ইনিংসে সেঞ্চুরি করে তিন ধাপ এগিয়ে দশ নম্বরে উঠেছেন রোহিত শর্মা। ভারতের ব্যাটসম্যানদের মধ্যে তিনিই সবার ওপরে। এছাড়া অভিষেকে ১৭১ রানের ইনিংস খেলে যাশাসবি জয়সওয়াল প্রথমবার র্যাঙ্কিংয়ে ঢুকে ৭৩ নম্বর স্থানে বসেছেন। ওই ম্যাচে ১২ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও পোক্ত করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ৮৮৪ রেটিং তার। দুইয়ে থাকা প্যাট কামিন্সের সঙ্গে ব্যবধান ৫৬ পয়েন্টের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার
সচিবালয়ে আগুন পরিকল্পিত: প্রকৌশলী ইকরামুল খান
সেন্ট মার্টিন থেকে ফেরার পথে আটকা পড়েছেন ৭১ পর্যটক
জকিগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু
বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের চামড়া শিল্পের অগ্রগতির লক্ষে ইসিফোরজে’র প্রি-ওয়ার্কশপ
উচ্চ পর্যায়ের নতুন কমিটি গঠন, ৩ কর্মদিবসে প্রাথমিক প্রতিবেদন
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা
কালীগঞ্জে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন
হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট
শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ