বিশ্বকাপে তামিমই অধিনায়ক, তবে...
২৩ জুলাই ২০২৩, ১০:৪১ পিএম | আপডেট: ২৪ জুলাই ২০২৩, ১২:০৪ এএম
দেড় মাসের ছুটিতে আপাতত ক্রিকেট থেকে দূরে তামিম ইকবাল। তবে দেশের ক্রিকেটে তাকে নিয়ে আলোচনা থেমে নেই। বিশেষ করে এশিয়া কাপ ও বিশ্বকাপের খুব বেশি সময় বাকি না থাকায় অধিনায়কত্ব নিয়ে উঠছে প্রশ্ন। সেই অনিশ্চয়তা ফুটে উঠল বিসিবি সভাপতি নাজমুল হাসনের কণ্ঠেও। তবে যেকোনো পরিস্থিতির জন্য বোর্ড তৈরি থাকবে বলেও জানালেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেও ওয়ানডে দলের নেতৃত্বে তামিমের ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে। অবসর প্রত্যাহারের কথা জানানোর সময় তিনি বলেছিলেন, ছুটি শেষে বোর্ডের সঙ্গে কথা বলে অধিনায়কত্বের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। বিসিবি সভাপতি অবশ্য তখন বলেছিলেন, তামিমকেই তারা নেতৃত্বে রাখতে চান।
আচমকা অবসর ও পরে সিদ্ধান্ত বদলের ২৯ ঘণ্টার নাটকীয়তা শেষ ভাগে প্রধানমন্ত্রীর কাছেই দেড় মাস সময় চেয়ে নেন তামিম। সেই ছুটির অংশ হিসেবেই তিনি এখন দুবাইয়ে সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। এরপর সোমবার লন্ডনে যাওয়ার কথা তার পিঠের চোটের জন্য চিকিৎসক দেখাতে। আগামীকাল ও বৃহস্পতিবার দুই দফায় চিকিৎসকের সঙ্গে দেখা করার সময় নেওয়া আছে তার। যদি গুরুতর কিছু ধরা পড়ে তার কিংবা অস্ত্রোপচার করাতে হয়, তাহলে এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের আগে মাঠে ফেরা হয়ে উঠবে কঠিন। ইনজেকশনেই কাজ চললে বা তেমন কোনো সমস্যা না থাকলে ফিরতে পারবেন দ্রুতই। সব মিলিয়ে অনিশ্চয়তার মেঘ এখনও বেশ ঘন। বিসিবি সভাপতিও নিশ্চিত নন সম্ভাব্য পরিস্থিতি নিয়ে। গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, আপাতত তারা তামিমের মাঠে ফেরার অপেক্ষায়, ‘আমাদের বিশ্বকাপের অধিনায়ক তামিম। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তামিম দুইটা ম্যাচ খেলেনি (আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে), তখন লিটন দাস অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে ও অধিনায়ক হবে। তামিম যদি ফেরত না আসে, তাহলে আরেকজন হবে। আমরা তো কেউ নিশ্চিত নই, তামিম কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে। এটা না জেনে আসলে মন্তব্য করা কঠিন। আমরা চাই ও দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে আসুক।’
গত ডিসেম্বরে এই পিঠের ব্যথা কুঁচকিতে প্রবাহিত হওয়ায় ভারতের বিপক্ষে সিরিজে ছিলেন না তামিম। এরপর বিপিএল খেললেও শেষ দিকে একটু ব্যথা অনুভব করায় শেষ তিন ম্যাচ না খেলে বিশ্রাম নেন। পরে ইংল্যান্ড সিরিজ, দেশে ও দেশের বাইরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ ভালোভাবেই খেলেন। আফগানিস্তানের বিপক্ষে নামার আগে ফিরে আসে পুরোনো এই চোট। অনুশীলনের সময় ব্যাটিং ও ফিল্ডিংয়ে তার চোখে-মুখে স্পষ্ট ছিল তীব্র ব্যথার অনুভূতি। দুবাই যাওয়ার আগে শীর্ষস্থানীয় এক সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তামিম প্রশ্ন তোলেন তাকে দেওয়া এক্সারসাইজের ধরন নিয়ে। ওই এক্সারসাইজ করতে গিয়েই তার চোট আবার মাথাচাড়া দেয়। তবে বিসিবি সভাপতির দাবি, এটা নিয়ে তার কোনো ধারণা নেই। তামিমকে সুস্থ করে তুলতে সম্ভাব্য সব সহায়তা করা হবে বলেও জানালেন তিনি, ‘এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এই কথা কেন বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে, আসলে আমি তো জানি না। তার মানে যারা তাকে এক্সারসাইজটা দিয়েছে, তারা কি তার ক্ষতি চায়? আমি জানি না উদ্দেশ্যটা কী বলার। দুই বছর ধরে তো ধারাবাহিকভাবে ও যখন যা চাচ্ছে চিকিৎসার জন্য, দেশে-বিদেশে যা যা বলছে, আমরা সবই করছি। আমরা তো এর আগে শুনি নাই ওর অন্য কিছু আছে। এখন ও বলছে, একটা ডাক্তার দেখিয়েছে। সে বলেছে ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে। ঠিক আছে। যেটা লাগবে, করব ওর জন্য। মানে আমরা এক পায়ে রাজি। ওকে সুস্থ করার জন্য যা যা দরকার, আমরা করতে রাজি আছি। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে এই মন্তব্য কেন করেছে, আমি জানি না। আমাকে কখনও বলেনি। তাই এটা বলা মুশকিল।’
দুবাইতে ছুটি কাটানোর পর চিকিৎসকের পরামর্শ নিতে ইংল্যান্ডে যাবেন তামিম। সেখান থেকে ফিরে চলতি মাসের শেষে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূসের সঙ্গে সভা করবেন তিনি। সেই সভায় ঠিক হতে পারে তার ভবিষ্যৎ পরিকল্পনা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া