কলম্বোয় আবরার-নাসিম তোপ
২৪ জুলাই ২০২৩, ১০:১৩ পিএম | আপডেট: ২৫ জুলাই ২০২৩, ১২:০৮ এএম
খোলা চোখে এটিকে আউট মনে না করার কোনো কারণ ছিল না। আবদুল্লাহ শফিককে এলবিডবিøউ দিলেন আম্পায়ার ক্রিস গ্যাফানি, পাকিস্তান ওপেনার তাতেই নিলেন রিভিউ। বল ট্র্যাকিং সবাইকে, অন্তত শ্রীলঙ্কানদের ও আম্পায়ারকে অবাক করে দিয়ে দেখাল, প্রবাত জয়াসুরিয়ার বলটি যেত স্টাম্পের ওপর দিয়ে। শফিক অক্ষত থাকলেন, পরের ওভারে আলোকস্বল্পতার কারণে দিনের খেলা শেষ করলেন আম্পায়াররা। কলম্বোতে যে দিনটি পুরোপুরি হয়ে থাকল পাকিস্তানেরই।
শ্রীলঙ্কাকে ১৬৬ রানে অলআউট করে দেওয়ার পর পাকিস্তান খেলেছে ‘পাকবল’, ২৮.৩ ওভারেই তুলে ফেলেছে ২ উইকেটে ১৪৫ রান। মানে ওভারপ্রতি তারা তুলেছে ৫.০৮ হারে রান, বেশির ভাগ সময়ই যেটি ছিল ৬-এর ওপরে। প্রথম দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে প্রথম ইনিংসে মাত্র ২১ রানে পিছিয়ে তারা। শফিক অপরাজিত ৯৯ বলে ৭৪ রান করে, তার সঙ্গী অধিনায়ক বাবর আজম।
সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার শুরুটা হয় বাজে। তৃতীয় ওভারে শান মাসুদের সরাসরি থ্রোয়ে রানআউট ওপেনার নিশান মাদুশকা। এরপর নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদির তোপে ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। আফ্রিদির বলে ব্যাট ছুড়ে পয়েন্টে ক্যাচ দেন কুশল মেন্ডিস। নাসিমের বলে কট-বিহাইন্ড অ্যাঞ্জেলো ম্যাথুস, দিমুথ করুনারতেœ হন বোল্ড।
শ্রীলঙ্কাকে খাদের কিনার থেকে টেনে তোলার কাজটি আবার করতে হয় ধনাঞ্জয়া ডি সিলভাকে। দিনেশ চান্ডিমালের সঙ্গে পঞ্চম উইকেটে তিনি যোগ করেন ৮৫ রান। চান্ডিমালকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন নাসিম, ডি সিলভা অবশ্য ছিলেন আরও কিছুক্ষণ। ৬৮ বলে ৫৭ রান করা ডি সিলভাকে শেষ পর্যন্ত থামতে হয় আবরার আহমেদের বলে মিডউইকেটে সৌদ শাকিলের ভালো ক্যাচে পরিণত হয়ে। শিগগির অষ্টম উইকেটও হারায় শ্রীলঙ্কা, ১৩৬ রানের মাথায়। এরপরও তারা ১৬৬ পর্যন্ত যায় রমেশ মেন্ডিসের ২৭ রানের ইনিংসে। আবরার এসে মুড়ে দেন শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারের লেজ, এ লেগ স্পিনার নেন ৪ উইকেট। নাসিমের উইকেট ৩টি।
ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে ইমাম-উল-হককে হারিয়ে বসে পাকিস্তান। এরপরই শফিক ও শান মাসুদ শুরু করেন ‘পাকবল’। নবম ওভারেই ৫০ পেরিয়ে যায় পাকিস্তান, ১৭তম ওভারে ছুঁয়ে ফেলে ১০০। শফিক ফিফটি প‚র্ণ করেন ৪৯ বলে, জয়াসুরিয়াকে ছক্কা মেরে। মাসুদ অবশ্য ছিলেন আরও আক্রমণাত্মক, ৪৪ বলেই ফিফটি হয়ে যায় তার। তবে ২২তম ওভারে আসিতা ফার্নান্ডোকে পুল করতে গিয়ে মাসুদ ফেরার পর কমে আসে রানের গতি। শফিক ও মাসুদের জুটিতে ১১৭ বলে ওঠে ১০৮ রান। দিনের বাকিটা সময় নিরাপদে পার করেন শফিক ও বাবর।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৪৮.৪ ওভারে ১৬৬ (ডি সিলভা ৫৭, চান্ডিমাল ৩৪, রমেশ ২৭; আবরার ৪/৬৯, নাসিম ৩/৪১, আফ্রিদি ১/৪৪)। পাকিস্তান ১ম ইনিংস : ২৮.৩ ওভারে ১৪৫/২ (শফিক ৭৪*, মাসুদ ৫১; ফার্নান্ডো ২/৪১)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া