এশিয়া কাপের দলে ‘নতুন তামিম’, নেই মাহমুদউল্লাহ
১২ আগস্ট ২০২৩, ১০:৩২ এএম | আপডেট: ১২ আগস্ট ২০২৩, ১১:০২ এএম
অধিনায়কত্বের ঘোষণা আসার পরের দিন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে একমাত্র নতুন মুখ তরুণ ওপেনার তানজিদ হাসান। দলে ফিরেছেন শেখ মেহেদি হাসান, শামীম হোসেন, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন। তবে জায়গা পাননি অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ।
এশিয়া কাপের জন্য শনিবার সকালে ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। দলটির অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম শুক্রবার জানায় বিসিবি।
গত মাসে ইমার্জিং টিমস এশিয়া কাপে ভালো খেলার পুরস্কার হিসেবে এবার মূল এশিয়া কাপেও খেলার সুযোগ পেলেন তানজিদ। বিকল্প ওপেনার হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে। মূলত তামিম ইকবালের চোট পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণেই তানজিদকে দলে নেওয়া। তারও ডাক নাম 'তামিম।'
গত মাসে শ্রীলঙ্কায় ইমার্জিং টিমস এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটি করেন তানজিদ। তবে বেশি নজরকাড়া ছিল তার ব্যাটিংয়ের ধরন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই ঝড়ো ব্যাটিংয়ের জন্য আলাদা করে নজরকাড়েন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান। এই টুর্নামেন্টেও দারুণ আগ্রাসী ব্যাটিং করেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ১১৬.৯৯। গত ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ইনিংসে ৪৩.০৯ গড়ে করেন ৪৭৪ রান, স্ট্রাইক রেট ৯৩.৩০।
এছাড়া দলে মাহমুদউল্লাহর সুযোগ না পাওয়া জন্ম দিয়েছে আলোচনার। গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে তাকে বিশ্রামে রাখার কথা জানানো হয়েছিল। সেই থেকে তার টানা বিশ্রাম চলছেই। গত কিছুদিনে অবশ্য মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পে ছিলেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, লম্বা আলোচনার পর শেষ পর্যন্ত ফেরানো হয়নি মাহমুদউল্লাহকে।
এর আগে ওয়ানডে দলে ডাক পেলেও খেলা হয়নি শামীম হোসেনের। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে হুট করেই নেওয়া হয়েছিল আগ্রাসী এই ব্যাটসম্যানকে। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ভালো ফর্মে থাকা ২২ বছর বয়সী এই ক্রিকেটার এখন আবার সুযোগ পেলেন।
মেহেদি ২০২১ সালে বাংলাদেশের হয়ে খেলেছেন ৩টি ওয়ানডে। গত মাসে ইমার্জিং টিমস এশিয়া কাপে খেলেছেন তিনিও।
তাইজুল ইসলাম ও নাসুমের মধ্যে এ যাত্রায় দলে জিতে গেলেন নাসুম। প্রধান নির্বাচক জানান, এশিয়া কাপের নিষ্প্রাণ উইকেট ভাবনায় রেখে একটু রক্ষণাত্মক বোলিংয়ের ভাবনায় নেওয়া হয়েছে নাসুমকে। সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেট নিলেও বাদ পড়েছেন তাইজুল। আফগানদের বিপক্ষে চোটের কারণে ছিটকে যাওয়া পেসার ইবাদত হোসেনও ফিরেছেন অনুমিতভাবেই। বাদ পড়েছেন রনি তালুকদারও। সবশেষ সিরিজে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়লেন এই ওপেনার।
এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ অগাস্ট পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে, পরেরটি ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে লাহোরে।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাঈম শেখ।
নতুন মুখ: তানজিদ হাসান।
বাদ: রনি তালুকদার, তাইজুল ইসলাম।
ফেরা: নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন, ইবাদত হোসেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের একটি বাটন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
সোনারগাঁওয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
আনজার গ্রুপের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠকদের সংবর্ধনা
মির্জাপুরে রাস্তায় বাঁশের বেড়া দেয়ায় জনদুর্ভোগ এলাকাবাসির মানববন্ধন
মেধা বৃত্তির ফলাফল ঘোষণা করলো উষা
পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে: পরিবেশ উপদেষ্টা
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন