১৭ বছর পর ভারতের বিপক্ষে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ
১৪ আগস্ট ২০২৩, ০১:৩৬ এএম | আপডেট: ১৪ আগস্ট ২০২৩, ০৫:১৫ এএম
ওয়েস্ট ইন্ডিজ ২-০ পিছিয়ে পড়ার পর পাঁচ ম্যাচের সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতা এনেছিল ভারত।ফলে শেষ টি-টোয়েন্টি পরিণত হয় অলিখিত ফাইনালে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি জিতে অবশ্য শেষ হাসি হাসে ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যন্ডন কিং ও নিকোলাস পুরানের ব্যাটিং বীরত্বে তারা ভারতকে হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
শক্তিশালী ভারতের বিপক্ষে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়লো ওয়েস্ট ইন্ডিজ।সব ফরম্যাট মিলিয়ে ১৭ বছর পর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে যে কোন সংস্করণে তিন ম্যাচের সিরিজ জিতল ক্যারিবিয়ানরা।এর আগে ভারত ওয়েস্ট ইন্ডিজের কাছে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হেরেছিল ২০০৬ সালে। সেবার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল ব্রায়ান লারার নেতৃত্বাধীন ক্যারিবিয়ান দল।
বৃষ্টি ও বজ্রপাতের কারণে কয়েক দফায় বন্ধ হয় ফাইনাল ম্যাচ। তবে নির্ধারিত ২০ ওভারেই শেষ হয়েছে দুই দলের লড়াই। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরিতে ভারত করে ৯ উইকেটে ১৬৭ রান। জবাবে ১৮ ওভারে ২ উইকেটে ১৭১ রান করে ক্যারিবিয়ানরা।
আগের দিন ভারতের ৯ উইকেটের জয়ের নায়ক যশস্বী জেসওয়াল মাত্র ৫ রানে আকিল হোসনের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এই বাঁহাতি স্পিনার আরেক ওপেনার শুভমান গিলকেও (৯) নিজের দ্বিতীয় শিকার বানান।
১৭ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে তিলক ভার্মাকে নিয়ে ৪৯ ও পঞ্চম উইকেটে ৪৩ রানের জুটি গড়েন সূর্যকুমার। তার ৪৫ বলে ৬১ রানের ইনিংস ছিল সেরা।
সূর্যকুমার বাদে আর ভারতীয় ব্যাটসম্যান তেমন কোনো প্রতিরোধ তৈরি করতে পারেননি। উল্টো রোমারিও শেফার্ডের দুর্দান্ত বোলিংয়ে শেষ দিকে ৩১ রানের মধ্যে ৫ উইকেট হারায় ভারত। তাতে হয়নি প্রত্যাশিত স্কোর।শেফার্ড সর্বোচ্চ চার উইকেট নেন। দুটি করে পান জেসন হোল্ডার ও আকিল।
লক্ষ্যে নেমে কাইল মায়ার্সকে দলীয় ১২ রানে হারায় উইন্ডিজ। ব্যাটিং পজিশনে এগিয়ে ক্রিজে নামেন পুরান।ওপেনার ব্র্যন্ডন কিং ও পুরান ভারতীয় বোলারদের উপর ঝড় বইয়ে দেন।জয়ের ভিত গড়ে ফেরেন পুরান । যদিও হাফ সেঞ্চুরি হয়নি মাত্র ৩ রানের জন্য। দুজনের জুটিতে আসে ১০৭ রান। ৩৫ বলে ১ চার ও ৪ ছয়ে ৪৭ রান করেন পুরান।
তারপর শাই হোপকে নিয়ে দলকে জয়ের বন্দরে নেন কিং। ৫৫ বলে ৫ চার ও ৬ ছয়ে ৮৫ রানের ঝড় তুলে অপরাজিত ছিলেন তিনি। অন্য প্রান্তে ২২ রানে খেলছিলেন হোপ। দুজনের জুটি ছিল ৫২ রানের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
আমার খাবার কি ফর্টিফায়েড?
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
নির্বাচনে কারা যোগ্য, সে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম মজুমদার
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
রেমিট্যান্সে সুবাতাস: ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার
প্রশাসন ক্যাডারের ‘ইয়াং অফিসার্স’ ফোরামের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জয়
ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ’র উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’
তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ
রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ হতে দেয়া যাবে না
বিপিএল মিউজিক ফেস্ট: যান চলাচলে যে নির্দেশনা ডিএমপির
গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের একটি বাটন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
সোনারগাঁওয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
আনজার গ্রুপের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠকদের সংবর্ধনা
মির্জাপুরে রাস্তায় বাঁশের বেড়া দেয়ায় জনদুর্ভোগ এলাকাবাসির মানববন্ধন
মেধা বৃত্তির ফলাফল ঘোষণা করলো উষা
পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে: পরিবেশ উপদেষ্টা