এবার ছিটকে গেলেন ম্যাক্সোয়েল, দলে ফিরলেন ওয়েড
২৮ আগস্ট ২০২৩, ০৫:৫৯ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৩, ০৫:৫৯ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগে আরেকটি ধাক্কা খেল অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের পর এবার দল থেকে ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। তার জায়গার সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ম্যাথু ওয়েড।
ডারবানে দলের সঙ্গে প্রথম ট্রেনিং সেশনেই বাঁ পায়ের গোড়ালিতে চোট পান ম্যাক্সওয়েল। খুব বেশি গুরুতর না হলেও, ওয়ানডে বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপের আগে ভারতে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেখানে ম্যাক্সওয়েলকে পাওয়ার আশা করছে অজিরা।
দক্ষিণ আফ্রিকায় সাদা বলের দুই সংস্করণেই সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে পিতৃত্বকালীন ছুটির জন্য ওয়ানডে সিরিজে খেলবেন না বলে আগেই জানিয়েছিলেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি সিরিজ খেলেই দেশে ফিরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সেটাও তিনি খেলতে পারছেন চোটের কারণে।
অস্ট্রেলিয়ার হয়ে ৭৫ টি-টোয়েন্টি খেলেছেন ওয়েড। ২০২১ সালে দলের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছিলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
সোমবার বিকেলে, ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে যে, ম্যাক্সওয়েল ডারবানে দলের প্রথম অনুশীলনের সময় তার বাঁ-পায়ের গোড়ালিতে চোট পান। এবং সেখানে ব্যথা অনুভব করেছিলেন। এমন পরিস্থিতিতে ম্যাক্সওয়েলকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে তারা চায় না। শুধু ম্যাক্সওয়েল নন, চোট এবং নানা কারণে স্কোয়াডে নেই স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ক্যামেরন গ্রিন, ডেভিড ওয়ার্নাররাও।
ম্যাক্সওয়েলের অনুপস্থিতিতে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে একটি জায়গা ভরাট করতে হবে অজিদের। কব্জির চোটে ছিটকে যাওয়া স্টিভ স্মিথের বদলে দলে আসা অ্যাশটন টার্নারের সামনে হাতছানি সুযোগ পাওয়ার। সঙ্গে বিবেচনায় রাখা হতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা অ্যারন হার্ডিকেও।
ডারবানে বুধবার দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। পরের দু'টি ম্যাচ যথাক্রমে শুক্র এবং রবিবার। দুই দলের মধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৭ সেপ্টেম্বর। পরের ম্যাচগুলো যথাক্রমে ৯, ১২, ১৫ এবং ১৭ সেপ্টেম্বর।
দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার বর্তমান দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জস ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথু ওয়েড, ম্যাট শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
সৈয়দপুরে আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান সত্বেও স্থাপনা নির্মাণ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় ভাইটকান্দি ও ফুলপুর বিজয়ী
লালমোহন পৌরসভায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও শাহ আজিজ
নাঙ্গলকোটে দুর্ঘটনায় পৌর স্বাস্থ্য সহকারীর মৃত্যু
ঢাকাকে টানা পঞ্চম হারের স্বাদ দিল চট্টগ্রাম
লক্ষ্মীপুরে বিদেশী পিস্তলসহ নারী আটক
সিংগাইরে ভূয়া পুলিশ গ্রেফতার ১
ডিবির অভিযানে মলম পার্টির ৫ সদস্য আটক
সাভারের বাইতুল মকবুল জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
‘শেখ হাসিনা এই দেশে আর ক্ষমতায় আসতে পারবে না’
সীমান্তে অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে: কর্ণেল সাইফুল ইসলাম
থানা থেকে পালালেন গ্রেফতার হওয়া সাবেক ওসি
সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় ৫শ’ হজ কোটা বহাল রাখার দাবি
রাজশাহীতে মদপানে ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন চার
নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২ জন আটক
লেবাননের নতুন প্রেসিডেন্ট কে এই জোসেফ আউন?
ময়মনসিংহে বাইক রাইডার হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই
ঢাকায় যানজট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
ঘুষের টাকা না পেয়ে মারপিটে আহত ৩ জনের অভিযোগে এসআই নুর ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু