ক্যান্ডিতে তানজিম, অপেক্ষা বাড়ল লিটনের
২৮ আগস্ট ২০২৩, ১১:১৮ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৩, ১১:৩১ পিএম
প্রায় সোয়া ৩ ঘণ্টার বিমানযাত্রা, গন্তব্য শ্রীলঙ্কার রাজধানী কলম্বো হয়ে ক্যান্ডি- এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল আগের দিন সন্ধ্যায়ই পৌঁছে গেছে সেখানে। তবে সেদিন দলের সঙ্গে যেতে পারেননি সহ-অধিনায়ক লিটন দাস ও পেসার তানজিম হাসান সাকিব। ফ্লাইট জটিলতা কাটিয়ে তানজিম যাত্রা করেছেন গতকাল। তবে জ্বর না কমায় লিটনের জন্য বাড়ছে দলের অপেক্ষা। গতকাল দুপুর ১টায় কলম্বোর বিমান ধরেন তানজিম। কলম্বো পৌঁছে সেখান থেকে সড়কপথে তিনি যাবেন প্রথম ম্যাচের ভেন্যু ক্যান্ডিতে। ২০ পেরুনো এই পেসার ইবাদত হোসেনের চোটে এবারই প্রথম জাতীয় দলে এলেন। স্কোয়াডে পরে যুক্ত হওয়ায় তার টিকেট একসঙ্গে পাওয়া যায়নি।
সুস্থ হলে একই দিন ফ্লাইট ধরার কথা ছিল লিটনেরও। তবে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, এই ওপেনারের জ্বর এখনো কমেনি। যেহেতু জ্বর কমেনি তাই তিনি আপাতত যেতে পারছেন না। জ্বর কমে গেলে আজ ফ্লাইট ধরতে পারেন লিটন। তবে সেটিও যদি সম্ভব না হয় তাহলে প্রথম ম্যাচ তার খেলা হয়ে পড়বে অনিশ্চিত। আগামী ৩১ আগস্ট এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। লিটন ঠিক সময়ে সেরে না উঠলে তার বিকল্প নিয়ে ভাবা হবে বলে আগের দিন জানান ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তবে বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, লিটনের ডেঙ্গু ও কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। অন্য সমস্ত স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টও ভালো। তাই তিনদিনের মধ্যে তার সেরে উঠার আশা করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
চোটের কারণে তামিম ইকবাল না থাকায় লিটনই সবচেয়ে অভিজ্ঞ ওপেনার। গত দুই বছরের পারফরম্যান্স বিচারে দলের অন্যতম সেরা ব্যাটারও তিনি। এশিয়া কাপে এই ডানহাতির ব্যাটে দিকে তাকিয়ে আছে দল। তবে শ্রীলঙ্কা বলেই কিছুটা বাড়তি সুবিধা ঠিকই পাবে বাংলাদেশ। কেননা এশিয়া কাপের ১৭ সদস্যের বাংলাদেশ দলে এমন ৮ জন ক্রিকেটার আছেন, কলম্বো-ক্যান্ডিকে যাঁদের মনে হতে পারে ঢাকা, চট্টগ্রাম বা সিলেটের মতো নিকট অতীতে দেখা কোনো শহর। এই আট ক্রিকেটারই গত দুই মাসের মধ্যে শ্রীলঙ্কা ভ্রমণ করেছেন। অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাস, শরীফুল ইসলাম ও তাওহিদ হৃদয় মাত্রই এলপিএল খেলে এসেছেন। তার আগে শ্রীলঙ্কাতেই হয়েছে ইমার্জিং কাপ; যেখানে খেলেছেন বাংলাদেশ দলের আরও চার ক্রিকেটার মেহেদী হাসান, তানজিম, তানজিদ হাসান ও মোহাম্মদ নাঈম।
শ্রীলঙ্কায় অতি স¤প্রতি খেলে আসার এই অভিজ্ঞতা ৩১ আগস্টের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নিশ্চয়ই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ক্রিকেটারদের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নেত্রকোনায় দুর্বৃত্তদের কোপে পুলিশের এস আই খুন
তারকে রহমানের ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতে সৈয়দপুরে তাঁতী দলের লিফলেট বিতরণ
সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
সৈয়দপুরে আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান সত্বেও স্থাপনা নির্মাণ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় ভাইটকান্দি ও ফুলপুর বিজয়ী
লালমোহন পৌরসভায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও শাহ আজিজ
নাঙ্গলকোটে দুর্ঘটনায় পৌর স্বাস্থ্য সহকারীর মৃত্যু
ঢাকাকে টানা পঞ্চম হারের স্বাদ দিল চট্টগ্রাম
লক্ষ্মীপুরে বিদেশী পিস্তলসহ নারী আটক
সিংগাইরে ভূয়া পুলিশ গ্রেফতার ১
ডিবির অভিযানে মলম পার্টির ৫ সদস্য আটক
সাভারের বাইতুল মকবুল জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
‘শেখ হাসিনা এই দেশে আর ক্ষমতায় আসতে পারবে না’
সীমান্তে অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে: কর্ণেল সাইফুল ইসলাম
থানা থেকে পালালেন গ্রেফতার হওয়া সাবেক ওসি
সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় ৫শ’ হজ কোটা বহাল রাখার দাবি
রাজশাহীতে মদপানে ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন চার
নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২ জন আটক
লেবাননের নতুন প্রেসিডেন্ট কে এই জোসেফ আউন?
ময়মনসিংহে বাইক রাইডার হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই