আফগান বোলিং বিশ্বের অন্যতম সেরা: হাথুরুসিংহে
০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১ পিএম
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে খাঁদের কীনারে বাংলাদেশ। প্রতিযোগিতায় টিকে থাকতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। জিতলেও যে পরের রাউন্ড নিশ্চিত হবে এমন নয়। সেক্ষেত্রে আসবে নেট রান রেটের হিসাব।
তবে সেই হিসাব পরে। আপাতত শুধু জয়ের দিকেই নজর বাংলাদেশের। কারণ রশিদ খান-মুজিব-উর রহমানদের নিয়ে গড়া আফগানিস্তানের বোলিং যথেষ্ঠ শক্তিশালী। গত জুলাইয়েও ঘরের চেনা মাঠে এই দলটির কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। বিশেষ করে তাদের বোলিং লাইন-আপ সামলানো যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জিং।
রোববার ‘বি’ গ্রুপের ম্যাচে লাহোরে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। এর আগের দিন সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনা জানান বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনিও জানালেন আফগান বোলিং চ্যালেঞ্জের কথা।
“আফগানিস্তান বোলিং আক্রমণ অবশ্যই বিশ্বের অন্যতম সেরা। এটা অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। তবে আমরা ওদের বিপক্ষে কিছুদিন আগেই খেলেছি। আমাদের খেলোয়াড়েরা কিছু সাফল্যও পেয়েছে। এখন ম্যাচের দিন কে কেমন খেলে তার ওপর অনেক কিছু নির্ভর করবে।”
এই ম্যাচে বাংলাদেশ যদি জিতেও যায়, আর পরের ম্যাচে যদি শ্রীলঙ্কাকে আফগারা হারিয়ে দেয় তাহলে চলে আসবে নেট রান রেটের হিসাব। এদিক দিয়েও সুবিধাজনক জায়গায় নেই বাংলাদেশ। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে কেবল ১৬৪ রানে গুটিয়ে ৫ উইকেটে হারে সাকিব আল হাসানের দল। নেট রান রেট তাই তলানীতে। ফাইনালের হিসাব কষার আগে তাই কেবল আফগান ম্যাচ নিয়েই ভাবছেন লঙ্কান এই কোচ।
“ফাইনালে যাওয়ার আগে আমাদের দ্বিতীয় রাউন্ডে যেতে হবে। সে জন্য এ ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে আমরা হেরেছি। আমরা জানি, আফগানিস্তানের বিপক্ষে এ ম্যাচটা আমাদের জন্য বাঁচামরার লড়াই। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যে ধরনের দল, সেই অনুযায়ী খেলতে পারিনি। তবে আমরা আত্মবিশ্বাসী যে আগামীকাল আমাদের সেরা খেলাটা খেলব।”
চোটের কারণে এশিয়া কাপের দলে নেই তামিম ইকবাল। আরেক ওপেনার লিটন কুমার দাস অসুস্থ হওয়ায় প্রথম ম্যাচে মোহাম্মাদ নাঈম শেখের সঙ্গে ওপেনিংয়ে নামেন তরুণ ব্যাটার তানজিদ হাসান। কিন্তু অভিষেকে তানজিদ রানের খাতাই খুলতে পারেননি। নাঈমও ছিলেন ব্যর্থ। তার ব্যাট থেকে আসে কেবল ১৬ রান। দলে ওপনার আছেন আরো একজন। লিটনের অসুস্থতার পর দলে যোগ করা হয় এনামুল হককে। তবে আফগান ম্যাচে নাঈম-তানজিদের ওপরেই আস্থা রাখতে চান হাথুরু।
“টপ অর্ডারে দুজন অভিজ্ঞ ব্যাটসম্যান হারানো অবশ্যই বড় চ্যালেঞ্জ। সেটা যেকোনো দলের জন্যই সত্যি। কিন্তু কিছু করার নেই। একজন চোটের সঙ্গে লড়ছে। আরেকজন অসুস্থ। আমাদের দলে এখন যারা আছে, তাদের ওপর ভরসা রাখতে হবে। ওরা প্রতিভাবান, সে জন্যই ওরা দলে আছে।”
একাদশে পরিবর্তন আসবে কিনা তা উইকেটের অবস্থা দেখার পর সিদ্ধান্ত নেবেন বলে জানান হাথুরু।
“আমরা মাত্রই এলাম। এখনো উইকেট দেখিনি। যদি উইকেট ভিন্ন হয়, তাহলে অবশ্যই আমরা ভিন্ন সমন্বয় নিয়ে ভাবব।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ এক বুদ্ধি প্রতিবন্ধী নিহত
এবার সাদপন্থিদের ১০ দফা দাবি
সা'দ পন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও আশুলিয়া থানায় স্মারক লিপি প্রদান
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বাংলাদেশ নিয়ে কটুক্তি করা বিজেপি নেতা শুভেন্দুকে জুতাপেটা
সিকদার গ্রুপের ১৫ প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ
শীতের তীব্রতায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ,বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা
চিরিরবন্দরে আগাম জাতের আলুর ভালো ফলন ও দাম পেয়ে কৃষকেরা খুশি
‘রেমিট্যান্স এ্যাওয়ার্ড-২০২৪’ পেল হংকংয়ে বসবাসরত ১০ বাংলাদেশি নারী
বিডিআর বিদ্রোহ : ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন
মার্কিন সিইও হত্যাকাণ্ড, সামাজিক মাধ্যমে ভুল তথ্যের বিপজ্জনক প্রভাব
গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ
ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল
সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু