বৃষ্টির জন্য কলম্বো থেকে ম্যাচ সরানো হতে পারে
০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৭ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০ পিএম
বৃষ্টির কারণে ফের বাঁধাগ্রস্ত হতে পারে এশিয়া কাপের সূচি। তাই কলম্বো থেকে টুর্নামেন্টের সুপার ফোর পর্বের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেয়ার চিন্তা-ভাবনায় রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তারা শ্রীলঙ্কায় অপেক্ষাকৃত শুস্ক আবহাওয়ার পুর্বাভাস আছে এমন বিকল্প ভেন্যুর সন্ধান করছে বলে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কার ক্রিকেট (এসএলসি) কর্মকর্তারা। বৃষ্টির কারণে এশিা কাপের সুপার ফোর ও ফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ বিঘিœত হতে পারে বলে আশংকা রয়েছে। তাই এমন চিন্তা-ভাবনা।
বর্তমানে শ্রীলঙ্কায় বর্ষা মৌসুম না হলেও কলম্বোতে কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হয়েছে। যার ফলে শহরটির উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। এই ঘটনা এবং গত শনিবার পাল্লেকেলেতে ভারত ও পাকিস্তানের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সম্প্রচারক ডিজনি স্টার ও এসিসির মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাধারণত সেপ্টেম্বর মাসে কলম্বোতে বৃষ্টি হয়না। অক্টোবরেই এখানে সচরাচর শুরু হয় উত্তরপুর্বাঞ্চলিয় বর্ষা মৌসুম। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত খেত্তারামা স্টেডিয়ামে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছে ৫টি টি-টোয়েন্টি এবং ৪টি ওয়ানডে ম্যাচ। বৃষ্টির কারণে শুধুমাত্র দু’টি ম্যাচের পরিধি কমানো হয়েছিল। বাকী সবগুলো ম্যাচ সম্পুর্নভাবে সম্পন্ন হয়েছে। এখানেই চলতি মাসের ৬ থেকে ১৭ তারিখের মধ্যে এশিয়া কাপের ফাইনাল ম্যাচসহ সুপার ফোর পর্বের ৫টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে টুর্নামেন্টের আয়োজকরা লঙ্কান আবহাওয়াবিদদের কাছ থেকে কতটুকু পরামর্শ নিয়েছে তা নিশ্চিত নয়। আগামী সপ্তাহে সেখানে কেমন আবহাওয়া বিরাজ করতে পারে তা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে ক্রিকইনফো। এর নিরিখেই ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার আশংকা করা হয়েছিল। যদি ম্যাচগুলো যদি কলম্বো থেকে সরিয়ে নিতে হয়, তাহলে বিকল্প ভেন্যু কোনটা হবে তাও চিন্তার বিষয়। যদিও ডাম্বুলাকে একটি বিকল্প ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে। তবে সেখানকার হোটেল ও আবাসন ব্যবস্থা নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় ভারত। যদিও লঙ্কান ক্রিকেট কর্মকতাদের দাবী এই স্টেডিয়ামের ফ্লাড লাইটের কাজ চলছে। এটি দীর্ঘ দিনের একটি সমস্যা হলেও বোর্ড সঠিকভাবে তা মেরামত করেনি।
শ্রীলঙ্কার শুষ্ক অঞ্চলে ডাম্বুলার অবস্থান। বছরের এই সময়টিতে সেখানে ক্যান্ডি ও কলম্বোর চেয়ে বৃষ্টি অনেকটাই কম হয়। হাম্বানটোটার অবস্থান ভেজা ও শুষ্ক জোনের সীমান্তে। যে কারণে এটিও হতে পারে আরেকটি বিকল্প ভেন্যু। তবে স্থানটি বনাঞ্চলের বেশ কাছে। যার কাছাকাছি কোনো আবাসন ব্যবস্থা নেই। সেখানে ম্যাচের আয়োজন করতে হলে যাতায়াত সংক্রান্ত জটিলতায় পড়তে হবে লঙ্কানদের।
এদিকে ম্যাচগুলো দুই ভেন্যুতে ভাগ করে আয়োজনের বিপক্ষে সম্প্রচারকরা। কারণ সেক্ষেত্রে তাদেরকে যন্ত্রপাতি পরিবহনে বাড়তি ঝামেলা পোহাতে হবে, অন্যথায় শ্রীলঙ্কায় দু’টি আলাদা সম্প্রচার কাঠামো স্থাপন করতে হবে। ম্যাচগুলো কলম্বো থেকে সরিয়ে নিলে সূতির জটিলতাসহ আরো অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে আয়োজকদের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান : গ্রেফতার-২
ব্রাহ্মণপাড়ায় বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা
ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে সকল অপকর্মের বিচার করতে হবে : কাইয়ুম চৌধুরী
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব এর জনসভা জনসমুদ্রে পরিণত
ভারতের সাথে চুক্তি সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর
খুনি হাসিনাকে ফিরিয়ে এনে গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড বিচার নিশ্চিত করতে হবে-বাংলাদেশ ইসলামী দল
উগ্রবাদী সাদপন্থীদের বিচার নিশ্চিতকরণ এবং কার্যক্রম বন্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি
কালিয়াকৈর নিট এশিয়ায় টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকান্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় আগুন
প্রেসিডেন্টের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন
একনেকে দুই হাজার কোটি টাকায় ১০ প্রকল্প অনুমোদন
মার্কিন বিমানবাহী রণতরী হামলা হুথিদের, যুদ্ধবিমান ভূপাতিত
ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠান থেকে অস্ত্রসহ মাদক উদ্ধার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও রাজনীতি নিয়ে জাতীয় সেমিনার
লোহাগড়ায় কাঠ বোঝাই নসিমন উল্টে হেলপার নিহত
বাসার আল-আসাদ ও আসমা’র ডিভোর্সের সংবাদ প্রত্যাখ্যান রাশিয়ার
রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় মহানগরী জামায়াতের আমিরসহ আহত ৩
সাধারণ ক্ষমার বিনিময়ে দোষ স্বীকার করছেন আসাদের সৈন্যরা
ব্রাহ্মণবাড়িয়া বিদুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু