বাংলাদেশকে হেসেখেলেই হারালো পাকিস্তান
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩০ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
এশিয়া কাপে সুপার ফোরে যাত্রার শুরুর একদম ভালো হলো না বাংলাদেশের। পাকিস্তান পেসারদের সামনে তারা দুইশর আগে গুটিয়ে ম্যাচ হেরেছে বড় ব্যবধানে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার টস জিতে প্রথমে ব্যাট করে ৩৮.৪ ওভারে স্রেফ ১৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ঘরের মাঠে ৭ উইকেট আর ৬৩ বল হাতে রেখে বড় জয় নিশ্চিত করে পাকিস্তান।
প্রথম ইনিংসেই মূলত নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। পাকিস্তান পেসারদের যা একটু চ্যালেঞ্জ জানান দলের সবচেয়ে দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। কিন্তু দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছানোর আগেই আউট হয়ে যান দুই জনই।
দলীয় ৫০ রানের আগেই চার উইকেট হারিয়ে ব্যাকফুটে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে এটাকে ম্যাচের টার্নিং পয়েন্ট বলেছেন সাকিবও। এসময় মুশফিককে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন তিনি। পঞ্চম উইকেটে দুজন গড়েন শতরানের জুটি। অবশ্য ব্যক্তিগত ফিফটি পূর্ণ করে বেশিদূর এগুতে পারেননি কেউই। এই জুটি ভাঙার পর আর ৫০ রানও করতে পারেনি দল।
মুশফিক করেন ৮৭ বলে ৫ চারে সর্বোচ্চ ৬৪ রান। সাকিব করেন ৫৭ বলে ৭ চারে ৫৩।
আগের ম্যাচের নায়ক মেহেদী হাসান মিরাজকে এদিনও নামানো হয় ওপেনিংয়ে। কিন্তু মুখোমুখি হওয়া নাসিম শাহের প্রথম বলেই শর্ট স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দলে ফিরে চার বাউন্ডারিতে ভালো কিছুর আভাস দিয়ে শাহিন শাহ আফ্রিদির বলে কট বিহাইন্ড হয়ে যান লিটন কুমার দাস।
এই ম্যাচেও ব্যর্থ তৌফিক হৃদয়। হারিস রউফের দারুণ এক ডেলিভারিতে স্টাম্প ছিটকে যায় তার। সেট হয়ে এদিনও বড় ইনিংস আসেনি মোহাম্মাদ নাঈম শেখের ব্যাট থেকে। কঠিন সময়ে নিজেদের প্রমাণ করতে পারেনি শামীম-আফিফও। বাংলাদেশ ৩ রানে হারায় শেষ ৪ উইকেট।
১৯ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার হারিস রউফ। ৩৪ রানে তিনটি নেন নাসিম শাহ। বাংলাদেশের ১০ উইকেটের ৯টিই নিয়েছেন পাক পেসাররা।
জবাবে তুলনামূলক সহজ লক্ষ্যে সাবধানী শুরু করে পাকিস্তান। বল হাতে দশম ওভারে প্রথম সফলতা পায় বাংলাদেশ। ফখর জামানকে এলবিডব্লিউ করে ওপেনিং জটি ভাঙেন শরিফুল ইসলাম। বাবর আজমকে তাসকিন আহমেদ বোল্ড করেন দলীয় ৭৪ রানে। এরপর আর তেমন সুযোগ দেননি ইমাম-উল হক ও মোহাম্মদ রিজওয়ান। ইমাম ৮৪ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭৮ রান করে মিরাজের বলো বোল্ড হয়ে যান। তাদের জয় তখন নাগালে। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান। ৭৯ বলে ৭ চার ও এক ছক্কায় তার ব্যাট থেকে আসে অপরাজিত ৬৩ রান।
সুপার ফোরের পরের ম্যাচ আগামী শনিবার। কলম্বোয় এদিন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি হবে আগামী রোববার কলম্বোয়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৩৮.৪ ওভারে ১৯৩ (নাঈম ২০, মিরাজ ০, লিটন ১৬, সাকিব ৫৩, হৃদয় ২, মুশফিক ৬৪, শামীম ১৬, আফিফ ১২, তাসকিন ০, শরিফুল ১, হাসান ১*; অতিরিক্ত ৮; আফ্রিদি ৭-১-৪২-১, নাসিম ৫.৪-০-৩৪-৩, হারিস ৬-০-১৯-৪, ফাহিম ৭-০-২৭-১, শাদব ৭-০-৩৫-০, সালমান ১-০-১১-০, ইফতিখার ৫-০-২০-১)।
পাকিস্তান: ৩৯.৩ ওভারে ১৯৪/৩ (ফখর ২০, ইমাম ৭৮, বাবর ১৭, রিজওয়ান ৬৩*, সালমান ১২*; অতিরিক্তি ৪; তাসকিন ৮-১-৩২-০, শরিফুল ৮-১-২৪-০, হাসান ৭-০-৪৬-০, মিরাজ ১০-০-৫১-১, সাকিব ৫.৩-০-৩১-০, শামিম ১-০-৮-০)।
ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: হারিস রউফ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মারা গেলেন 'মুজিব' বায়োপিকের নির্মাতা শ্যাম বেনেগাল
মানবাধিকার সংগঠন রাইটস যশোর আয়োজিত যৌন শিশু পাচার প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
যশোরে আদালত চত্বরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ
ফাইনালে মুখোমুখি মেট্রো-রংপুর
চুয়াডাঙ্গার গোয়ালপাড়া থেকে ১ কেজি ১৯৪ দশমিক ৩২ গ্রাম ওজনের ৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি
চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু দুবাই
কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি কাজী সাঈদ, সম্পাদক মিজান
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানাল ভারত
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা
‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব
সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০
মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার
পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু