শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা সাকিবের
০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩১ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হারটা ছিল হতাশাজনক। ৫০ ওভারের খেলায় মাত্র ১৯৩ রানে অলআউট হওয়ার কারণে এই হার কিছুটা হলেও লজ্জায় ফেলেছে টাইগারদের। অথচ এই গাদ্দাফি স্টেডিয়ামেই আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩৩৪ রানের বিশাল স্কোর গড়েছিলেন সাকিব আল হাসানরা। কিন্তু সেই একই ভেন্যুতে স্বাগতিক দলের বিপক্ষে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়েন বাংলাদেশের ব্যাটাররা। অধিনায়ক সাকিব আর উইকেটরক্ষক মুশফিকুর রহিম ছাড়া বাকিরা খেলেছেন ছন্নছাড়া ক্রিকেট। ম্যাচে সাকিব (৫৩) ও মুশফিক (৬৪) মিলে যেখানে করেনে ১১৭ রান, সেখানে বাংলাদেশের বাকি ৯ ব্যাটার মিলে করেন ৭৬ রান! তাদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং পুরো জাতিকে ফেলেছে লজ্জায়। ফলে বুধবার টুর্নামেন্টের সুপার ফোর পর্ব বড় হার দিয়েই শুরু হলো বাংলাদেশের। এই পর্বে টাইগাররা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে শনিবার লঙ্কানদের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়। পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলেও সুপার ফোরে শ্রীলঙ্কা ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশ অধিনায়ক সাকিবের। এ প্রসঙ্গে বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমি যখন সেখানে এলপিএল খেলেছিলাম, দেখেছি মাঠের পিচ কিছুটা ধীরগতির, কিছুটা উঁচু-নিচু। এটা হয়তো আমাদের সাহায্য করবে। আশা করি, আমরা কলম্বোয় ভালো করব।’
পাল্লেকেলেতে গত ৩১ আগ্স্ট এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মোকাবিলা করেছিল বাংলাদেশ। ওই ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাট করে ১৬৪ রানে অলআউট হয়েছিল সাকিব বাহিনী। ম্যাচটিতে লঙ্কানরা জিতেছিল ৫ উইকেটে। সেই শ্রীলঙ্কার বিপক্ষেই কলম্বোয় ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদশ অধিনায়কের।
৬ সেপ্টেম্বর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়েই শেষ হলো এশিয়া কাপের পাকিস্তান পর্ব। সুপার ফোরের বাকি সব ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোয়। যেখানে আগামী রোববার পাকিস্তানের পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে পাওয়া জয়ের আত্মবিশ্বাস সেই ম্যাচেও কাজে লাগবে বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম, ‘বাংলাদেশের বিপক্ষে জিতে আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। আমরা সব সময়ই বড় ম্যাচের জন্য তৈরি। তাই পরের ম্যাচে শতভাগ দিতে প্রস্তুত আছি।’ বাবরের মতো ভারতের বিপক্ষে ম্যাচে শতভাগ দিয়ে লড়তে চান ১৯ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচসেরা হারিস রউফও। তবে এর বাইরেও এশিয়া কাপে ব্যক্তিগত একটা লক্ষ্য আছে তার। বুধবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সেটা সরাসরিই বলে দিয়েছেন রউফ, ‘নিজের জন্য আমি একটা বড় লক্ষ্য ঠিক করেছি, আমি এশিয়া কাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হতে চাই।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানাল ভারত
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা
‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব
সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০
মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার
পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র
স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?
চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১
পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান