ফিরছেন মুশফিক, কলম্বোয় ডিকেন্স

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৩ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম

শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকালের ম্যাচের পরই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। পারিবারিক কারণে টুর্নামেন্ট অসমাপ্ত রেখে দেশে ফিরে যেতে পারেন মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের একটি সূত্র জানিয়েছে, স্ত্রী সন্তানসম্ভবা বলেই মুশফিক দেশে ফেরার চিন্তাভাবনা করছেন। দ্বিতীয় সন্তানের আগমনের সময়টাতে তিনি স্বাভাবিকভাবেই স্ত্রীর পাশে থাকতে চান। সে জন্য ১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকা প্রয়োজন বলে তিনি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন। এদিকে গতকাল কলম্বোয় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন সহকারী ফিল্ডিং কোচ ফয়সাল হোসেন ডিকেন্স।

মুশফিকের পারিবারিক এই বিষয়টি দলও গুরুত্বসহকারে নিয়েছে বলে জানা গেছে। তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দলে ফিরবেন মুশফিক। যদিও সবকিছু নির্ভর করছে কলম্বোর রানাসিঙ্গে প্রেমাদাসা স্টেডিয়ামে আজকের ম্যাচের ওপর। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে। এর আগে গ্রুপ পর্বে দুই দলের সাক্ষাৎ হয়েছিল। ওই লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটের ব্যবধানে হেরেছিল টাইগাররা। সুপার ফোরে বাংলাদেশ দল নিজেদের শেষ ম্যাচ খেলবে ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে। বিসিবির ওই সূত্র জানিয়েছে, ‘(শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর) সে দেশে ফিরবে। তার স্ত্রী সন্তানসম্ভবা। (বাংলাদেশের) পরের ম্যাচ (সেপ্টেম্বরের) ১৫ তারিখ। তো (দুই ম্যাচের মাঝে) মাঝে ছয়-সাত দিনের বিরতি আছে। তাই সে আবার ফিরে যাবে (শ্রীলঙ্কায়)।’

এশিয়া কাপে এবার শুরু থেকেই কিছুটা অস্থিতিশীল সময় পার করছে বাংলাদেশ দল। ইবাদত হোসেন চোটে পড়ে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে যান। জ্বরের কারণে লিটন দাসও খেলতে পারেননি গ্রুপ পর্বের ম্যাচে। তার জায়গায় আনা হয় এনামুল হক বিজয়কে। আফগানিস্তান ম্যাচের পর হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দেশে ফিরতে হয়েছে নাজমুল হোসেন শান্তকেও। এবার মুশফিককে না পেলে ভোগান্তিটা বাড়বে দলের। চলমান এশিয়া কাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন অভিজ্ঞ এই কিপার ব্যাটার। ৩৪ গড়ে তার ব্যাট থেকে এসেছে ১০২ রান। ফিফটি করেছেন একটি, সবশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে হেরে সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে তাদের।

এদিকে দলের কোচিং স্টাফেও যোগ হয়েছে নতুন সংযোজন। সহকারী ফিল্ডিং কোচ হিসেবে কলম্বোতে দলের সঙ্গে যোগ দিয়েছেন ফয়সাল হোসেন ডিকেন্স। দলের ফিল্ডিং কোচের দায়িত্বে আছেন শেন ম্যাকডারমট। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের ফিল্ডিং কোচ ফয়সাল তাঁকে সাহায্য করার পাশাপাশি নেট অনুশীলনে কাজ করবেন বাঁহাতি বিশেষজ্ঞ থ্রোয়ার হিসেবেও।

সুপার ফোরে বাকি ম্যাচগুলোকে প্রতিপক্ষের অনেক বাঁহাতি বোলারকেই সামলাতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। সে জন্যই অনুশীলনে একজন বাঁহাতি থ্রোয়ারের প্রয়োজন অনুভব করেছে টিম ম্যানেজমেন্ট এবং ব্যাটসম্যানরা। বাংলাদেশের কোচদের মধ্যে এই কাজ ভালো পারেন বলেই ফয়সাল হোসেনকে কলম্বোয় উড়িয়ে আনা। ফয়সাল হোসেনের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘ডিকেন্সকে (ফয়সাল হোসেন) আনা হয়েছে সহকারী ফিল্ডিং কোচ হিসেবে। তবে একই সঙ্গে নেট অনুশীলনেও তার একটা ভূমিকা থাকবে। আমরা জানি সে খুব ভালো এবং জোরে থ্রো ছুড়তে পারে। প্রতিপক্ষের বাঁহাতি বোলারদের কথা চিন্তা করে এ রকম একজনকেই চেয়েছিল টিম ম্যানেজমেন্ট।’

কলম্বোয় সুপার ফোরের ম্যাচগুলো হবে বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই। আগের দিন বিকেলে লাহোর থেকে ভাড়া করা বিমানে যখন একসঙ্গে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা দল এখানে পৌঁছায়; বৃষ্টি হচ্ছিল তখনো। তবে রাতের পর থেকে আবহাওয়া বেশ ভালো। কলম্বোয় গতকাল বৃষ্টি ছিল না। ঝলমলে রোদে বিকেলে রানাসিঙ্গে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলনও করে সাকিব আল হাসানের দল।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

নিউজিল্যান্ড দলে নতুন মুখ জ্যাকবস
আব্দুল্লাহ শফিকের অনাকাঙ্ক্ষিত রেকর্ড
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
আরও

আরও পড়ুন

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানাল ভারত

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানাল ভারত

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা

‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব

‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব

সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০

সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০

মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ

মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার

পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক

পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক

পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত

পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত

পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ

পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ

ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি

ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি

এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!

আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!

ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু

ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র

মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র

স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?

স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?

চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১

চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১

পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি

পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি

যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত

যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত

১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান

১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান