রিজওয়ান ঝড়ে পাকিস্তানের লড়াইয়ের পুঁজি
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৭ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
দ্রুত ৫ উইকেট হারানোর পর শতরানের জুটিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ। দুই দফা বৃষ্টির বাধায় ৪২ ওভারে নেমে আসা ম্যাচে লড়াইয়ের ভালো পুঁজি পেল পাকিস্তানও।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার এশিয়া কাপের সুপার ফোরের বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কাকে ২৫৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাবর আজমের দল। পাকিস্তান ইনিংসের সবচেয়ে বড় কারিগর রিজওয়ান। ৭৩ বলে ৬ চার ও ২ ছক্কায় অপরাজিত ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এই কিপার-ব্যাটার।
পাকিস্তান ইনিংসের প্রাণ বলা যায় ষষ্ঠ উইকেটের রিজওয়ান-ইফতিখার জুটিকে। ১৩০ রানে পাকিস্তান ৫ উইকেট হারানোর পর এই জুটি থেকে আসে ৭৮ বলে ১০৮ রান। ইফতিখার ৪০ বলে ৪৭ রান করে মাথিশা পাথিরানার বলে মিড-অফে ধরা পড়লেও অপরাজিত থাকেন রিজওয়ান।
দলীয় ৯ রানে ফখর জামানকে হারানোর পর দ্বিতীয় উইকেটে ৬৪ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেন বাবর আজম ও আসরে প্রথম একাদশে সুযোগ পাওয়া আব্দুল্লাহ শফিক। ১৬তম ওভারে ভারত ম্যাচের নায়ক দুনিথ ভেল্লালাগের বলে লাইন মিস করে স্টাম্পিং হয়ে যান বাবর।অধিনায়ক ফেরেন ৩৫ বলে ২৯ রান করে।
খানিক পর শফিক ক্যাচ আউট হয়ে যান পুল করতে গিয়ে। তার ব্যাট থেকে আসে ৬৯ বেল ৫২ রান। এরপর দ্রুত ফেরেন একাদশে সুযোগ পাওয়া মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নেওয়াজ। এরপরই রিজওয়ান-ইফতিখারের ব্যাটে পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর গল্প।
পাথিরানা ৩ উইকেট নিলেও ৮ ওভারে তাকে গুনতে হয়েছে ৬৫ রান। ৫৮ রানে দুটি নেন একাদশে সুযোগ পাওয়া প্রমোদ মদুশান।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পায় পাকিস্তান ও শ্রীলঙ্কা। এরপর দুই দলই হেরেছে ভারতের কাছে। পাকিস্তানের হারটি ছিল অপেক্ষাকৃত বড়, ২২৮ রানের। শ্রীলঙ্কা হেরেছিল ৪১ রানে। এজন্য নেট রান রেটে শ্রীলঙ্কার (-০.২০০) চেয়ে অনেকটা পিছিয়ে পাকিস্তান (-১.৮২৯)। ফাইনালে যেতে বাবর আজমদের তাই এই ম্যাচে জয়ের বিকল্প নেই। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে বা ম্যাচ টাই হলে নেট রান রেটে এগিয়ে থাকায় ফাইনালের টিকেট পাবে শ্রীলঙ্কা।
এই ম্যাচের জয়ী দল উঠে যাবে ফাইনালে। আগামী রোববারের সেই শিরোপা নির্ধারনী ম্যাচের অন্য দল ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৪২ ওভারে ২৫২/৭ (আব্দুল্লাহ ৫২, ফখর ৪, বাবর ২৯, রিজওয়ান ৮৬*, হারিস ৩, নেওয়াজ ১২, ইফতিখার ৪৭, শাদাব ৩, শাহিন ১*; অতিরিক্ত ১৫; মাদুশান ৭-১-৫৮-২, থিকশানা ৯-০-৪২-১, শানাকা ৩-০-১৮-০, ভেল্লালাগে ৯-০-৪০-১, পাথিরানা ৮-০-৬৫-৩, ধরাঞ্জয়া ৬-০-২৮-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ
অযোগ্য হবেন হাসিনা?
দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব ইসমাইল হোসেন
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত
মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি
আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ
অন্তর্বর্তী এ সরকারের মধ্যে দুটি সরকার রয়েছে : মাহমুদুর রহমান মান্না
হাসিনার নভোথিয়েটার দুর্নীতি মামলার পুনঃতদন্ত শুরু
১১ ইউনিটে ছাত্রদলের কমিটি ঘোষণা