পাকিস্তানের এমন বিদায়ে ক্ষুব্ধ আফ্রিদি-রমিজ-শোয়েবরা
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম
ফেবারিট হিসেবে এশিয়া কাপ খেলতে সুপার ফোর থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। সুপার ফোরে একমাত্র বাংলাদেশের বিপক্ষে জিতেছে তারা। ভারতের বিপক্ষে বিধ্বস্ত হয়েছে ২২৮ রানে, আর শ্রীলঙ্কার কাছে গতপরশু রাতে হার মানতে হয় শেষ বলে। দলের এমন পারফরম্যান্স নিরাশ করেছে সাবেকদেরও। সাবেক দুই অধিনায়ক শহীদ আফ্রিদি ও রমিজ রাজা এমন হারের পর দলের বেশ সমালোচনা করেছেন। রমিজ বলেছেন, চাপের মুহূর্তে দল সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে; আর আফ্রিদি সমস্যা দেখছেন ব্যাটিং অর্ডারে।
পাকিস্তানের ম্যাচ হারের কারণ চাপ সামলাতে না পারা- এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটার রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হয়েছে। কিন্তু পাকিস্তান লাইনের ওপাশে যেতে পারেনি। এ পাড়েই রয়ে গেছে। এখান থেকে এখন বিশ্বকাপের প্রস্তুতি নিতে হবে, ফাইনালের পথ বন্ধ হয়ে গেল। আসলে ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হারের পর মানসিকভাবে বড় ধাক্কা খেয়েছিল পাকিস্তান, যার প্রভাব এই ম্যাচেও পড়েছে। দেখে মনে হচ্ছিল, দলকে বাধ্য করা হয়েছে ধীরেসুস্থে খেলতে। খুব সতর্কতার সঙ্গে খেলছিল, যেন ভুল না হয়। এরপর আউট হয়ে গেলে কি হবে, এমন ভাবনা দলকে পেয়ে বসেছিল। এ রকম পরিস্থিতিতে দল আর মনখুলে খেলতে পারে না। এ রকম হলে চাপের মুখে প্রতিপক্ষ জিতে যায়।’
চাপের মুহূর্তে ম্যাচ নিজেদের পক্ষে আনতে না পারাই পাকিস্তানের কাল হয়েছে উল্লেখ করে রমিজ বলেছেন, ‘পাকিস্তানের জন্য এ ম্যাচে বেশ কিছু চাপের মুহূর্ত এসেছিল, যেখানে পাকিস্তান ম্যাচ নিজেদের পক্ষে নিতে পারত। কিন্তু তারা সেটি পারেনি। আসালেঙ্কা শ্রীলঙ্কাকে জিতিয়ে মাঠ ছেড়েছে। রিজওয়ান ওর একটি ক্যাচ ছেড়েছে, সহজ ক্যাচই ছিল। সেটি ধরতে পারলে ম্যাচের গতিপথ বদলে যেত। একইভাবে শাদাবের উত্থান-পতন ম্যাচে প্রভাব ফেলছে।’ দলের টপ অর্ডারের ব্যাটসম্যানদেরও হারের জন্য দায়ী করেছেন রমিজ, ‘বাবর আজম ও টপ অর্ডারকে খেলার সময় খুবই দ্বিধান্বিত মনে হচ্ছিল; যদিও আবদুল্লাহ শফিক একটি সাবলীল ইনিংস খেলেছে। কিন্তু ম্যাচের ওপর যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দরকার ছিল, পাকিস্তানের খেলায় সেটি ছিল না। রিজওয়ান ভালো করেছে। ইফতেখারের সঙ্গে শেষের দিকে গিয়ে ইনিংসটা দাঁড় করিয়েছে। পাকিস্তান আক্রমণ করে, কিন্তু অনেক পরে গিয়ে সেটা করে। স্পিন খেলতেও অনেক সমস্যা হচ্ছে। স্পিন ভালো হলে আমাদের ব্যাটসম্যানরা ফেঁসে যায়। এই জায়গাতেও কাজ করতে হবে। সুইংকে কীভাবে খেলবেন, তা-ও ঠিক করতে হবে। হয় আগে খেলছেন বা পেছনে গিয়ে খেলছেন; এই জায়গাগুলো ঠিকঠাক করতে হবে।’
পাকিস্তানের দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন রমিজ; বিশেষ করে ফখর জামানকে খেলানোর বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না সাবেক এই অধিনায়ক, ‘দল নির্বাচন নিয়েও নজর দিতে হবে। আমি জানি না ফখর জামানের কাছ থেকে আপনি আর কী পেতে চান। সে যেন আউট হতেই নামে! আউট হওয়ার পর তার শরীরী ভাষা দেখলে বুঝবেন, মনে হচ্ছিল সে আউট হওয়ার জন্য প্রস্তুত। এ রকম খেলোয়াড়কে কেন খেলাচ্ছেন? আমার মনে হয় ফখর জামানের উচিত নিজে থেকে না খেলা। সে বলতে পারে, আমার বিরতি দরকার। এটা দেখা যাচ্ছে, সে খেলার মধ্যে নেই। অন্যদিকে ইমাম ও সৌদ চোটের জন্য খেলেনি। কিন্তু ওদের দিয়ে অন্তত চেষ্টা করা যেত। পরিস্থিতি এমন ছিল, অর্ধেক ফিট খেলোয়াড়দেরও খেলানো প্রয়োজন ছিল।’
নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ ছাড়া পুরো টুর্নামেন্টে ভুগেছেন বাবর আজম। শ্রীলঙ্কার উইকেটে বাবরের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে রমিজ বলেছেন, ‘বাবর আজমের ওপর এখন চাপ আছে। সেটা নেতৃত্বের এবং রান নেওয়ারও। এ ধরনের উইকেটে সে বেশ বাজে খেলছে। আর ম্যাচ হারলে নেতৃত্ব নিয়েও প্রশ্ন ওঠে। তবে ভারতের বিপক্ষে এত বাজেভাবে হারের পর মানুষ আরও বেশি প্রশ্ন তুলবে। দল নির্বাচনে আরও বিচক্ষণ হতে হবে। বেঞ্চের দলকে না খেলিয়েই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সব জায়গায় একই খেলোয়াড়েরা ভালো করবে, এমন ভাবাটা ভুল। এমনটা কোথাও হয় না। এটা যত তাড়াতাড়ি বুঝবে, ততই ভালো। শাহিন শাহ আফ্রিদির যতটা ভালো খেলা উচিত ছিল, ততটা খেলতে পারেনি। যা–ই হোক, লড়াই করে হেরেছে, তবে ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে হবে।’
অন্যদিকে পাকিস্তানের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তিনি বলেছেন, ‘আমাদের ব্যাটিং অর্ডার নির্বাচন আরও ভালো হতে পারত। আপনারা কী মনে করেন? আমার মত হচ্ছে, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডার সাজানোটা একেবারেই ভালো হয়নি।’
টুর্নামেন্ট শুরুর আগে এই দলের কাছ থেকে দারুণ কিছু প্রত্যাশা ছিল শোয়েব আখতারের। কিন্তু দলের এমন পারফরম্যান্স দেখে হতাশই হয়েছেন সাবেক গতিতারকা। এভাবে বিদায় নেওয়াকে লজ্জাজনক উল্লেখ করে শোয়েব বলেছেন, বিশ্বকাপের আগে পাকিস্তানকে অনেক কিছু নিয়ে ভাবতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও বিচক্ষণতার পরিচয় দিতে হবে, ‘আপনারা ম্যাচ দেখেছেন। পাকিস্তান টুর্নামেন্টের বাইরে চলে গেছে। গোটা দুনিয়া পাকিস্তানকে ফাইনালে দেখতে চেয়েছিল। বাস্তবতা হচ্ছে পাকিস্তান এখন টুর্নামেন্টের বাইরে। দেখুন, এখন অনেক সমালোচনা করা যায়। প্রতিটি বিষয় নিয়েই করা যায়। তারা কিন্তু ফেবারিট হিসেবে এসেছিল। ভারত-পাকিস্তানের ফাইনাল হতে পারত। সে সুযোগ আর থাকল না। তবে এটা বলতে হয় যে শ্রীলঙ্কার এই জয় প্রাপ্য ছিল এবং ফাইনালটা খুব ভালোভাবেই তাদের প্রাপ্য ছিল। তারা অনেক ভালো দল ছিল।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ
অযোগ্য হবেন হাসিনা?
দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব ইসমাইল হোসেন
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত
মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি
আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ
অন্তর্বর্তী এ সরকারের মধ্যে দুটি সরকার রয়েছে : মাহমুদুর রহমান মান্না
হাসিনার নভোথিয়েটার দুর্নীতি মামলার পুনঃতদন্ত শুরু
১১ ইউনিটে ছাত্রদলের কমিটি ঘোষণা