তামিমকে ছাড়াই বিশ্বকাপের দল, বিসিবি ও সাকিবের কড়া সমালোচনা
২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ পিএম
তামিমকে ছাড়া বিশ^কাপ ঘোষণা হওয়ায় সোশ্যাল মিডিয়ায় চলছে সাকিব ও বিসিবির কড়া সমালোচনা। দেশের অসংখ্য ম্যাচ জয়ে অবদান রাখেন তারকা ওপেনার তামিম ইকবাল। বিশ্বের অন্যতম সেরা এই ওপেনারকে রাখা হয়নি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে। সেজন্য বিতর্কের ঝড় উঠে।
কেউ কেউ সাকিবকে খারাপ ভাষায় গালিও দিয়েছে। আবার কেউ বলেছেন, আজ থেকে বাংলাদেশের ক্রিকেট দেখা বন্ধ করলাম।
জানা যায়, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। যে দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। দলে রাখা হয়েছে বহূল প্রতীক্ষিত মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে রাখা হয়নি অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবালকে। তাকে দলে রাখা নিয়ে গত কদিন ধরেই চলছিল দর কষাকষি। শেষ পর্যন্ত তাকে ছাড়াই দেওয়া হলো ১৫ সদস্যের দল।
বিশ্বকাপ সুপার লিগের পুরোটা সময় তামিম ইকবালের নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ। তার অধীনেই সুপার লিগে সেরা তিনে থেকে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে ফিটনেস ইস্যুতে শেষ পর্যন্ত বাদ পড়েছেন দল থেকে।
দল থেকে বাদ পড়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেরিফায়েড ফেসবুকে এক ভিডিওবার্তায় তামিম ইকবাল তুলে ধরেন ক্রিকেট তার সঙ্গে যে নোংরামি করেছে, সি বিষয়টি।
তিনি বলেন, আমি কোনো ইনজুরিতে নেই। আমাকে কেন বাদ দেওয়া হয়েছে আমি নিজেও জানি না। একেবারে শেষে তামিম বলেন, আমাকে সবাই মনে রাখিয়েন। ভুলে যাইয়েন না।
শফিক উদ্দিন নামে ফেসবুকে একজন লিখেছেন, সাকিব বাংলাদেশ ক্রিকেটের মীর জাফর। সাকিবকে পিছন থেকে সাপোর্ট দিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেটের ধ্বংসের কারিগর পাপন, নান্নু, বাশার, হাতুড়িরা। আর তামিমের পাশে আছে সত্যিকারের ক্রিকেটভক্তরা। বর্তমান সময়ে সাকিবকে বাংলাদেশের মানুষ কতটা ঘৃণা করে তা সাকিবের লাস্ট ফেইসবুক পোস্ট দেখলেই বুঝা যায়। স্বার্থপর ও অর্থলোভী সাকিবের পতন হোক।
আব্দুর রহিম নামে একজন লিখেছেন, সাকিব আল হাসান বিশ্বসেড়া অলরাউন্ডারের পাশাপাশি বিশ্বসেরা অর্থলোভী মানুষও বটে।
ফরহাদুল ইসলাম নামে একজন লিখেছেন, তামিমকে বিশ্বকাপের না রাখাতে শুধু দেশের ক্ষতি হয় নাই। এটা প্রধানমন্ত্রীকে অসম্মান করা হয়েছে। কারণ তামিম অবসর নেওয়ার পরে প্রধানমন্ত্রী নিজেই তাকে ফিরিয়ে এনেছে। আর সে তামিমকে বাদ দিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। আমরা বোর্ড প্রেসিডেন্ট ও নির্বাচককে ধিক্কার জানাই। তারা দেশের কখনও ভালো চায় না। তারা পদের অপব্যবহার করে নিজের পকেট ভারি করে। বাংলাদেশ ক্রিকেট টিমকে এভাবে শেষ হয়ে যাবে। এক সময় কেউ আর ক্রিকেট খেলা দেখবে না।
শফিকুল ইসলাম বকুল নামে একজন লিখেছেন, সাকিবকে দলে না নিয়ে তামিমকে নেওয়া উচিত। সাকিব ইদানিং কোনো উইকেট পায় না। তাহলে ব্যাটার হিসেবে তামিমওই ভালো। বর্তমানে আমাদের বড় সমস্যা হলো ওপেনিং। আর তামিমেই সেরা ওপেনার।
কাওসার আহমেদ মাফি নামে একজন লিখেছেন, আসলে তামিম ভাইয়ের ইঞ্জুরি বড় সমস্যা না। শো-রুম আল হাসান তার প্রতিশোধ নিচ্ছে তার ওপর। তবে জুলুম করে কেউ কখনও পার পাইনি। সাকিবও পার পাবে না।
কাজি জাকারিয়া নামে একজন লিখেছেন, এই মুহূর্তে সাকিবকে দলে দরকার নাই। যতই তার অবসরের সময় ঘনিয়ে আসছে ততই সে টিম বাংলাদেশর সর্বোচ্চ ক্ষতিটা করার সুযোগ কাজে লাগিয়ে টিমটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে। ধিক্কার সাকিবকে। দেশের ক্রিকেটকে টিকিয়ে রাখার স্বার্থে টিমের ইন্টার পলিটিক্স স্ব-মূলে বিনাশ করার এখন সময়ের ব্যাপার।
শহিদুল ইসলাম নামে একজন লিখেছেন, তামিম ইকবাল খান ব্যক্তিত্ব সম্পন্ন একটা মানুষ। তার কাছে টাকা পয়সা নোংরামি থেকে সম্মানটাই বড়। সারা দেশের মানুষ তাকে ভালোবাসে তাকে সাপোর্ট করে। সাকিব ভালো প্লেয়ার বাট মীর জাফর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২,মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক
থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী