অ্যাগারের চোটে ভাগ্য খুলল লাবুশেনের
২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৭ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৭ এএম
শেষ মুহূর্তে বিশ্বকাপের দলে বদল আনতেই হল অস্ট্রেলিয়াকে। চোটের কারণে ছিটকে গেলেন অ্যাস্টন অ্যাগার। পরিবর্তে দলে ঢুকলেন মার্নাস লাবুশেন।
লাবুশেনের সাম্প্রতিক যে ফর্ম তাতে তাঁকে ছাড়া বিশ্বকাপে নামাটা অস্ট্রেলিয়ার জন্য অস্বস্তিরই হত। তাদের কাছে বিষয়টি সহজ হয়ে গেল অ্যাগারের চোটের কারণে। কারণ লাবুশেনকে নিতে হলে, একজনকে বাদ দিতে হত। আর সেই কাজটা সহজ করে দিলেন অ্যাগার। বাঁ-হাতি স্পিনার চোটের কারণে ছিটকে যাওয়ায়, তাঁর জায়গায় বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে লাবুশেনকে।
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার শেষ দিনেই অর্থাৎ বৃহস্পতিবার পরিবর্তিত চূড়ান্ত দল ঘোষণা করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে চোটের কারণে অনিশ্চিত ট্রেভিস হেডকে দলে রেখে দেওয়া হয়েছে। টুর্নামেন্টে মাঝামাঝি পর্যায়ে এই বাঁ-হাতি ব্যাটসম্যান সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। দলের সঙ্গেই রাখা হবে হেডকে।
দক্ষিণ আফ্রিকা সফরে পায়ের পেছনের হাড়ে চোট পেয়েছিলেন অ্যাগার। দলের সঙ্গে ভারতের বিপক্ষে সিরিজের জন্যও তিনি আসেননি। নিজের শেষ ওয়ানডেতে তিনি ৪০ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর, ব্যাটিংয়ে অষ্টম উইকেটে লাবুশেনের সঙ্গে গড়েছিলেন ১১২ রানের অপরাজিত জুটি। সেই ম্যাচে ১১৩ রানে ৭ উইকেট হারানোর পরেও লাবুশেনের ৮০ আর অ্যাগারের ৪৮ রানের ইনিংসের হাত ধরে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। সেই লাবুশেনকে এবার জায়গা দিলেন অ্যাগার। তাও চোটের কারণে।
বিশ্বকাপের প্রাথমিক দলে সুযোগ না পাওয়া লাবুশেন ওয়ানডে দলে জায়গা পান স্টিভ স্মিথের চোটের কারণে। আর দলে ফেরার পর থেকে ৮ ম্যাচে ৬০ গড়ে ৪২১ রান করেছেন তিনি, ব্যাটিং করেছেন ৯৭.৭ স্ট্রাইক রেটে। তাই তাঁকে বাদ দেওয়ার কোনও জায়গাই ছিল না অজি নির্বাচকদের সামনে।
অ্যাগার ছিটকে যাওয়ায়, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে থাকছেন মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার, অ্যাডাম জাম্পা। অবশ্য ভারতের বিপক্ষে শেষ ম্যাচে দলে ফিরেই ৪ উইকেট নেওয়া গ্লেন ম্যাক্সওয়েল ভরসা দিচ্ছেন অস্ট্রেলিয়াকে। এছাড়াও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো পর্যন্ত অন্তত দলের সঙ্গে থাকবেন অলরাউন্ডার ম্যাট শর্ট এবং লেগস্পিনার তানভির সাঙ্ঘা।
অ্যাগারের সঙ্গে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তার কারণ ছিল হেডকে নিয়েও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বাঁ হাতে আঘাত পেয়েছিলেন তিনি। পরে স্ক্যানে হাড়ে চিড় ধরা পড়ে। শেষ পর্যন্ত অবশ্য অস্ত্রোপচার করতে হয়নি। তবে পুরো সেরে উঠতে তাঁর অন্তত আরও চার সপ্তাহ লাগবে। ফলে বিশ্বকাপের প্রথম অর্ধে কার্যত ১৪ জনের দল নিয়ে খেলবে অস্ট্রেলিয়া।
আগামী শনিবার নেদারল্যান্ডস ও মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ৮ অক্টোবর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অজিরা।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড়: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২,মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক
থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী