আশার স্বপ্ন বুনছে বাংলাদেশ
০৫ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই শুরু হবে বিশ্বকাপ শিরোপার জন্য ব্যাট-বলের রোমাঞ্চকর লড়াই। বাংলাদেশ সময় আজ দুপুর আড়াইটায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবারের আসর। বিশ্বকাপ সামনে রেখে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্বোধনী অনুষ্ঠান না থাকলেও টুর্নামেন্ট শুরুর আগে আইসিসি রাখে নানা আয়োজন। গতকাল যেমন ক্যাপ্টেনস ডে’তে এক মঞ্চে দেখা গেছে ১০ অধিনায়ককে। যেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজেদের স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তারা। সেখানে দেশের মানুষ গত বিশ্বকাপের চেয়ে এবার বাংলাদেশ দলের কাছ থেকে ভালো কিছু আশা করছেন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। কোচিং স্টাফসহ স্কোয়াডের বাকি সবাই ধর্মশালায় গেলেও সাকিব আছেন আহমেদাবাদে। গতকাল এখানেই অনুষ্ঠিত হয়েছে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে ‘ক্যাপ্টেন্স ডে’। অনুষ্ঠানটি উপস্থাপনা করে ভারতের সাবেক তারকা ক্রিকেটার রবি শাস্ত্রী ও ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ওয়েন মরগ্যান। সেখানে সাকিবের কাছে দুজনই একটি করে প্রশ্ন রাখেন। সাকিবকে প্রথম প্রশ্নটি করেছিলেন ২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক মরগান। বিশ্বকাপের জন্য দল কতটা প্রস্তুত সেটা সাকিবের কাছে জানতে চান মরগ্যান। বাংলাদেশের দলনেতা জানান, ‘আমি মনে করি, আমরা ভালোভাবে প্রস্তুত হয়েছি। যদি ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে গত চার বছরের দিকে তাকাই, বাছাইপর্বের (ওয়ানডে সুপার লিগ) পয়েন্ট তালিকায় আমরা সম্ভবত তিনে বা চারে ছিলাম (মূলত তিনে)। দল হিসেবে আমরা খুবই ভালো করেছি। এখন সময় এসেছে এই বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর। আমাদের দল তৈরি। আর গোটা দেশও প্রত্যাশা করছে যে আমরা আগের চেয়ে বেশি কিছু করব।’
সর্বশেষ ২০১১ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। এবার তিনি খেলতে যাচ্ছেন নিজের পঞ্চম বিশ্বকাপ। এবার খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে এই কীর্তি হতে যাচ্ছে সাকিব ছাড়া শুধু মুশফিকুর রহিমের। ক্যাপ্টেনস ডে-তে সাকিবকে সেটি মনে করিয়ে দেন মরগান। তবে বর্ণাঢ্য ক্যারিয়ারে বহু ব্যক্তিগত অর্জনের অধিকারী হলেও সেসব পরিসংখ্যানে নজর থাকে না সাকিবের, দলের সাফল্যই বাঁহাতি অলরাউন্ডারের কাছে মুখ্য, ‘ব্যক্তিগতভাবে আমি কখনও কোনো পরিসংখ্যানের দিকে নজর রাখি না। এটা আসলে যতক্ষণ পর্যন্ত দলের জন্য অবদান রাখা যায় সেই ব্যাপার। দলই সবার আগে এবং এটাই আমার ক্যারিয়ারের মূলমন্ত্র। আর এভাবেই আমি বিষয়টাকে দেখি।’
বিশ্বকাপের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে অন্তত এক হাজার রান ও ৩০ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে সাকিবের। ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ আসরে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেটশিকারি তিনিই। ব্যাটিংয়ে ২৯ ম্যাচে ৪৫.৮৪ গড়ে তিনি করেছেন ১১৪৬ রান। তার স্ট্রাইক রেট ৮২.২৬। দুটি সেঞ্চুরির সঙ্গে ১০টি ফিফটি আছে সাকিবের। বোলিংয়ে ২৯ ম্যাচে ৩৫.৯৪ গড়ে ও ৫.১১ ইকোনমিতে ৩৪ উইকেট নিয়েছেন তিনি। একবার করে পেয়েছেন ৪ উইকেট ও ৫ উইকেট। ২০১৯ সালে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব। তবে ৯ ম্যাচের মধ্যে ৩টি জিতেছিল বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে। এবার সাকিবের কাঁধেই বাংলাদেশের নেতৃত্বের ভার। ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রি তার এই কীর্তি স্মরণ করিয়ে বলেন, প্রায় এক দশক ধরে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। এবারও বিশ্বকাপ শুরু করার আগে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১ নম্বর অলরাউন্ডার সাকিব। সেটি বাড়তি কোনো চাপের কারণ কি না, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘সত্যি বলতে কি, না। সব সময় এটি আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে আরও ভালো করতে। ব্যক্তিগতভাবে আমি কোনো পরিসংখ্যানের দিকে তাকাইনি, যতক্ষণ দলের জন্য অবদান রাখতে পারছি। দলই সবার আগে। ক্যারিয়ারজুড়েই (এমন হয়েছে)। এখন এভাবেই এগোতে চাই।’
শাস্ত্রীর প্রশ্ন ছিল, একজন তারকা অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপে দলের অধিনায়কত্ব করা কতটা চাপের? সাকিব জবাব দেন, ‘না, এমন (চাপ অনুভব করা) কিছু না। আমি মনে করি, এটা আমাকে সব সময়ই অনুপ্রাণিত করে আরও ভালো করার জন্য।’
বাংলাদেশ বিশ্বকাপে নামছে প্রস্তুতি ম্যাচের মিশ্র অভিজ্ঞতা নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ জয় পেলেও ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেছে তারা। অবশ্য দুই ম্যাচের একটিতেও খেলেননি সাকিব। প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন নাজমুল হোসেন। এবার মূল আসরের প্রথম দিন থেকেই সাকিবকে পাচ্ছে অধিনায়ক হিসেবে। এই ধর্মশালাতেই বাংলাদেশ খেলবে দ্বিতীয় ম্যাচ, সেখানে প্রতিপক্ষ মরগ্যানের দল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে আরেক যুবক খুন
খাঁটি মুসলমান হতে হলে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলতে হবে-ছারছীনা পীর সাহেব
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক