আত্মবিশ্বাসী শুরুর প্রত্যয় বাবরের
০৬ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
বাছাইপর্ব পেরিয়ে আসা অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে শক্তিশালী পাকিস্তান। হায়দারাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। চার বছর আগে বাজেভাবে বিশ্বকাপ শুরুর দুঃসহ স্মৃতি ভুলে যেতে চায় উজ্জীবিত বাবর আজমের দল। নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গত আসর শুরু করেছিল পাকিস্তান। মাত্র ১০৫ রানে গুটিয়ে ৭ উইকেটে হেরে নেট রান রেটে পিছিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালে খেলার যোগ্যতা হারায় দলটি। চার বছর আগের দলটি থেকে অনেকটাই বদলে যাওয়া নতুন পাকিস্তান। এবারের বিশ্বকাপে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুই নম্বর দল হিসেবে খেলতে এসেছে। ওয়ানডে ব্যাটার হিসেবে অধিনায়ক বাবর অবস্থান করছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। এসবই ভারতের মাটিতে পাকিস্তানকে বাড়তি উদ্দীপনা যোগাচ্ছে।গত মাসে এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছিল পাকিস্তান। এরপর সুপার ফোরে শ্রীলংকার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দল। বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেও পরাজিত হয়েছে বাবরের দল। সাম্প্রতিক ব্যর্থতা সত্ত্বেও বাবর জানিয়েছেন তার দল বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত, ‘গত সপ্তাহে ভারতে আসার পর আমাদের অনুশীলন বেশ ভাল হয়েছে। প্রস্তুতি ম্যাচগুলোতে ভাল ফল না হলেও কিছু কিছু জায়গায় আমরা নিজেদের ঝালিয়ে নিয়েছি।’ এশিয়া কাপের পর প্রস্তুতি ম্যাচের হতাশা ঝেরে ফেলতে নেদারল্যান্ডস ম্যাচ পাকিস্তানের স্বরূপে ফেরারও। দু’দল একে অপরের মুখোমুখি হয়েছে ছয়টি ম্যাচে। যার সবক’টিই বিশ্বকাপে। প্রতিবারই জয়ী হয়েছে শক্তিশালী পাকিস্তান। নেদারল্যান্ডস ম্যাচ সম্পর্কে বাবর বলেছেন, ‘যেকোন টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। সে কারণে অবশ্যই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে মুখিয়ে আছি।’বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৪তম স্থানে থাকা নেদারল্যান্ডস এ বছরের শুরুতে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বাছাইপর্ব খেলে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। বাছাইপর্ব থেকে উন্নীত হয়ে মূল আসরে ভারতে খেলতে আসা অপর দল শ্রীলংকা। বাবর বলেন, ‘এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় আমি নেদারল্যান্ডসকে অভিনন্দন জানাচ্ছি। বাছাইপর্বে তারা দারুণ ক্রিকেট খেলেছে এবং এ কারণেই তারা এখানে।’ তবে ১৯৯২ বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান কোনভাবেই নেদারল্যান্ডসকে খাটো করে দেখছে না বলে জানালেন বাবর, ‘এখানে আত্মতুষ্টির কোন জায়গা নেই। প্রথম ম্যাচ থেকেই আমরা লড়াইয়ে নেমে পড়বো।’ভারতের ধীর গতির উইকেটে পাকিস্তান তাদের স্পিন ট্রায়ো শাদাব খান, উসমান মির ও মোহাম্মদ নাওয়াজের সাথে দুই পার্ট-টাইমার ইফতিখার আহমেদ ও আগা সালমানকে কাজে লাগাতে চায়। যদিও কাঁধের অস্ত্রোপচারের কারণে পেসার নাসিম শাহ নেই দলে। তবে নতুন বলে দুই পেসার শাহিন শাহ আফ্রিদী ও হারিস রউফ প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারেন। যদিও বর্তমান দলের মাত্র দুজনের ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। সবশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে এসেছিল পাকিস্তান। আশার খবর, এশিয়া কাপে ভালো খেলতে না পারলেও বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচে স্বরূপে ফিরেছেন পাকিস্তান অধিনায়ক। ব্যাট হাতে নিজের যোগ্যতার প্রমাণ রেখে খেলেন যথাক্রমে ৮০ ও ৯০ রানের ইনিংস।১৯৯৬ সালে প্রথমবার বিশ্বমঞ্চে খেলতে আসা নেদারল্যান্ডস এ পর্যন্ত বিশ্বকাপে মাত্র দুটি জয় পেয়েছে। বাছাইপর্বে খেলতে না পারা দুই স্পিনার কলিন আকারম্যান ও রোয়েলফ ফন ডার মারু ও পেসার পল ফন মিকেরেন দলে ফিরেছেন। উপমহাদেশে অনুষ্ঠিত ২০১১ বিশ্বকাপে খেলা একমাত্র সদস্য হিসেবে বর্তমান দলে টিকে আছেন উইকেটরক্ষক-ব্যাটার ওয়েসলি বারেসি। তার অভিজ্ঞতার সাথে দলে আছেন ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু ও অধিনায়ক স্কট এডওয়ার্ডসের মত ব্যাটাররা, যাদের উপর দলের সাফল্য অনেকটাই নির্ভর করছে। তবে বাছাইপর্বে দারুন ছন্দে থাকা দুই অল রাউন্ডার বাস ডি লিডস ও লোগান ফন বিককে নিয়ে এবারের বিশ্বকাপে বেশী আশাবাদী ডাচরা।জিম্বাবুয়েতে ডি লিডস ২৮৫ রান করা ছাড়াও ১৫ উইকেট নিয়েছেন। অন্যদিকে ফন বিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারের জয়ে করেছেন ৩০ রান, সাথে নিয়েছেন দুই উইকেট। অধিনায়ক এডওয়ার্ডস বলেছেন, ‘বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া আমাদের জন্য সত্যিই বিশেষ কিছু। অনেকেই এই টুর্নামেন্টে খেলার স্বপ্ন দেখেছে।’ র্যাঙ্কিংয়ের শীর্ষ সারিতে না থাকা সত্ত্বে ডাচ দলে আত্মবিশ্বাসের মোটেই অভাব নেই। কোচ রায়ান কুক বলেছেন, ‘এই বিশ্বকাপে খেলতে আসার পথে আমার যে ধরণের পারফরম্যান্স করেছি তাতে আমরা সকলেই ভাল কিছু করার ব্যপারে আশাবাদী। এমনকি সেমিফাইনালে খেলতে হলে পাঁচ থেকে ছয়টি ম্যাচে জিততে হবে, সেটা অর্জনেও আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।
’পাকিস্তান-নেদারল্যান্ডস
মুখোমুখি পাকিস্তান নেদারল্যান্ডস
৬ ৬ ০বিশ্বকাপে ৬ ৬ ০
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া