বাংলাদেশকে ভয় পায় না আফগানিস্তান
০৭ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম
আফগানিস্তানের বিপক্ষে সবশেষ লড়াইয়ে অনায়াস জয় বাংলাদেশের। সার্বিক মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে তারা। তাই বলে আশা ছাড়তে রাজি নয় আফগানরা। বরং ঘুরে দাঁড়ানোর গল্প লিখে বিশ্বকাপে শুভ স‚চনা করতে চান দলটির অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। আজ ধার্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। জুলাইয়ে বাংলাদেশের মাঠে দ্বি-পাক্ষিক সিরিজ, আগস্টে এশিয়া কাপের পর গত কয়েক মাসের মধ্যে দুই দলের পঞ্চম ম্যাচ হবে এটি।
বাংলাদেশ থেকে সিরিজ জিতে ফিরলেও এশিয়া কাপে লড়াইও করতে পারেনি আফগানিস্তান। মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশ করে ৩৩৪ রান। জবাবে আফগানদের ইনিংস গুটিয়ে যায় ২৪৫ রানে। বড় জয়ে সুপার ফোরে উঠে যায় বাংলাদেশ। সব মিলিয়ে দুই দলের ১৫ সাক্ষাতে বাংলাদেশের জয় ৯টিতে। আফগানিস্তান জিতেছে বাকি ৬টি। গত বছরের শুরু থেকে দুই দল খেলেছে ৭টি ম্যাচ। যেখানে বাংলাদেশ জিতেছে ৪টি, আফগানরা পেয়েছে ৩ জয়।
সা¤প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে খেলার এই অভিজ্ঞতা এবার বিশ্বকাপে কাজে লাগাতে চায় আফগানিস্তান। মাঠের লড়াইয়ে নামার আগে শুক্রবার ম্যাচ প‚র্ব সংবাদ সম্মেলনে শাহিদি জানালেন, ভালো শুরুর আশাবাদ, ‘আমরা একে অপরের বিপক্ষে অনেক খেলেছি। কখনও আমরা জিতেছি, কখনও তারা। এশিয়া কাপে সবশেষ ম্যাচে তারা আমাদের হারিয়েছে। তবে আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের মধ্যে আলোচনা হয়েছে। নিজেদের প্রস্তুত করেছি। তাদের খুব ভালোভাবে চিনি। তো আমরা সেভাবেই খেলব এবং দল হিসেবে সেরাটা দিয়ে তাদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।’
এশিয়া কাপে হেরে যাওয়া ওই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর বার্তা আফগান অধিনায়কের, ‘বিশেষ কিছু নয়। স্বাভাবিক বিষয়, আমাদের নিজেদের শক্তিমত্তায় মনোযোগ দিতে হবে। আমাদের শক্তি কোনটা, তাদের দুর্বলতা কোনটা। সবশেষ ম্যাচে যা হয়েছে, আমাদের সেখান থেকে শিক্ষা নিতে হবে। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। তো আমরা তাদের থেকে শিখব এবং আগামীকাল সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব। আমরা ইতিবাচক থাকার চেষ্টা করব।’
ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে চমক দেখানোর প্রতিশ্রুতি নিয়ে খেলতে নেমে কঠোর বাস্তবতা টের পায় আফগানিস্তান। প্রথম দল হিসেবে বিশ্বকাপের এক আসরে হারে ৯ ম্যাচ। খালি হাতেই ফেরে বৈশ্বিক এই টুর্নামেন্ট থেকে। পেছনের ওই হতাশা ভুলে তারুণ্যের জয়গানে এবার ভালো কিছুর আশা শাহিদির, ‘সেটি অতীত। চলে গেছে। চার বছর হয়ে গেছে। আমরা এখন বর্তমান নিয়ে ভাবছি। এই দল নিয়ে ভাবছি, যারা গত ২-৩ বছর কঠোর পরিশ্রম করেছে। অন্যান্য বিশ্বকাপের তুলনায় এবার অনেক তরুণ তারকা রয়েছে। আমরা বর্তমান নিয়ে ভাবছি। অতীত চলে গেছে। আমরা ইতিবাচক থাকব এবং এই বিশ্বকাপে ইতিবাচক খেলার চেষ্টা করব। আগামীকাল আমাদের প্রথম ম্যাচ। ভালো শুরুর জন্য কাল আমরা সেরাটা দিয়েই চেষ্টা করব।’
এবারের বিশ্বকাপের স্বাগতিক ভারত। তবে দীর্ঘ দিন সেই দেশে খেলার সৌজন্যে আফগানরাও নিজেদেরকে ‘ঘরের মাঠের দল’ বলতেই পারে। কারণ, প্রায় পাঁচ বছরের বেশি সময় ভারতের তিন মাঠকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেছে আফগানিস্তান। ওই সময় লখনৌ, দেরাদুন ও গ্রেটার নয়ড়ায় অনেক ম্যাচ খেলেছে আফগানিস্তান। সেই সাথে আইপিএলে নিয়মিত মুখ রাশিদ, মুজিব, নবিরা। আফগানিস্তান দলের আরও কয়েকজনের রয়েছে জমজমাট এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার ফায়দা এবার বিশ্বকাপে নিতে চান শাহিদি, ‘আপনারা জানেন, আমাদের ক্রিকেটাররা আইপিএলে অনেক খেলেছে। আবার অনেকে আছে যারা আইপিএল খেলেনি। তারাও এই কন্ডিশনে খেলেছি কারণ ভারত আমাদের হোম ভেন্যু ছিল। তো কন্ডিশন আমাদের চেনা। টুর্নামেন্ট জুড়ে আমরা এই সুবিধাটা নেবো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইতালিয়ান সাংবাদিক সেসিলিয়া সালাকে ইরানে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ
মারা গেছেন সুজুকি মোটরসের কর্ণধার ওসামু সুজুকি
মরক্কো উপকূলে নৌকা ডুবে ৬৯ অভিবাসীর মৃত্যু
ভারতে ৯ মাস কারাভোগের পর ৬ বাংলাদেশী জেলেকে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ
সচিবালয়ে প্রবেশের সব অস্থায়ী পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৭, আহত ৯৮
ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে আরেক যুবক খুন
খাঁটি মুসলমান হতে হলে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলতে হবে-ছারছীনা পীর সাহেব
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক