আফগানিস্তানকে উড়িয়ে নিউজিল্যান্ডের চারে চার
১৯ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
বিশ্বকাপে জয়ের ধারা ধরে রেখেছে নিউজিল্যান্ড। দুর্দান্ত পথচলায় এবার তারা উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে বুধবার নিউজিল্যান্ডের জয় ১৪৯ রানের। নিজেদের আগের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমক উপহার দেওয়া আফগানরা এবার কোনো বিভাগেই লড়াই জমাতে পারেনি।
এ নিয়ে এবারের বিশ্বকাপে চার ম্যাচের সবকটিতেই জিতল গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। অন্যদিকে সমান ম্যাচে আফগানদের এটি তৃতীয় পরাজয়।
আফগানিস্তানের ফিল্ডারদের পিচ্ছিল হাত আর উইল ইয়াং, টম ল্যাথাম ও গ্লেন ফিলিপসের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৮ রান করে কিউইরা। জবাবে ৩৪.৪ ওভারে ১৩৯ রানে শেষ হয় আফগানিস্তানের ইনিংস।
লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জই জানাতে পারেনি আফগানিস্তান। ৪৩ রানে ৩ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়েন রহমত শাহ ও আজমতউল্লাহ ওমরজাই। এই জুটি থেকে আসে সর্বোচ্চ ৫৪ রান। আর কোনো জুটি ৩০ পেরুতে পারেনি। ব্যাক্তিগত সর্বোচ্চ ৩৬ রান রহমত শাহ’র।
ব্ল্যাক ক্যাপস বাহিনীর হয়ে বল হাতে নিয়মিতদের সবাই পেয়েছেন উইকেটের দেখা। ৭ ওভারে স্রেফ ১৯ রানের খরচায় ৩ উইকেট নিয়ে সেরা বোলার লকি ফর্গুসন। ৩৯ রানে ৩টি শিকার ধরেন স্পিনার মিচেল স্যান্টনারও। ৭ ওভারে ১৮ রান দিয়ে দুটি নেন পেসার ট্রেন্ট বোল্ট।
এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৮। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। সমান ম্যাচে দুটি করে জয়ে তাদের পরে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। ৪ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দশ দলের তালিকায় নয়ে আফগানিস্তান।
ম্যাচে চার-চারটি সহজ ক্যাচ বেরিয়েছে আফগান ফিল্ডারদের হাতের ফাঁক দিয়ে। সেই সুযোগ কাজে লাগায় ব্ল্যাক ক্যাপস বাহিনী।
৮০ বলে ৪টি করে চার ও ছক্কায় সর্বোচ্চ ৭১ রান করেছেন গ্লেন ফিলিপস। ছয়ে নেমে ম্যাচের বাঁক বদল করে দেওয়া ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন তিনি।
তিনি যখন ক্রিজে যান দল তখন দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে। পঞ্চম উইকেটে টম ল্যাথামকে নিয়ে গড়েন ১৫৩ বলে ১৪৪ রানের জুটি। ৬৮ রান আসে ল্যাথামের ব্যাট থেকে।
এছাড়া ওপেনার ইয়াং করেন ৫৪ রান। দ্বিতীয় উইকেটে রাচিন রবীন্দ্রকে নিয়ে ৮৩ বলে ৭৯ রান যোগ করেন ইয়াং। একই ওভারে দুজনকেই আউট করেন আজমতউল্লাহ ওমরজাই।
পরের ওভারে ড্যারেল মিচেলকে শিকারে পরিণত করেন রশিদ খান। ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। এরপরই ফিলিপস-ল্যাথামের সেই ১৪৪ রানের জুটি।
এই দুজনও আউট হন একই ওভারে। ৪৮তম ওভারে তাদের শিকারে পরিনত করেন নাভিন উল হক। শেষ দিকে ১২ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস আসে মার্ক চাপম্যানের ব্যাট থেকে।
আগামী রোববার ধর্মশালায় নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ভারত। পরের দিন পাকিস্তানের মুখোমুখি হবে আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৮৮/৬ (কনওয়ে ২০, ইয়াং ৫৪, রবীন্দ্র ৩২, মিচেল ১, ল্যাথাম ৬৮, ফিলিপস ৭১, চাপম্যান ২৫*, স্যান্টনার ৭*; অতিরিক্ত ১০; মুজিব ১০-০-৫৭-১, ফারুকি ৭-১-৩৯-০, নাভিন ৮-০-৪৮-২, নবি ৮-১-৪১-০, রশিদ ১০-০-৪৩-১, ওমরজাই ৭-০-৫৬-২)।
আফগানিস্তান: ৩৪.৪ ওভারে ১৩৯ (গুরবাজ ১১, ইব্রাহিম ১৪, রহমত ৩৫, হাশমতউল্লাহ ৮, আজমতউল্লাহ ২৭, ইকরাম ১৯*, নবি ৭, রশিদ ৮, মুজিব ৪, নাভিন ০, ফারুকি ০; অতিরিক্ত ৫; বোলট্ ৭-১-১৮-২, হেনরি ৫-২-১৬-১, স্যান্টনার ৭.৪-০-৩৯-৩, ফার্গুসন ৭-১-১৯-৩, ফিলিপস ৩-০-১৩-০, রবীন্দ্র ৫-০-৩৪-১)।
ফল: নিউজিল্যান্ড ১৪৯ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: গ্লেন ফিলিপস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের
সন্ত্রাসী হামলায় সিকিউরিটি গার্ড নিহত, আহত ১০
ইবির আইন প্রশাসক হলেন ড. নুরুন নাহার
নাটকীয় জয়ে রংপুরের সাতে সাত
নতুন ফেসবুক পেইজের ঠিকানা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
ভক্তদের হঠাৎ কি বার্তা দিলেন ঢালিউড কুইন শাবনূর?
পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারামুক্ত
ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারত
হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা
মারের কোচিংয়ে জোকোভিচের প্রথম জয়
উত্তরখানে ভূয়া পুলিশ গ্রেফতার
মাত্র ৯৫ দিনে মুহিব্বুল মুরসালিন খানের পবিত্র কুরআন হিফয সম্পন্ন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
হাজীগঞ্জে ননদ ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু
মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি
নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
‘১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ'র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন’
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড