বাংলাদেশের ইতিহাসে বাজে বিশ্বকাপ

‘দুয়ো আমাদের প্রাপ্য’ দায় স্বীকার করে সাকিব

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

৩০ অক্টোবর ২০২৩, ১২:১৩ এএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩, ১২:১৩ এএম

১৯৯৯ বিশ্বকাপ থেকে এ পর্যন্ত সাতটি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনালে ওঠা। সেটি ২০১৫ বিশ্বকাপে। এক বিশ্বকাপে তিনটি ম্যাচ জেতাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। ২০০৭ থেকে ২০১৯- এই চার বিশ্বকাপেই তিনটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে ২০০৭ বিশ্বকাপে নয়টি ম্যাচ খেলে তিন জয়ের পথে সুপার এইটেও উঠেছিল। গত বিশ্বকাপেও নয়টি ম্যাচ খেলে জিতেছিল তিনটি। এ ছাড়া আর কোনো বিশ্বকাপেই নয়টি ম্যাচ খেলার সুযোগ পায়নি কিংবা সুযোগ করে নিতে পারেনি বাংলাদেশ দল। এবারের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার আগে গ্রæপেই নয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ এবং সেটি সর্বশেষ বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ীই। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে এক জয় এবং টানা পাঁচ ম্যাচ হেরেছে সাকিব আল হাসানের দল। সবশেষ সেহঙোগী দেশ নেদারল্যান্ডসের কাছেও মেনে নিতে হয়েছে লজ্জার হার। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আছে নবম স্থানে। হাতে আছে আর তিন ম্যাচ। এই পরিসখ্যানগুলো মাথায় নিয়েই বুঝি গতপরশু সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ অধিনায়ক। তাইতো আগে কখনোই যেটা দেখা যায়নি, এদিন সংবাদ সম্মেলনে প্রতিটি প্রশ্নই মনোযোগী শ্রোতার মতো শুনছেন সাকিব, উত্তরও দিচ্ছিলেন ভেবে। সেই ধারাবাহিকতায় প্রশ্নটি এল অবধারিতভাবেই- এটাই বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ কি না?
সংবাদ সম্মেলনে সাকিবকে মনে করিয়ে দেওয়া হলো, তিনি বলেছিলেন, আগের চারটি বিশ্বকাপে তিনটি করে ম্যাচ জিতলেও এর কোনোটিই তার কাছে আহামরি পারফরম্যান্স বলে মনে হয়নি। গতপরশু পর্যন্ত যদি ধরা হয়, তাহলে এবারের বিশ্বকাপটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বাজে বিশ্বকাপ কি না? সাকিবের উত্তর, ‘হ্যাঁ, সেটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন এবং আমি দ্বিমত করব না এটাতে।’ সাকিব মনে করেন, দল এখন যে অবস্থায় আছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন, ‘সত্যি কথা বলতে, খুবই কঠিন এখান থেকে ঘুরে দাঁড়ানো। তিন ম্যাচ আছে। সুযোগ এখনো আছে আমাদের। তবে খুবই কঠিন। আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া আমাদের কিছু করার নেই।’ সেই ‘চেষ্টা’ বহুদিন ধরেই করে আসছে বাংলাদেশ দল। তাতে আর মন ভিজছে না সমর্থকদের। তাইতো দেশের ক্রিকেটের সবচাইকে বড় বিজ্ঞাপন সাকিবকেও শুনতে হয়েছে দর্শকের দুয়ো। সেটিও নিজের চেনা আঙিনা মিরপুরের হোম অব ক্রিকেটেও!
বিশ্বকাপে বাজে পার্ফরমেন্সের মাঝে হঠাৎই দেশে ফিরেছিলেন সাকিব। সাবেক ক্রিকেট গুরু ও মেন্টর নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে মিরপুরে কাজ করেছেন নিজের ব্যার্থতা ঘোঁচাতে। চেনা আঙিনা হোম অব ক্রিকেটে সেই অনুশীলনের সময়ই ভক্তাদের দুয়ো শুনতে হয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডারকে। সেখান থেকে ফিরেও ফেরেনি সাকিবের ভাগ্য। বাজেভাবে হেরে গেছেন সহযোগী নেদারল্যান্ডসের কাছে। অথচ ইডেন গার্ডেন্সের গ্যালারিতে বেশিরভাগ সমর্থকই ছিলেন বাংলাদেশের পক্ষে। খেলার একটা পর্যায়ে লাল-সবুজ জার্সি পরা এসব দর্শকই বাংলাদেশের ক্রিকেটারদের দিকে ছুঁড়ে দিতে থাকেন কটু মন্তব্য। বিশেষ করে মানুষের আক্রোশের ম‚ল লক্ষ্য ছিলেন অধিনায়ক নিজে। চরম বিব্রতকর হারের পর মানুষের এমন প্রতিক্রিয়ায় হতাশা জানালেও সেটা প্রত্যাশিত বলে মনে করেন সাকিব। চতুর্থ ব্যাটার হিসেবে দলের ৬৩ রানে ক্যাচ দিয়ে বিদায় নেন সাকিব। ১৪ বলে ৫ রান করে ফেরার পথে ড্রেসিংরুমের কাছে এলে ক্লাব হাউজ গ্যালারি থেকে ভেসে আসে ‘ভুয়া’, ‘ভুয়া’ ধ্বনি। যারা বলছিলেন তারা সবাই ছিলেন বাংলাদেশের সমর্থক।
নেদারল্যান্ডসের বিপক্ষে ২৩০ রান তাড়ায় মাত্র ১৪২ রানে গুটিয়ে যাওয়া ৮৭ রানে হারের পর এসব নিয়ে কোন অভিযোগ জানানোর অবস্থা নেই সাকিবের। দর্শকদের দুয়ো নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন হলে বাংলাদেশ অধিনায়ক জানান, এমন পারফম্যান্সের পর এই আচরণ তাদের প্রাপ্য, ‘হতাশাজনক (দর্শকদের দুয়ো)। তারা আসলে ভালো কিছু আশা করেন। স্বাভাবিকভাবেই সেটা না হলে তাদেরও অধিকার আছে তাদের মতো বলার। তাদের প্রতি কোনো অভিযোগ নেই। আমরা যেভাবে খেলেছি আমি মনে করি এটা আমাদের প্রাপ্য।’ হারের দায় স্বীকার করে সাকিব শুধু একটা কথাই বলছেন যেমন খেলেছেন তারচেয়ে অনেক ভালো দল তারা, ‘কাউকে দোষারোপ করা ঠিক হবে না। আমরা এর চেয়ে ভালো দল। সেভাবে কিছুই করতে পারেনি। আমি নিশ্চিত ড্রেসিংরুমে সবাই এটা স্বীকার করবে। আমরা যা পারি এর কিছুই করতে পারিনি।’

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফেনী পৌর বিএনপি’র শীতবস্ত্র ও খাদ্য সহায়তা প্রদান

ফেনী পৌর বিএনপি’র শীতবস্ত্র ও খাদ্য সহায়তা প্রদান

নতুন নিয়োগ পাওয়া সদস্যদের শপথ স্থগিতে পিএসসির চিঠি

নতুন নিয়োগ পাওয়া সদস্যদের শপথ স্থগিতে পিএসসির চিঠি

ঢাকা-১০ আসনের সাবেক এমপি শফিউল গ্রেপ্তার

ঢাকা-১০ আসনের সাবেক এমপি শফিউল গ্রেপ্তার

মহিষের শ্রমে কোটি টাকার লালি

মহিষের শ্রমে কোটি টাকার লালি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের মেন্টর ইউনিস

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের মেন্টর ইউনিস

মা-ছেলের মধুর সর্ম্পক থেকে বঞ্চিত করেছিল হাসিনা: - আসাদুজ্জামান পলাশ

মা-ছেলের মধুর সর্ম্পক থেকে বঞ্চিত করেছিল হাসিনা: - আসাদুজ্জামান পলাশ

ভিনিসিউস দুই ম্যাচ নিষিদ্ধ

ভিনিসিউস দুই ম্যাচ নিষিদ্ধ

রামপালে যাত্রাপালা ও জুয়ার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

রামপালে যাত্রাপালা ও জুয়ার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

দিল্লি বিধানসভা ভোটে কেজরির দলকে সমর্থন তৃণমূল কংগ্রেসের

দিল্লি বিধানসভা ভোটে কেজরির দলকে সমর্থন তৃণমূল কংগ্রেসের

মির্জাপুরে এক রাতে কৃষকের ৫টি গরু  চুরি

মির্জাপুরে এক রাতে কৃষকের ৫টি গরু চুরি

‘জাতীয় হজনীতি অনুযায়ী হজ কোটা নির্ধারণ করতে হবে’

‘জাতীয় হজনীতি অনুযায়ী হজ কোটা নির্ধারণ করতে হবে’

হালদা নদী থেকে ১ লাখ ৭০ হাজার টাকার জ্বাল উদ্ধার করে আগুনে

হালদা নদী থেকে ১ লাখ ৭০ হাজার টাকার জ্বাল উদ্ধার করে আগুনে

নওগাঁয় প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে  আট আনায়

নওগাঁয় প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে আট আনায়

হাজী মুহাম্মদ ইলিয়াসের ইন্তেকাল, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের শোক

হাজী মুহাম্মদ ইলিয়াসের ইন্তেকাল, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের শোক

সিলেটে আজহারীর তাফসীর মাহফিলে ইতিহাসের সর্বোচ্চ জনসমাগমের প্রত্যাশা

সিলেটে আজহারীর তাফসীর মাহফিলে ইতিহাসের সর্বোচ্চ জনসমাগমের প্রত্যাশা

তামিমের জন্য অপেক্ষা বাড়ল

তামিমের জন্য অপেক্ষা বাড়ল

নওগাঁর রাণীনগরে রূপালী ব্যাংকের  মতবিনিময়

নওগাঁর রাণীনগরে রূপালী ব্যাংকের মতবিনিময়

স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠা সেই হাসপাতালে ভাঙচুর

স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠা সেই হাসপাতালে ভাঙচুর

‘এভাবেই শীতল হোক প্রতিটি মায়ের বুক’: লন্ডনে মা-ছেলের দৃশ্য নিয়ে আজহারীর স্ট্যাটাস

‘এভাবেই শীতল হোক প্রতিটি মায়ের বুক’: লন্ডনে মা-ছেলের দৃশ্য নিয়ে আজহারীর স্ট্যাটাস

তরুণরাই আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর- বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

তরুণরাই আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর- বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ