ছোট্ট ছুটিতে দেশে লিটন
০৩ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম
কলকাতা পর্ব শেষ করে বিরস মুখে গতপরশুই বাংলাদেশ দল পৌঁছে গেছে দিল্লিতে। তবে একজনের গন্তব্য ছিল ভিন্ন। দল থেকে ছুটি নিয়ে লিটন দাস ফিরে এসেছেন বাংলাদেশে। তবে শিগগিরই আবার দলের সঙ্গে যোগ দেবেন এই ওপেনার। কলকাতায় বাংলাদেশের দুই ম্যাচের আগে এরকম ছোট্ট বিরতি নিয়ে দেশে গিয়েছিলেন সাকিব আর হাসানও। বাংলাদেশ অধিনায়কের ফেরার কারণ ছিল শৈশবের কোচের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করা। তবে লিটনের ছুটির কারণ ভিন্ন বলে দেশের এই শীর্ষস্থানীয় নিউজ এজেন্সিকে জানান টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম, ‘বিশেষ পারিবারিক প্রয়োজনে দেশে গেছে লিটন। খুব জরুরি একটি মেডিকেল ইমার্জেন্সির কারণে গিয়েছে। আজকে তো আমরা দিল্লি এলাম, কালকে এমনিতেও দলের প্র্যাকটিস নেই। বিশ্রামের দিন। পরশু সন্ধ্যায় আমাদের প্র্যাকটিস। সব ঠিকঠাক থাকলে প্র্যাকটিসের আগেই লিটন আবার দলের সঙ্গে যোগ দেবে।’
দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লড়াই আগামী সোমবার। যথেষ্ট সময় তাই ম্যাচের আগে আছে এখনও। বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার রথ থামেনি কলকাতায়ও। নেদারল্যান্ডসের কাছে অপ্রত্যাশিত হারের পর তারা বাজেভাবে হেরে গেছে পাকিস্তানের বিপক্ষেও। টানা ৬ হারের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাও এখন সুতোয় ঝুলছে। সম্ভাবনা জিইয়ে রাখতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই।
এদিকে, দেশে ফেরার খবর আছে অস্ট্রেলিয়ান শিবিরেও। ব্যক্তিগত কারণে হঠাৎই দেশে ফিরে গেলেন মিচেল মার্শ। ইংল্যান্ডের বিপক্ষে খেলা হবে না এই পেস বোলিং অলরাউন্ডারের। গ্লেন ম্যাক্সওয়েলের চোটের পর সেটি আরও বড় এক ধাক্কা হয়েই এলো অজি শিবিরে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্শের দেশে ফেরার খবর জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া, ‘অলরাউন্ডার মিচেল মার্শ গত রাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ থেকে দেশে ফিরে গেছেন। তার দলের সঙ্গে পুনরায় যোগ দেওয়ার সময় এখনও নিশ্চিত নয়। এই মুহূর্তে আর বিস্তারিত কিছু জানানো হচ্ছে না।’
আহমেদাবাদে আগামীকাল ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। মার্শের আগে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন ম্যাক্সওয়েল। গত সোমবার গলফ খেলতে গিয়ে মাথায় আঘাত পান মারকুটে এই ব্যাটিং অলরাউন্ডার। একাদশের দুই নিয়মিত ক্রিকেটারের অনুপস্থিতিতে নিজেদের দলের গঠন নতুন করে ভাবতে হবে অস্ট্রেলিয়াকে। পায়ের পেশির চোট থেকে সেরে ওঠা মার্কাস স্টয়নিস পুনরায় সুযোগ পেতে পারেন দলে। এছাড়া ক্যামেরন গ্রিনকেও দেখা যেতে পারে মূল একাদশে। ব্যাটিং অর্ডারে স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন তাদের পছন্দের ৩ ও ৪ নম্বর ফিরে পাওয়ার সম্ভাবনাই প্রবল।
প্রথম দুই ম্যাচ হেরে যাত্রা শুরু করা অস্ট্রেলিয়া এখন টানা চার ম্যাচ জিতে রয়েছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। বাকি তিন ম্যাচে স্রেফ একটি জিতলেও নিশ্চিত হতে পারে তাদের সেমি-ফাইনালের টিকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় সর্বনি¤œ তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস;স্বাভাবিক জনজীবন আড়ষ্ট
কুষ্টিয়ায় ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ টাকা
পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদণ্ড
মা-ছেলের মিলনে আবেগাপ্লুত ভক্ত-সমর্থক; অরুণা বিশ্বাসের তেলবাজি, কটাক্ষের শিকার
শেরপুরে শপিংমলে ভেসে উঠল ‘ছাত্রলীগ' ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: আটক-২
বিমানবন্দরে নরওয়ের নাগরিকদের হেনস্থা, একজনকে বেধরক মারধর
বিডিআর বিদ্রোহের বিচার: বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী
এ দেশে অন্য কোনো দেশের দাদাগিরি চলবে না : হাসনাত
গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজ্য হবে না ডেনমার্ক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রচণ্ড দাবানল, মৃত্যু ৫
চার দেশের ভূখণ্ড নিয়ে ‘বৃহত্তর ইসরায়েলের’ মানচিত্র প্রকাশ, প্রতিবাদের ঝড়
ইবিতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংগ্রহশালা স্থাপনে কমিটি গঠন
টিউলিপ মিথ্যা বলেছেন কি না, তদন্ত করবে ব্রিটিশ সরকার
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের!
সস্তায় মাংস রপ্তানির প্রস্তাব দিয়েছিল ব্রাজিল, না আসার কারণ জানালো রাষ্ট্রদূত
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ১৩
টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো : দ্য টাইমস