ঢাকা   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

এবার পাকিস্তানের সামনে নিউজিল্যান্ড

Daily Inqilab ইনকিলাব

০৩ নভেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম

ছবি: ফেসবুক

সেমিফাইনালের নিভু নিভু আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে এবার পাকিস্তানের প্রতিপক্ষ হঠাৎ পথহারা নিউজিল্যান্ড। দেওয়ালে পিঠ ঠেকে গেছে দুই দলেরই। চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে জয় ভিন্ন কিছুই ভাবছে না কোনো দলই।

পয়েন্ট টেবিলের পাকিস্তানের চেয়ে ভালো অবস্থায় নিউজিল্যান্ড। কিউইদের চেয়ে এক ধাপ পিছিয়ে থাকায় জয় ছাড়া অন্য কোন বিকল্প নেই পাকিস্তানের। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে পাকিস্তান। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরুতে বাংলাদেশ সময় শনিবার সকাল ১১টায় মাঠে নামবে দল দুটি।

টানা চার জয়ের বিশ্বকাপ শুরু করেছিলো নিউজিল্যান্ড। নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের কাছে হেরে জয়রথ থামে কিউইদের। এরপর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা কাছেও হেরে যায় নিউজিল্যান্ড। টানা তিন ম্যাচ হেরে কোনঠাসা হয়ে পড়েছে গত বিশ্বকাপের রানার্স-আপরা।

হেরে যাওয়া শেষ তিন ম্যাচে ইনজুরি সমস্যা বেশি ভুগিয়েছে নিউজিল্যান্ডকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আঙুলের ইনজুরিতে পড়েন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামস। এরপর ইনজুরির তালিকায় নাম লেখান মার্ক চাপম্যান ও লুকি ফার্গুসন। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ইনজুরির শিকার হন জিমি নিশাম ও ম্যাট হেনরি। বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডের পাঁচজন ইনজুরিতে থাকায়  একাদশ সাজানোর জন্য নিউজিল্যান্ডের হাতে আছে ১০জন ফিট খেলোয়াড়। এ অবস্থায় পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে একাদশ সাজানোই  চ্যালেঞ্জ হয়ে পড়েছে  নিউজিল্যান্ডের সামনে। 

হ্যামস্ট্রিং ইনজুরির কারনে বিশ্বকাপ থেকে হেনরির  ছিটকে যাওয়ার বিষয়টি  আজই  নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট(এনজেডসি)। তার পরিবর্তে কাইল জেমিসনকে দলে নেয়ার অনুমতি পেয়েছে নিউজিল্যান্ড। হেনরিকে হারিয়ে হতাশ নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড। তিনি বলেন, ‘আমরা তার জন্য দুঃখিত। দীর্ঘ দিন ধরে আমাদের ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলো সে। বিশ্বকাপে ১১ উইকেট নিয়ে ভালো ছন্দে ছিলো সে। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে এসে হেনরির ছিটকে যাওয়ায় আমরা হতাশ।’

আঙুলের ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠায় নেটে ব্যাটিং অনুশীশন শুরু করেছেন উইলিয়ামসন। কিন্তু পাকিস্তানের বিপক্ষে উইলিয়ামসন খেলবেন কি-না সে বিষয়ে এখনো চূড়ান্ত কোন  সিদ্ধান্ত  জানায়নি  নিউজিল্যান্ড টিম ম্যনেজমেন্ট।

একাদশ সাজানোর চ্যালেঞ্জ যেমনই হোক না কেন, মাঠের লড়াইয়ে জিততে মরিয়া স্টিড। তিনি বলেন, ‘আমরা শেষ তিন ম্যাচ হেরে বেশ চাপে পড়েছি। সেমিফাইনাল নিশ্চিত করার দ্বারপ্রান্তে এসেও, বেশ পিছিয়ে পড়েছি। খেলোয়াড়দের ইনজুরি নিয়ে চিন্তায় আছে পুরো দল। কিন্তু মাঠে তো নামতে হবে আমাদের। যেভাবেই হোক একাদশ সাজানো হবে। কিন্তু আমাদের মূল লক্ষ্য জয়ের ধারায় ফিরে আসা এবং সেমিফাইনাল নিশ্চিতের পথটা মসৃণ করা।’

পাকিস্তানের পর শ্রীলংকার বিপক্ষে ম্যাচ আছে নিউজিল্যান্ডের। শেষ দুই ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের। ১টি ম্যাচ জিতলেও সেমির সুযোগ থাকবে তাদের। সেক্ষেত্রে আফগানিস্তানের দু’টি ম্যাচে ও পাকিস্তানের ১টিতে হারতে হবে। নয়তো রান রেটের হিসেবও করতে হবে কিউইদের।

এ দিকে, নিজেদের প্রথম দুই ম্যাচ জয়ের পর  টানা চারটি পরাজিত হওয়ায়   সেমির পথ বেশ কঠিন হয়ে পড়েছে পাকিস্তানের । সর্বশেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেট হারিয়ে আবারও সেমির দৌঁড়ে ফিরেছে দলটি। আগামীকাল নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। সেমির আশা বাঁচিয়ে রাখতে শেষ দুই ম্যাচে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই বাবর আজমের দলটির। এরমধ্যে ১টি ম্যাচ হেরে গেলে অনেক যদি-কিন্তু’র উপর তাকিয়ে থাকতে হবে তাদের। শুধু জিতলেই চলবে না, জয়ের ব্যবধানটা হতে হবে বড় ।

সমীকরণ যেমনই হোক, পাকিস্তানের মূল লক্ষ্য আপতত জয়। দলের ওপেনার আব্দুল্লাহ শফিক বলেন, ‘আমাদের সামনে বেশ কিছু সমীকরন আছে। কিন্তু সেসব সমীকরণের আগে আমাদের জিততে হবে। জয় ছাড়া আমাদের বিকল্প কোন পথ নেই। বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচের জয় দলকে চাঙা করেছে। আশা করছি, নিউজিল্যান্ডের বিপক্ষে জয় নিয়েই আমরা মাঠ ছাড়তে পারবো।’

নিউজিল্যান্ড ছাড়াও পাকিস্তানের পথে বাঁধা হতে পারে বৃষ্টি। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ পরিবেশিত আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত খবরে  য়েছে, বেঙ্গালুরুতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে বাঁধা হতে পারে বৃষ্টি। ৭০ থেকে ৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১১৫বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-পাকিস্তান। এরমধ্যে নিউজিল্যান্ডের জয় ৫১টিতে, পাকিস্তান জিতেছে ৬০টিতে, ১টি টাই এবং ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বিশ্বকাপেও জয়ের ক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে পাকিস্তান। ৯বারের মোকাবেলায় পাকিস্তান জিতেছে ৭টিতে, নিউজিল্যান্ডের জয় মাত্র ২টিতে। সর্বশেষ ২০১৯ সালে বিশ্বকাপে ৬ উইকেটে জিতেছিলো পাকিস্তান।

নিউজিল্যান্ড দল : টম লাথাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং।

পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, মোহাম্মদ নাওয়াজ, উসামা মির, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদণ্ড

পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদণ্ড

মা-ছেলের মিলনে আবেগাপ্লুত ভক্ত-সমর্থক; অরুণা বিশ্বাসের তেলবাজি, কটাক্ষের শিকার

মা-ছেলের মিলনে আবেগাপ্লুত ভক্ত-সমর্থক; অরুণা বিশ্বাসের তেলবাজি, কটাক্ষের শিকার

শেরপুরে শপিংমলে ভেসে উঠল ‘ছাত্রলীগ' ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: আটক-২

শেরপুরে শপিংমলে ভেসে উঠল ‘ছাত্রলীগ' ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: আটক-২

বিমানবন্দরে নরওয়ের নাগরিকদের হেনস্থা, একজনকে বেধরক মারধর

বিমানবন্দরে নরওয়ের নাগরিকদের হেনস্থা, একজনকে বেধরক মারধর

বিডিআর বিদ্রোহের বিচার: বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী

বিডিআর বিদ্রোহের বিচার: বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী

এ দেশে অন্য কোনো দেশের দাদাগিরি চলবে না : হাসনাত

এ দেশে অন্য কোনো দেশের দাদাগিরি চলবে না : হাসনাত

গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজ্য হবে না ডেনমার্ক

গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজ্য হবে না ডেনমার্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রচণ্ড দাবানল, মৃত্যু ৫

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রচণ্ড দাবানল, মৃত্যু ৫

চার দেশের ভূখণ্ড নিয়ে ‘বৃহত্তর ইসরায়েলের’ মানচিত্র প্রকাশ, প্রতিবাদের ঝড়

চার দেশের ভূখণ্ড নিয়ে ‘বৃহত্তর ইসরায়েলের’ মানচিত্র প্রকাশ, প্রতিবাদের ঝড়

ইবিতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংগ্রহশালা স্থাপনে কমিটি গঠন

ইবিতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংগ্রহশালা স্থাপনে কমিটি গঠন

টিউলিপ মিথ্যা বলেছেন কি না, তদন্ত করবে ব্রিটিশ সরকার

টিউলিপ মিথ্যা বলেছেন কি না, তদন্ত করবে ব্রিটিশ সরকার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি

দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের!

চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের!

সস্তায় মাংস রপ্তানির প্রস্তাব দিয়েছিল ব্রাজিল, না আসার কারণ জানালো রাষ্ট্রদূত

সস্তায় মাংস রপ্তানির প্রস্তাব দিয়েছিল ব্রাজিল, না আসার কারণ জানালো রাষ্ট্রদূত

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ১৩

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ১৩

টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো : দ্য টাইমস

টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো : দ্য টাইমস

ভয়ঙ্কর দাবানল : জীবন বাঁচাতে গাড়ি ফেলে পালাচ্ছেন অ্যাঞ্জেলেসবাসীরা

ভয়ঙ্কর দাবানল : জীবন বাঁচাতে গাড়ি ফেলে পালাচ্ছেন অ্যাঞ্জেলেসবাসীরা

সউদীতে ব্যাপক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

সউদীতে ব্যাপক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি