১০ জনের ৪ জনই রানআউট!
০৪ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম
একজন-দুজন নয়! চার, চারজন রানআউট! তারা আবার ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচজনের মধ্যে। অবিশ্বাস্য ব্যাপারই বটে! নেদারল্যান্ডসের ইনিংসে প্রথম চারজন ব্যাটারই রানআউট হয়েছেন লক্ষেèৗয়ে। ওয়ানডে ইতিহাসেই এর আগে ঘটেনি তা কখনো। অথচ ১১ ওভারে ৭২ রান এনে দুর্দান্ত শুরু পেয়েছিল ডাচরা। রানআউটে খেই হারিয়ে ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে যাওয়া দলটি এরপর অলআউট হয়ে য়ায় ১৭৯ রানেই।
ম্যাক্স ও’ডাউড ও কলিন অ্যাকারম্যানের জুটিতে ভালোই এগোচ্ছিল নেদারল্যান্ডস। লক্ষেèৗয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে ডাচদের রান রেট ছয়ের ওপরে তুলে নেন দুজনে মিলে। কিন্তু ইনিংসের ১২তম ওভারে ডাবলস নিতে গিয়ে আজমতউল্লাহ ওমরজাইয়ের সরাসরি থ্রোয়ে রান আউট হন ও’ডাউড। ৭০ রানের জুটি ভাঙা এই রানআউটে বড় ভাঙনের মুখে পড়ে ডাচ ব্যাটিং লাইনআপ। ১ উইকেটে ৭৩ রান থেকে ১৭৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। মাত্র ১০৬ রানের মধ্যে ৯ উইকেট পড়ে যাওয়ার পেছনে যতটা না আফগান বোলারদের কৃতিত্ব, তার চেয়ে বেশি ডাচ ব্যাটসম্যানদের রান নেওয়ার ব্যর্থতা। নেদারল্যান্ডসের ১০ ব্যাটসম্যানের ৪ জনই হন রানআউট, যাদের সবাই প্রথম পাঁচে ব্যাটিং করেন। প্রথম পাঁচ ব্যাটসম্যানের চারজনই রানআউট—ওয়ানডে ক্রিকেট এমন ঘটনা দেখল এই প্রথম।
রান আউট হওয়া চার ব্যাটসম্যানের প্রথমজন ও’ডাউড। ম্যাচের ১৯তম ওভারে সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হন অ্যাকারম্যানও। এটি ছিল নেদারল্যান্ডসের তৃতীয় উইকেট। অ্যাকারম্যানের পর ব্যাটিংয়ে নামেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। প্রথম বল সুইপ করতে গেলে ঠিকমতো খেলতে পারেননি। বল কিছুটা ওপরের দিকে উঠে গেলে কয়েক পা সামনে এগিয়ে যান এডওয়ার্ডস, এদিকে বল নাগালে নিয়ে আফগান উইকেটকিপার ইকরাম আলিখিল স্টাম্প ভেঙে দেন। দুই বলে দুই রান আউট!
এখানেই শেষ হয়নি ডাচদের রানআউট দুর্ভোগ। চারে নামা সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটের ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর গড়ার দিকে এগোচ্ছিল নেদারল্যান্ডস। ম্যাচের ৩৫তম ওভারে সিঙ্গেল নিতে গেলে মোহাম্মদ নবীর থ্রোয়ে রান আউট হন এঙ্গেলব্রেখটও। থেমে যায় তার ৮৬ বলে ৫৮ রানের ইনিংস। ডাচরা রান আউটে হারায় চতুর্থ উইকেট।
ওয়ানডেতে এক ইনিংসে ১০ ব্যাটসম্যানের ৫ জনই রানআউট হয়েছে- এমন ঘটনা আছে ১০টি। কিন্তু এর কোনোটিতে প্রথম পাঁচ ব্যাটসম্যানের চারজন ছিলেন না। কিন্তু সেটাই দেখা গেল এদিন আফগানদের বিপক্ষে নেদারল্যান্ডস ইনিংসে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদণ্ড
মা-ছেলের মিলনে আবেগাপ্লুত ভক্ত-সমর্থক; অরুণা বিশ্বাসের তেলবাজি, কটাক্ষের শিকার
শেরপুরে শপিংমলে ভেসে উঠল ‘ছাত্রলীগ' ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: আটক-২
বিমানবন্দরে নরওয়ের নাগরিকদের হেনস্থা, একজনকে বেধরক মারধর
বিডিআর বিদ্রোহের বিচার: বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী
এ দেশে অন্য কোনো দেশের দাদাগিরি চলবে না : হাসনাত
গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজ্য হবে না ডেনমার্ক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রচণ্ড দাবানল, মৃত্যু ৫
চার দেশের ভূখণ্ড নিয়ে ‘বৃহত্তর ইসরায়েলের’ মানচিত্র প্রকাশ, প্রতিবাদের ঝড়
ইবিতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংগ্রহশালা স্থাপনে কমিটি গঠন
টিউলিপ মিথ্যা বলেছেন কি না, তদন্ত করবে ব্রিটিশ সরকার
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের!
সস্তায় মাংস রপ্তানির প্রস্তাব দিয়েছিল ব্রাজিল, না আসার কারণ জানালো রাষ্ট্রদূত
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ১৩
টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো : দ্য টাইমস
ভয়ঙ্কর দাবানল : জীবন বাঁচাতে গাড়ি ফেলে পালাচ্ছেন অ্যাঞ্জেলেসবাসীরা
সউদীতে ব্যাপক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি