অদ্ভুতুড়ে ইনিংসে লঙ্কান লজ্জার এক দিন...
০৪ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম
এবারের ওয়ানডে বিশ্বকাপে একটি ম্যাচের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। গতপরশু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করা ভারত যেখানে তুলেছে ৩৫৭ রান, সেই একই উইকেটে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। তাতে অদ্ভুত এক ইনিংসের জন্ম দিয়েছে লঙ্কানর। সেখানে তাদের নামের পাশে যোগ হয়েছে অনাকাক্সিক্ষত অনেক রেকর্ড মালিক। চলুন এক নজরে দেখে আসি কি সেগুলি...
১ শ্রীলঙ্কার উপরের সারির আট ব্যাটার মিলে এদিন চার মেরেছেন মাত্র একটি। ১৯৯৬ বিশ্বকাপের পর, কোন দলের টপ আট ব্যাটার মিলে কোন ম্যাচে এত কম চার মারলেন এই ম্যাচেই। এমনিতে ওয়ানডেতে ২০০০ সাল থেকেও কোন ইনিংসে টপ আট ব্যাটার থেকে সেটি সর্বনিম্ন, যেখানে আটজনের অন্তত পাঁচজন ব্যাট হাতে নেমেছেন।
১ ১৪ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। বিশ্বকাপে কোন টেষ্ট খেলুড়ে দেশ ২০ রানের কমে ৬টি উইকেট হারিয়ে ফেলল এই প্রথম। আর সবমিলিয়ে এর আগে বিশ্বকাপে একবার এর কমে কোন দল প্রথম ৬ উইকেট হারিয়েছে। সেটিতেও অবদান শ্রীলঙ্কার, তবে ভিন্ন ভূমিকায়। ২০০৩ বিশ্বকাপে কানাডার ৬ উইকেট তুলে নিয়েছিল লঙ্কান বোলাররা ১২ রানেই।
১- পাঁচ নাম্বারে নেমে ২৪ বল খেলে মাত্র এক রান করেছেন চারিথ আসালাঙ্কা। কমপক্ষে ২৪ বল খেলে এত কম রান করার নজির, টেস্ট খেলুড়ে দেশের টপ সাতে নামা ব্যাটারদের মধ্যে বিশ্বকাপের মঞ্চে আর কারোরই নেই। যেকোন পজিশনে দেখতে গেলেও, টেস্ট খেলুড়ে দেশের আর একজনকেই পাওয়া যায়। ১৯৯৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের রিওন কিং খেলেছিলেন ৩০ বলে ১ রানের ইনিংস, নেমেছিলেন দশ নাম্বারে অজিদের বিপক্ষে সে ম্যাচে।
২- এদিন মুম্বাইয়ে শ্রীলঙ্কার প্রথম পাঁচ ব্যাটার মিলে করেছেন মাত্র দুই রান। যা ওয়ানডে ইতিহাসেই কোন দলের প্রথম পাঁচ ব্যাটারের থেকে আসা সর্বনিম্ন রান। আর শুধু বিশ্বকাপের বেলায় দেখা যায়, আরও একটি মাত্র ম্যাচে দুই অঙ্কে যেতে পারেননি প্রথম পাঁচ ব্যাটার মিলে। ২০১৫ সালে সেদিনও অবশ্য পাকিস্তান ৮ রান আনতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
৩- এক দলের তিনজন ব্যাটার ৮০ এর উপরে রান করেছেন, কিন্তু কেউই সেঞ্চুরি করতে পারেননি- বিশ্বকাপে এমনটা হয়েছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচেই প্রথম। ভারতের ইনিংসে শুবমান গিল ৯২ রান করে আউট হয়েছেন। বিরাট কোহলি সেঞ্চুরি থেকে ১২ রান দূরে ছিলেন। শ্রেয়াস আইয়ার আউট হয়েছেন ৮২ রানে।
৫- বিশ্বকাপে এক ম্যাচে কোন দলের যৌথভাবে সর্বোচ্চ ‘ডাক’ মারার রেকর্ডের অংশ হয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে ইনিংসে সর্বোচ্চ ডাকের রেকর্ডটি হচ্ছে ৫! ভারতের বিপক্ষে মুম্বাইয়ে লঙ্কান পাঁচজন- পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, দুসান হেমন্ত, দুশমন্ত চামিরা- সবাই আউট হয়েছেন শূন্য রানে।
৭- শ্রীলঙ্কার সাত ব্যাটার এক রানের বেশি করার আগেই আউট হয়েছেন এদিন। এক অথবা তার কমে রান কোন দলের এত বেশি ব্যাটার বিশ্বকাপে আউট হননি কখনোই। লঙ্কান পাঁচ ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন ভারত-শ্রীলঙ্কা ম্যাচে। সঙ্গে কুসল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা আউট হয়েছেন ১ রান করে। বিশ্বকাপের বাইরে এমনিতেই ওয়ানডেতে শ্রীলঙ্কা এই ঘটনার সাক্ষী হয়েছে প্রথমবারের মতো। ভারতও এই প্রথম কোন দলের সাত ব্যাটারকে এক রান বা তার কমে আউট করেছে।
১৪- লঙ্কান ব্যাটিং অর্ডারের প্রথম সাত ব্যাটার মিলেও যে ১৪ রান করেছেন, সেটিতেও তারা বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন। ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে আর কোন দলের প্রথম সাত ব্যাটার মিলে এত কম রান করেননি। এর আগে সর্বনিম্ন ১৯ রান ছিল কানাডার। সেদিন অবশ্য কানাডাকে বিব্রতবোধ করিয়েছিল লঙ্কানরাই। আর কোন ম্যাচে প্রথম সাতজন ব্যাটিংয়ে নেমে সম্মিলিত ২০ রানের কম করেননি।
২৯/৮- ৩০ রান পাড়ি দেওয়ার আগেই লঙ্কানরা যে আট উইকেট হারিয়ে ফেলেছিল, এতেও তারা গড়েছে অনাকাক্সিক্ষত রেকর্ড। বিশ্বকাপে ত্রিশ রানের কমে আট উইকেট হারিয়ে ফেলা প্রথম দল হল তারা। এর আগে ওয়ানডে বিশ্বকাপে প্রথম আট উইকেট সর্বনিম্ন ৩১ রানে হারিয়েছিল কোন দল। সেই দল কানাডা, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেই ২০০৩ বিশ্বকাপের ম্যাচ, যেখানে শ্রীলঙ্কা ৩৬ রানে অলআউট করে দিয়েছিল কানাডাকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাগুরা আইনজীবী সমিতির নির্বাচনে কল্লোল সভাপতি, টগর সাধারণ সম্পদক নির্বাচিত
পেকুয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক
দেশকে বিভাজনের জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
ঈশ্বরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু