ঢাকা   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

ভারতকে থামিয়ে শেষ চার নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০৪ নভেম্বর ২০২৩, ০৭:৩৫ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩, ০৭:৩৫ পিএম

ছবি: ফেসবুক

সাত ম্যাচের একটিতেও হারেনি ভারত। উড়তে থাকা রোহিত শর্মার দলকে থামিয়ে চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় টুর্নামেন্টের আরেক ফেভারিট দক্ষিণ আফ্রিকা।

এমন লক্ষ্যে রোববার আসরে নিজেদের অষ্টম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ভারতের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রেখে টেবিলের শীর্ষস্থান মজবুদ করা। কোলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপ চলতি আসরে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। জয় পেতে ৭ ম্যাচের কোনটিতেই ঘাম ঝড়াতে হয়নি ভারতকে। প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করেই খেলেছে রোহিত-কোহলিরা।

সেমিফাইনাল  নিশ্চিত হলেও মাটিতেই পা রাখতে চায় ভারত। জয়ের ধারা অব্যাহত রাখাই এখন মূল লক্ষ্য টিম ইন্ডিয়ার। দলের ওপেনার শুভমান গিল বলেন, ‘দল হিসেবে আমরা দারুণ ক্রিকেট খেলছি। প্রথম ৭ ম্যাচ জয়ে সেমি নিশ্চিত হয়েছে আমাদের। কিন্তু এখানেই হাল ছেড়ে দিতে চাই না আমরা। আমাদের আরও অনেক দূর যেতে হবে। জয়ের ধারায়  থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। লিগ পর্বে বাকী দুই ম্যাচেও জিততে চাই আমরা।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ভারতীয়দের জন্য বড় দুঃসংবাদ  গোঁড়ালির ইনজুরির কারনে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। পুনেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নিজের বোলিংয়ে  নিজেই পা দিয়ে বল থামাতে বাঁ-পায়ের গোঁড়ালির ইনজুরিতে পড়েন পান্ডিয়া। ঐ ম্যাচের পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিলো। আশা করা হয়েছিলো, সেমিফাইনাল ম্যাচ থেকে খেলবেন পান্ডিয়া। কিন্তু দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে পান্ডিয়ার ছিটকে যাবার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পান্ডিয়ার জায়গায় দলে ডাক পেয়েছেন পেসার প্রসিধ কৃষ্ণ।

৭ ম্যাচে ৬ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকা প্রোটিয়ারা  সেমিফাইনালের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে । আর মাত্র ১টি ম্যাচ জিতলেই সেমির টিকিট পাবে তারা। আর  হাতে থাকা বাকী ম্যাচের দু’টিতেই হারলেও   সেমির সুযোগ থাকবে দক্ষিণ আফ্রিকার। সেক্ষেত্রে নিউজিল্যান্ড-আফগানিস্তানকে ১টি করে এবং অস্ট্রেলিয়াকে দু’টি ম্যাচ হারতে হবে।

কিন্তু অন্য দলের ফলাফলের দিকে না তাকিয়ে নিজেদের সেমিফাইনাল নিজেরাই নিশ্চিত  করতে চাইছে দক্ষিণ আফ্রিকা। দলের অধিনায়ক তেম্বা বাভুমা বলেন, ‘সেমিফাইনাল নিশ্চিত করতে হলে আমাদের সামনে সহজ সমীকরন। সেটি হলো- জয়। আর এ কাজটি ছেলেরা দারুনভাবে করছে। সর্বশেষ চার ম্যাচের সবক’টিতেই জিতেছি আমরা। আশা করছি, জয়ের ধারা অব্যাহত রেখে ভারতের বিপক্ষে ম্যাচেই সেমির টিকিট নিশ্চিত করতে পারবো।’

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার একমাত্র হার নেদারল্যান্ডসের কাছে। রান তাড়া করতে নেমে ৩৮ রানে হেরেছিলো প্রোটিয়ারা। পুরো আসরে নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নামে বাভুমার দল। অবশ্য  পাকিস্তানের বিপক্ষে ভাগ্যের সহায়তায় ১ উইকেটে ম্যাচ জিতেছিলো দক্ষিণ আফ্রিকা। পরে ব্যাট করাটা দক্ষিণ আফ্রিকার যে বড় দুর্বলতা, সেটি বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। 

প্রথমে ব্যাট হাতে নেমে যেকোন দলকে ধ্বসিয়ে দেয়ারটা হাতের মোয়া হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার। এবারের বিশ্বকাপে ৭ ম্যাচের মধ্যে চারবার ৩৫০ রানের গন্ডি পার করেছে প্রোটিয়ারা। এর মধ্যে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রান নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে করেছে দক্ষিণ আফ্রিকা। এমন দুর্দান্ত পারফরমেন্স নিয়ে এবার টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল ভারতের সামনে পরীক্ষার দেয়ার পালা দক্ষিণ আফ্রিকার।

এখন পর্যন্ত ৯০ ওয়ানডেতে  মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫০টিতে এবং ভারতের জয় ৩৭ ম্যাচে। পরিত্যক্ত হয়েছে ৩ ম্যাচ।

বিশ্বকাপেও ভারতের বিপক্ষে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। পাঁচ বারের মোকাবেলায় দক্ষিণ আফ্রিকার জয় ৩টিতে। ভারত জিতেছে ২ ম্যাচে। অবশ্য বিশ্বকাপে সর্বশেষ দুই আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় আছে ভারতের।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, শারদুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), জেরার্ল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, এনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকুওয়াও, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন ও লিজার্ড উইলিয়ামস।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ

বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ

ভাসমান ডিপো স্থায়ীকরণ ও জ্বালানি তেল সরবরাহের দাবীতে মানববন্ধন

ভাসমান ডিপো স্থায়ীকরণ ও জ্বালানি তেল সরবরাহের দাবীতে মানববন্ধন

শরীয়তপুর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

শরীয়তপুর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

আশুলিয়ায় বাসা বাড়িতে অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়ায় বাসা বাড়িতে অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বরবাদ' সিনেমার দ্বিতীয় অংশের শুটিংয়ে মুম্বাইয়ের পথে শাকিব

বরবাদ' সিনেমার দ্বিতীয় অংশের শুটিংয়ে মুম্বাইয়ের পথে শাকিব

কেরানীগঞ্জে অপহরণকারী চক্রের ৬ সদস্য র‍্যাবের হাতে গ্রেফতার

কেরানীগঞ্জে অপহরণকারী চক্রের ৬ সদস্য র‍্যাবের হাতে গ্রেফতার

শিবালয়ে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে গৃহকর্তার সর্বস্থ লুটে নেয়া চক্রের এক সদস্য আটক

শিবালয়ে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে গৃহকর্তার সর্বস্থ লুটে নেয়া চক্রের এক সদস্য আটক

ইমরানের খানের বিচার পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক সংসদীয় সংস্থা

ইমরানের খানের বিচার পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক সংসদীয় সংস্থা

কুড়িগ্রামে যুবদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রামে যুবদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

নাঙ্গলকোটে দুর্ঘটনায় পৌর স্বাস্থ্য সহকারীর মৃত্যু

নাঙ্গলকোটে দুর্ঘটনায় পৌর স্বাস্থ্য সহকারীর মৃত্যু

ইউক্রেনে সংঘাতের দ্রুত অবসান চান ট্রাম্প

ইউক্রেনে সংঘাতের দ্রুত অবসান চান ট্রাম্প

ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন

ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন

নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২

নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২

মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ

মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ

নির্বাচনের রোড ম্যাপ দেন অতিসত্বর : আবুল কালাম আজাদ

নির্বাচনের রোড ম্যাপ দেন অতিসত্বর : আবুল কালাম আজাদ

উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হল ‘হট ডগ’

উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হল ‘হট ডগ’

সিংগাইরে ১ সপ্তাহে আত্মহত্যা-৬

সিংগাইরে ১ সপ্তাহে আত্মহত্যা-৬

মির্জাপুরের অবৈধ সেই ৭ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে

মির্জাপুরের অবৈধ সেই ৭ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে

সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে

সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে