সত্যি, ফখরই পাকিস্তানের ‘ফখ্র’
০৫ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না পাকিস্তানের সামনে। এমন ম্যাচে ব্যাট হাতে ফের একবার জ্বলে উঠলেন ফখর জামান। ৬৩ বল মোকাবিলায় ছয়টি চারের সঙ্গে মারলেন নয়টি ছক্কা। নিউজিল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে এই ওপেনার তুলে নিলেন দাপুটে এক সেঞ্চুরি। আর তাতে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও নিজের নামের পাশে লিখে নিলেন বাঁহাতি এই ব্যাটার।
গতকাল আহমেদাবাদে কিউইদের দেওয়া ৪০২ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করছিল পাকিস্তান। দ্বিতীয় দফায় বৃষ্টির বাগড়ায় ম্যাচ ছিল বন্ধ। ডি/এল মেথডে ৪১ ওভারে নেমে আসা ম্যাচে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৩৪২। তাতে ২৫.৩ ওভারেই দলীয় সংগ্রহ ২০০ তুলে ফেলে এক উইকেট হারানো পাকিস্তান। ৬৬ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক বাবর আজম। ডিএলএস পদ্ধতিতে ঐ মুহূর্তে নিউজিল্যান্ডের চেয়ে ২১ রান এগিয়ে ছিল পাকিস্তান। বৃষ্টির বাগড়ায় খেলা আর মাঠে না গড়ানোয় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে জয়ী ঘোষণা করা হয় বাবরের দলকে।
এই জয়ে ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বেঁচে থাকল বাবরদের। আট ম্যাচে চতুর্থ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তারা উঠেছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটের হিসাবে তাদের ঠিক উপরেই অবস্থান করছে নিউজিল্যান্ড। চার নম্বরে থাকা দলটির এটি অবশ্য টানা চতুর্থ হার। ৮ পয়েন্ট রয়েছে ছয়ে থাকা আফগানিস্তানেরও। তারা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। পাকিস্তানের জয়ে সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত হলো দক্ষিণ আফ্রিকার।
একে তো বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখার চাহিদা, সঙ্গে বিশাল রান তাড়ায় চ্যালেঞ্জ— দুইয়ে মিলে ভীষণ চাপ অনুভূত হওয়া স্বাভাবিক। তবে সেসবের কোনো প্রভাব একদমই লক্ষ করা যাচ্ছে না ফখরের ওপর। বিস্ফোরক ব্যাটিংয়ে পাকিস্তানের ইনিংসের ২০ ওভার পূর্ণ হওয়ার আগেই সেঞ্চুরি করেন তিনি। কিউই বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের করা ২০তম ওভারের প্রথম বলে ৯৯ মিটার দীর্ঘ বিশাল একটি ছক্কা হাঁকান ফখর। এতে ব্যক্তিগত ৯৩ থেকে ৯৯ রানে পৌঁছে যান তিনি। পরের ডেলিভারিতে সিঙ্গেল নিয়ে স্পর্শ করেন তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার, ৬৩ বলে। ওয়ানডে বিশ্বকাপে এত কম বলে সেঞ্চুরির কীর্তি নেই পাকিস্তানের আর কারও।
৩৩ বছর বয়সী ফখরের এটি একাদশ ওয়ানডে সেঞ্চুরি। তিনি ভেঙে দিয়েছেন ১৬ বছর ধরে টিকে থাকা ইমরান নাজিরের রেকর্ড। ২০০৭ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৫ বলে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের সাবেক ব্যাটার নাজির। ৫০ ওভারের ক্রিকেটের সর্বোচ্চ আসরে ২০ ওভারের মধ্যে সেঞ্চুরি করা তৃতীয় খেলোয়াড় ফখর। চলতি বিশ্বকাপেই ১৮তম ওভারে শতক হাঁকিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ওই ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। এর আগে ২০০৩ সালের বিশ্বকাপে ১৯তম ওভারে সেঞ্চুরি ছোঁয়ার স্বাদ নিয়েছিলেন জন ডেভিসন, কানাডার হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
পঞ্চম ওভার ট্রেন্ট বোল্টকে চার ও ছয় মেরে ঝোড়ো ব্যাটিংয়ের শুরুটা করেন ফখর। একই ওভারে চার মেরে আক্রমণাত্মক ক্রিকেটে যোগ দেন বাবরও। এই জুটিই পাকিস্তানের রান অষ্টম ওভারে পঞ্চাশ আর পনেরতম ওভারে ১০০-তে নিয়ে যান। ব্যাট ক্যারি করে ফখর এদিন অপরাজিত ছিলেন ১২৬ রান নিয়ে। ৮১ বলে তার বিধ্বংসী ইনিংসটি ৮টি চার ও ১১টি ছক্কায় মোড়ানো। এই ভারতেই ভারতকে হারিয়ে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়েও সেঞ্চুরি গড়েছিলেন এই ফখর। এবারও ম্যাচটি জিতে সেমির লড়াইয়ে টিকে গেল দল, তাতে আরেকবার পাকিস্তানের ‘ফখ্র’র (গর্ব) কারণই হলেন এই ওপেনার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কালীগঞ্জে শহীদ এন্ড সন্সের বনভোজন যেন খেটে খাওয়া শ্রমিকদের মিলনমেলা
নোয়াখালীতে ডায়াবেটিক সমিতির কম্বল বিতরণ
পঞ্চগড়ে চলছে মাসব্যাপি তারুণ্যের উৎসব
নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন
রাতারাতি বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় : বাণিজ্য উপদেষ্টা
‘তারুণ্যের উৎসব’ জাতিকে ঐক্যবদ্ধ করার একটি ভালো উদ্যোগ
জাজিরা থানার ভেতরে মিলল ওসির ঝুলন্ত মরদেহ
বাসের লকারে থাকা অর্ধশতাধিক ছাগল আগুনের তাপে ঝলসে মারা গেল
মেয়ার্স ঝড়ে রংপুরকে বড় লক্ষ্য দিল বরিশাল
হাসিনার দুর্নীতি অনুসন্ধানে যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত
মুজিবনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি
কুয়েটে ভর্তি পরীক্ষা শনিবার, সকল প্রস্তুতি সম্পন্ন
বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ
ভাসমান ডিপো স্থায়ীকরণ ও জ্বালানি তেল সরবরাহের দাবীতে মানববন্ধন
শরীয়তপুর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে
নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা
আশুলিয়ায় বাসা বাড়িতে অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
‘বরবাদ’ সিনেমার দ্বিতীয় অংশের শুটিংয়ে মুম্বাইয়ের পথে শাকিব
কেরানীগঞ্জে অপহরণকারী চক্রের ৬ সদস্য র্যাবের হাতে গ্রেফতার
শিবালয়ে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে গৃহকর্তার সর্বস্থ লুটে নেয়া চক্রের এক সদস্য আটক