জন্মদিনে টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করলেন কোহলি
০৫ নভেম্বর ২০২৩, ০৬:৩২ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম
‘সিটি অব জয়’ খ্যাত কলকাতায় বিরাট কোহলি নিজের ৩৫তম জন্মদিন রাঙালেন নিজস্ব ভঙ্গিমায়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শচিন টেন্ডুলকারের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। সাথে শ্রেয়াস আয়ারের ফিফটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে ভারত।
কলকাতার ইডেন গার্ডেন্সে আসরের ৩৭তম ম্যাচে টসজয়ী ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে তুলেছে ৩২৬ রান।
একদিনের ক্রিকেটে টেন্ডুলকারের ৪৯তম রেঞ্চুরির রেকর্ড স্পর্শ করার দিনে ১২১ বলে ১০ চারে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেছেন কোহলি।
২৮৮ ম্যাচে ২৭৬ ইনিংসে এই কীর্তি গড়লেন কোহলি। সমান সংখ্যক শতক করতে টেন্ডুলকারের লেগেছিল ৪৬৩ ম্যাচ আর ৪৫২ ইনিংস।
এদিন দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এসেছে শ্রেয়াসের ব্যাট থেকে। চারে নেমে তিনি করেছেন ৮৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৭ রান।
এছাড়া রোহিত শর্মার ২৪ বলে ৪০, সূর্যকুমার যাদবের ১৪ বলে ২২ ও রবীন্দ্র জাদেজার ১৫ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস ভারতের বড় সংগ্রহে অবদান রাখে।
৩৫ বলে ৬২ রানের উড়ন্ত সূচনা এনে দেন রোহিত ও শুবমান গিল। এরপর পঞ্চাশোর্ধো জুটি আর একটি। তৃতীয় উইকেটে কোহলি-শ্রেয়াস জুটি থেকে আসে ১৫৮ বলে ১৩৪ রান। শ্রেয়াস লুঙ্গি এনগিদির শিকার হয়ে ফিরলেও শেষ পর্যন্ত খেলে মাঠ ছাড়েন কোহলি। কলকাতার কঠিন কন্ডিশনে দুইশ মিনিটের বেশি সময় ধরে ব্যাটিং করেন বার্থডে বয়।
১০ ওভারে স্রেফ ৩০ রানে ১ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার কেশব মহারাজ। মার্কো ইয়েনসেন ৯.৪ ওভারে দিয়েছেন ৯৪ রান। ওভারপ্রতি সাতের নিচে রান দিয়েছেন অআর কেবল কাগিসো রাবাদা, ১০ ওভারে ৪৮ রানে এই পেসার নেন রোহিতের উইকেট।
তবে প্রটিয়া দলে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ইনিংসের শেষ ওভার অসমাপ্ত রেখেই এনগিদির খুড়িয়ে মাঠ ছাড়া।
সাত ম্যাচের সবকটিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে দশ দলের তালিকায় শীর্ষে ভারত। সমান সংখ্যক ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে দক্ষিণ আফ্রিকা। নেট রান রেটে এগিয়ে থাকায় স্বাগতিকদের হারাতে পারলে তালিকার শীর্ষে উঠবে প্রটিয়ারা।
এখন পর্যন্ত ৯০ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫০টিতে এবং ভারতের জয় ৩৭ ম্যাচে। পরিত্যক্ত হয়েছে ৩ ম্যাচ।
বিশ্বকাপেও ভারতের বিপক্ষে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। পাঁচ বারের মোকাবেলায় দক্ষিণ আফ্রিকার জয় ৩টিতে। ভারত জিতেছে ২ ম্যাচে। অবশ্য বিশ্বকাপে সর্বশেষ দুই আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় আছে ভারতের।
ভারত: ৫০ ওভারে ৩২৬/৫ (রোহিত ৪০, শুভমান ২৩, কোহলি ১০১*, শ্রেয়াস ৭৭, রাহুল ৮, সূর্যকুমার ২২, জাদেজা ২৯*; অতিরিক্ত ২৬; এনগিদি ৮.২-০-৬৩-১, ইয়ানসেন ৯.৪-০-৯৪-১, রাবাদা ১০-১-৪৮-১, মহারাজ ১০-০-৩০-১, শামসি ১০-০-৭২-১, মার্করাম ২-০-১৭-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তারকে রহমানের ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতে সৈয়দপুরে তাঁতী দলের লিফলেট বিতরণ
সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
সৈয়দপুরে আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান সত্বেও স্থাপনা নির্মাণ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় ভাইটকান্দি ও ফুলপুর বিজয়ী
লালমোহন পৌরসভায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও শাহ আজিজ
নাঙ্গলকোটে দুর্ঘটনায় পৌর স্বাস্থ্য সহকারীর মৃত্যু
ঢাকাকে টানা পঞ্চম হারের স্বাদ দিল চট্টগ্রাম
লক্ষ্মীপুরে বিদেশী পিস্তলসহ নারী আটক
সিংগাইরে ভূয়া পুলিশ গ্রেফতার ১
ডিবির অভিযানে মলম পার্টির ৫ সদস্য আটক
সাভারের বাইতুল মকবুল জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
‘শেখ হাসিনা এই দেশে আর ক্ষমতায় আসতে পারবে না’
সীমান্তে অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে: কর্ণেল সাইফুল ইসলাম
থানা থেকে পালালেন গ্রেফতার হওয়া সাবেক ওসি
সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় ৫শ’ হজ কোটা বহাল রাখার দাবি
রাজশাহীতে মদপানে ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন চার
নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২ জন আটক
লেবাননের নতুন প্রেসিডেন্ট কে এই জোসেফ আউন?
ময়মনসিংহে বাইক রাইডার হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই
ঢাকায় যানজট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা