ভারত-পাকিস্তান সেমিফাইনাল চাইছেন সৌরভ
০৬ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
টানা জয়ের রথে চড়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে আয়োজক ভারত সবার আগে। অন্যদিকে, পাকিস্তানের শেষ চারে ওঠা নির্ভর করছে অনেক যদি-কিন্তুর ওপর। তবে গতপরশু রাতে নিউজিল্যান্ডকে হারানোর পর ভারতের কিংবদন্তি সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আশায় আছেন, সেমিতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর সেই ম্যাচটা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
সাত ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ১৪ পয়েন্ট অর্জন করেছে ভারত। তারা আছে পয়েন্ট তালিকার শীর্ষে। এক ম্যাচ বেশি খেলে পাকিস্তান ৮ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। সমান পয়েন্ট রয়েছে নিউজিল্যান্ড আর আফগানিস্তানেরও। নেট রান রেটের হিসাবে কিউইরা চারে ও আফগানরা ছয়ে আছে। অর্থাৎ তিনটি দলেরই সম্ভাবনা রয়েছে সেমিফাইনালের টিকিট পাওয়ার। আর সেমিতে খেলা এখনও নিশ্চিত না হলেও অস্ট্রেলিয়া আছে সুবিধাজনক অবস্থানে। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে অবস্থান তাদের।
কলকাতায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল হবে আগামী ১৬ নভেম্বর। সেদিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা দল মুখোমুখি হবে তিন নম্বর দলের। বর্তমান চিত্র বিবেচনায়, পাকিস্তানের তিনে ওঠার সম্ভাবনা ক্ষীণ। তবে ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সভাপতি সৌরভ ইডেন গার্ডেন্সেই চাইছেন ভারত-পাকিস্তান সেমি ‘আমি চাই যেন পাকিস্তান এখানে পৌঁছায় (সেমিতে), ভারতও এখানে আসে। এর চেয়ে বড় সেমিফাইনাল তো আর হতে পারে না!’
আগামী ১৫ নভেম্বর প্রথম সেমিফাইনাল হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ওই ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষ দল মুখোমুখি হবে চার নম্বর দলের। ভারত যদি গতকাল কলকাতায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় (এতক্ষণে নিশ্চয়ই জেনেও গেছেন কি ঘটেছে ম্যাচের ভাগ্যে), তাহলে তাদের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা নিশ্চিত হয়ে যাবে। আর পাকিস্তানের চতুর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে ভারত-পাকিস্তান সেমিফাইনাল হবে ঠিকই, তবে সৌরভের প্রত্যাশা অনুসারে কলকাতায় নয়, মুম্বাইতে।
ব্যাটে-বলে দুর্দান্ত ছন্দে থাকা ভারতকে এখন পর্যন্ত আটকাতে পারেনি কোনো দল। শুধু তাই নয়, কোনো ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি তাদের। ফলে বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে তাদেরকে ভাবা হচ্ছে হট ফেভারিট। তবে নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন হতে না পারলে সেটা কি অঘটন হিসেবে বিবেচিত হবে? মহারাজা খ্যাত সৌরভ অবশ্য তেমনটা মনে করছেন না। সাবেক বাঁহাতি ব্যাটার সৌরভ বলেছেন, ‘এরকম হবে না যে অঘটন (হিসেবে বিবেচিত হবে)। তবে যেভাবে তারা ক্রিকেট খেলছে, তাতে জনগণের খুশি হওয়া উচিত। গত সাত ম্যাচে বাকিদের চেয়ে তাদেরকে অনেক আলাদা লেগেছে। আশা করব, সামনেও এভাবেই খেলতে থাকবে। আমার মনে হয় না মান এতটা পড়ে যাবে যে তারা একেবারেই খারাপ খেলবে। এর চেয়ে বেশি কিছু আমি বলব না, নজর লেগে যেতে পারে। ভালো কিছুর প্রত্যাশা করছি। তারা খুবই ভালো খেলছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নেত্রকোনায় দুর্বৃত্তদের কোপে পুলিশের এস আই খুন
তারকে রহমানের ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতে সৈয়দপুরে তাঁতী দলের লিফলেট বিতরণ
সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
সৈয়দপুরে আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান সত্বেও স্থাপনা নির্মাণ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় ভাইটকান্দি ও ফুলপুর বিজয়ী
লালমোহন পৌরসভায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও শাহ আজিজ
নাঙ্গলকোটে দুর্ঘটনায় পৌর স্বাস্থ্য সহকারীর মৃত্যু
ঢাকাকে টানা পঞ্চম হারের স্বাদ দিল চট্টগ্রাম
লক্ষ্মীপুরে বিদেশী পিস্তলসহ নারী আটক
সিংগাইরে ভূয়া পুলিশ গ্রেফতার ১
ডিবির অভিযানে মলম পার্টির ৫ সদস্য আটক
সাভারের বাইতুল মকবুল জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
‘শেখ হাসিনা এই দেশে আর ক্ষমতায় আসতে পারবে না’
সীমান্তে অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে: কর্ণেল সাইফুল ইসলাম
থানা থেকে পালালেন গ্রেফতার হওয়া সাবেক ওসি
সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় ৫শ’ হজ কোটা বহাল রাখার দাবি
রাজশাহীতে মদপানে ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন চার
নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২ জন আটক
লেবাননের নতুন প্রেসিডেন্ট কে এই জোসেফ আউন?
ময়মনসিংহে বাইক রাইডার হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই