ক্রিকেট বিশ্লেষকদের তোপের মুখে সাকিব
০৭ নভেম্বর ২০২৩, ০৯:২৯ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩, ০৯:২৯ এএম
আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম ঘটল ‘টাইমড আউট’-এর ঘটনা। আউটটি আইনসিদ্ধ হলেও এর আগে কখনও কোনও ব্যাটসম্যানকে টাইমড আউট হয়ে মাঠ ছাড়তে হয়নি। সোমবার বাংলাদেশের বিপক্ষে এই আউট হয়ে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনের প্রেক্ষিতে আউট দেন আম্পায়ার। এরপর থেকে সাকিবের ক্রিকেটিয় আচরণ নিয়ে চলছে সমালোচনা।
শ্রীলঙ্কার চতুর্থ উইকেট পড়ার পর কিছুটা দেরিতে মাঠে আসেন শ্রীলঙ্কার ম্যাথিউস। হেলমেট সংক্রান্ত কিছু একটা সমস্যার জন্য নির্ধারিত সময়ের মধ্যে (প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ২ মিনিট) স্ট্রাইক নিতে পারেননি। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাথিউসকে আউট করে বাংলাদেশ।
‘টাইমড আউট’-র জন্য আবেদন করায় সাকিবকে তুলোধোনা করা হচ্ছে। যদিও অনেকে শাকিবের আচরণে কোনও ভুল দেখছেন না। কারণ সেটা ক্রিকেটের নিয়মেই আছে। অর্থাৎ নন-স্ট্রাইকার এন্ডে রান-আউটের মতোই বিষয়টি ক্রিকেটের নিয়মে আছে।
অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা এক্সে দাবি করেছেন, ‘অ্যাঞ্জেলো ক্রিজে আসার পর হেলমেটের স্ট্র্যাপ ভেঙে যায়। কীভাবে ও টাইম আউট হয়? যদি ও ওর ক্রিজে এসে ইচ্ছে করে সময় নষ্ট করে, তবে টাইম আউট হতে পারে। কিন্তু এটা হাস্যকর। ব্যাটসম্যান ক্রিজে আসার পর ৩ মিনিট সময় নেন বলের মুখোমুখি হতে।’
গৌতম গম্ভীর আবার বলেছেন, ‘দিল্লিতে আজ যা ঘটল তা খুবই করুণ!’
ডেল স্টেইন আবার বলেছেন, ‘এটা মোটেও ভালো বিষয় হল না।’
এস বদ্রিনাথ আবার বলেছেন, ‘আমি যদি সাকিব হতাম, তবে আমি একজন ক্যাপ্টেন হিসাবে আবেদন করতাম না এবং আমি যদি অ্যাঞ্জেলো ম্যাথিউস হতাম, তবে আমি হেলমেট ছাড়া আরও বেশি কিছু ভেঙে ফেলতাম।’
শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার রাসেল আর্নল্ড ধারাভাষ্য দেওয়ার সময়ে উল্লেখ করেন, ‘এই প্রথম বার আমি এরকম কিছু প্রত্যক্ষ করলাম।’
নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ধারাভাষ্যকক্ষে থাকা ওয়াকার বলেছেন, ‘এটা ক্রিকেটের জন্য ভালো কিছু নয়। এটা ক্রিকেটের চেতনার পরিপন্থী।’
সোমবার দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ২৫তম ওভারে ঘটনাটি ঘটে। ২৪.২ ওভারে চতুর্থ উইকেট পড়ে শ্রীলঙ্কার। উইকেট নেন সাকিব। তারপর মাঠে নামেন ম্যাথিউস। সেটা নির্ধারিত সময়ের (খেলার নিয়ম অনুযায়ী, উইকেট পড়ার দু'মিনিটের মধ্যে নয়া ব্যাটারকে প্রথম বলে খেলতে হয়) মধ্যেই ছিল। কিন্তু ক্রিজে এসে তিনি অনুভব করেন যে, হেলমেটে কিছু একটা গড়বড় আছে। সম্ভবত স্ট্র্যাপ ভেঙে গিয়েছিল। ‘গার্ড’ না নিয়েই ডাগ-আউটের দিকে হেলমেট আনতে বলেন।
তারই মধ্যে আম্পায়ারকে কিছু বলতে দেখা যায় শাকিবকে। তার পর অনফিল্ড আম্পায়ারদের সঙ্গে ম্যাথিউজের আলোচনা শুরু হয়। রীতিমতো উত্তেজিত দেখায় শ্রীলঙ্কার ক্রিকেটারকে। তিনি বোঝাতে থাকেন যে, হেলমেটের স্ট্র্যাপে সমস্যা ছিল। যদিও আউট দিয়ে দেন আম্পায়াররা। এই পরিস্থিতিতে সাকিবের সঙ্গেও কথা বলতে যান ম্যাথিউস। সাকিবরা অবশ্য আবেদন ফেরাননি। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, ড্রেসিংরুমে ফিরতে হয় ম্যাথিউসকে।
মাঠের বাইরে এসেই রাগে হেলমেট ছুড়ে ফেলেন লঙ্কান অভিজ্ঞ এই তারকা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার
ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি
গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স
৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস
যুক্তরাষ্ট্রের নাম মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ