অধিনায়ক শান্ত’র দলে নতুন মুখ হাসান মুরাদ
১৯ নভেম্বর ২০২৩, ১২:১৩ এএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩, ১২:১৩ এএম
টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটে পড়ে আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। সহ-অধিনায়ক লিটন দাসের তাই কথা ছিল এই সিরিজে নেতৃত্ব দেওয়ার। তবে প্রথম সন্তানের আগমনের কারণে এক মাসের ছুটি নিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দলকে তাই নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। এর কয়েক ঘণ্টার ব্যবধানে পুরো স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেখানে নতুন মুখ একজন— বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশের ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে বাঁহাতি ব্যাটার শান্তর। নিয়মিত দলনেতা সাকিব আল হাসান চোটে থাকায় ও সহ-অধিনায়ক লিটন দাস এক মাসের ছুটি নেওয়ায় শান্তর কাঁধে উঠেছে দায়িত্ব। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের দরজা খুলেছে ২২ বছর বয়সী মুরাদের। ২০২১ সালে চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেণিতে অভিষেক হয়েছিল তার। প্রথম শ্রেণিতে এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১২১ উইকেট। মুরাদের পাশাপাশি টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন স্কোয়াডের আরও দুজন। তারা হলেন ডানহাতি ব্যাটার শাহাদাত হোসেন দিপু ও ডানহাতি পেসার হাসান মাহমুদ। এই দুজন অবশ্য আগেও দলে ডাক পেয়েছিলেন।
বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছিল গত জুনে আফগানিস্তানের বিপক্ষে। দুই দলের একমাত্র ম্যাচে নিজেদের মাটিতে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে জিতেছিল টাইগাররা। তখন অধিনায়ক ছিলেন লিটন। তিনিও ছাড়াও ওই টেস্টের স্কোয়াড থেকে নেই আরও তিনজন। তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন চোটে পড়েছেন, বাদ গেছেন মুশফিক হাসান। অন্যদিকে, মাহমুদের পাশাপাশি দলে ফেরার হলেন সাদমান ইসলাম, নাঈম হাসান ও নুরুল হাসান সোহান।
এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে যাত্রা শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আগামী ২১ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। ২৮ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে সিলেটে। ঢাকার মিরপুরে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৬ ডিসেম্বর।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, হাসান মুরাদ। সবশেষ টেস্টের দল থেকে নেই: লিটন দাস, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, মুশফিক হাসান। ফিরেছেন : সাদমান ইসলাম, হাসান মাহমুদ, নাঈম হাসান, নুরুল হাসান সোহান। নতুন মুখ : হাসান মুরাদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৯
দেশের হয়ে আর খেলবেন না তামিম
গোপালগঞ্জে বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষ
হেরেই চলেছে ঢাকা, পরাজয়ের বৃত্ত ভাঙল সিলেট
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন