অধিনায়ক বাভুমাকে ছাড়াই দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল
০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫৭ পিএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:১৭ পিএম
সফরকারী ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের দলে নেই নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। বিশ্বকাপে দলটির নেতৃত্ব দেওয়া বাভুমার জায়গা হয়নি টি-টোয়ন্টি সিরিজের দলেও। দুই সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। অবশ্য টেস্ট সিরিজে অধিনায়কত্ব করবেন বাভুমাই।
ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। আগামী রোববার টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের এই পূর্নাঙ্গ সিরিজ।
এজন্য সোমবার দল ঘোষণা করে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়ন্টি সিরিজে বাভুমা ও কাগিসো রাবাদাকে বিশ্রাম দেওয়া হয়েছে। দুজনই টেস্ট সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দেবেন।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মিহলালি এমপংওয়ানা, ডেভিড বেডিংহ্যাম ও নান্দ্রে বার্গার। পেসার বার্গার আছেন তিন সংস্করণের দলেই। মিডল অর্ডার ব্যাটসম্যান বেডিংহ্যাম জায়গা পেয়েছেন টেস্ট দলে। ওয়ানডে দলে আছেন পেস বোলিং অলরাউন্ডার এমপংওয়ানা।
২৮ বছর বয়সী বার্গার এখন পর্যন্ত ৪০টি প্রথম শ্রেণির ম্যাচে উইকেট নিয়েছেন ১২২টি। ৩৯ লিস্ট ‘এ’ ম্যাচে তার শিকার ৫৮টি, ৪৩ টি-টোয়েন্টিতে ৫১টি।
২৯ বছর বয়সী বেডিংহ্যামের প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ৮৪ ম্যাচে ৫০.২১ গড়ে তার রান প্রায় ৬ হাজার। শতক আছে ১৮টি। ২৩ বছর বয়সী এমপংওয়ানা ৩৫টি লিস্ট ‘এ’ ম্যাচে উইকেট নিয়েছেন ৪৪টি।
প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ট্রিস্টান স্টাবস। ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন একটি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি। ওয়ানডে ও টেস্ট দলে ফিরেছেন কিপার ব্যাটসম্যান কাইল ভেরেইনা।
চোটের কারণে দলে নেই ফাস্ট বোলার আনরিখ নরকিয়া ও ওয়েইন পার্নেল।
বাভুমার টি–টোয়েন্টি দলে না থাকাটা অবশ্য আগে থেকেই অনুমেয়। ছন্দহীনতার করণে এই সংস্করণের নেতৃত্ব আগেই ছেড়ে দিয়েছেন তিনি। তবে ওয়ানডে সিরিজে না থাকাটা কিছুটা হলেও বিস্ময়কর।
যদিও তার ব্যাটে এখন চলছে রানখরা। সদ্য শেষ হওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ৮ ইনিংস ব্যাট করে মাত্র ১৮.১২ গড়ে ১৪৫ রান করেন তিনি। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে এক থেকে ছয়ের মধ্যে ব্যাট করা ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র বাভুমাই কোনো অর্ধশতক করতে পারেননি। তবে বাভুমার নেতৃত্বে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল দক্ষিণ আফ্রিকা।
টি–টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ১০, ১২ ও ১৪ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর শুরু হওয়া ওয়ানডে সিরিজ শেষ হবে ২১ ডিসেম্বর।
আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবেন বাভুমা। তার আগে দেশের ঘরোয়া ক্রিকেটে খেলবেন প্রথম শ্রেণির ম্যাচ। টেস্টের জন্য প্রথম শ্রেণির ম্যাচ খেলতে বলা হয়েছে রাবাদা, জেরাল্ড কোয়েৎজি, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডিদেরও। কোয়েৎজি, ইয়ানসেন ও এনগিডি সিরিজের প্রথম দুই টি–টোয়েন্টির পর দল ছেড়ে যাবেন।
ভারতের বিপক্ষে তিন সিরিজের দক্ষিণ আফ্রিকা দল
ওয়ানডে দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জোরজি, রিজা হেন্ডরিকস, আইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, মিহলালি এমপোঙ্গোয়ানা, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, আন্দিলে ফিকোয়াও, তাব্রেইজ শামসি, রেসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইনা ও লিজাড উইলিয়ামস।
টি–টোয়েন্টি দল: এইডেন মার্করান (অধিনায়ক), ওতনেইল বার্টম্যান, ম্যাথিউ ব্রিজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি (প্রথম দুই ম্যাচ), ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন (প্রথম দুই ম্যাচ), আইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি (প্রথম দুই ম্যাচ), আন্দিলে ফিকোয়াও, তাব্রেইজ শামসি, ত্রিস্তান স্টাবস ও লিজাড উইলিয়ামস।
টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জোরজি, ডিন এলগার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস ও কাইল ভেরেইনা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মানুষ আমি দেবতা নই, আমারও ভুল হয়: নরেন্দ্র মোদি
হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন টিউলিপ
শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ
বাংলাদেশের ওয়ান ইলেভেনের ঘটনা পরদিনের সংবাদপত্রে যেভাবে এসেছিলো
সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার
১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন
’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত
ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়
চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি
দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির
'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'
বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়
তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি
সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ
ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত
সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর