১৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ
০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:১৪ পিএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:২৫ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের অভিযানে প্রথম ইনিংসে একদম ভালো করতে পারল না বাংলাদেশ। মহাগুরুত্বপূর্ণ টসভাগ্যে হেসেই সুযোগটা কাজে লাগাতে পারেনি একটুও। উইকেটের বিরূপ আচরণ তো ছিলই সাথে ব্যাটসম্যানদের উইকেট ছুড়ে আসার কারণে প্রথম ইনিংসে দুইশ রানও করতে পারেনি টাইগাররা।
মিরপুর টেস্টে প্রথম দিনে চা বিরতির পরপরই ৬৬.২ ওভারে ১৭২ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। যেখানে বক্তিগত ফিফটি নেই একটিও। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান শাহাদাত হোসেনের।
প্রথম সেশনে ৪৭ রানে ৪ উইকেট পড়ার পর জুটি বাধেন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন। ইতিবাচক ব্যাটিংয়ে দুজন পূর্ণ করেন জুটির পঞ্চাশ রান, বাংলাদেশ পেরিয়ে যায় একশ।
নিয়ন্ত্রণ যখন বাংলাদেশের পক্ষে আসার পথে, তখন দেশের প্রথম ক্রিকেটার হিসেবে 'অবস্ট্রাক্টিং দা ফিল্ড' আউট হন মুশফিক। ভাঙে ৫৭ রানের জুটি। এরপর একে একে ড্রেসিং রুমের পথ ধরেন শাহাদাত হোসেন (১০২ বলে ৩১), নুরুল হাসান সোহান (১৬ বলে ৭) ও মেহেদী হাসান মিরাজ (৪২ বলে ২০)। ৪২ বলে ১৩ রানে অপরাজিত থাকেন নাঈম হাসান।
মেঘাচ্ছন্ন আকাশে টস হেরে ফিল্ডিংয়ে নেমে নিউ জিল্যান্ডের দুই পেসার টিম সাউদি, কাইল জেমিসন মিলে করেন স্রেফ প্রথম পাঁচ ওভার। ষষ্ঠ ওভার থেকে দুই প্রান্তে স্পিনার আক্রমণে আনে সফরকারীরা। ফলও পায় হাতেনাতে।
একাদশ ওভারে মিচেল স্যান্টনারের বলে অহেতুক শটে উইকেট বিলিয়ে দেন জাকির হাসান (২৪ বলে ৮)। পরের ওভারে এজাজ প্যাটেলের বলে আউট হন মাহমুদুল হাসান জয় (৪০ বলে ১৪)।
বেশিক্ষণ টিকতে পারেননি মুমিনুল হক (১০ বলে ৫), নাজমুল হোসেন শান্তও (১৪ বলে ৯)। রিভার্স সুইপ খেলতে গিয়ে শান্ত ফিরলে পঞ্চাশের আগেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও দল হারাল ৪ উইকেট। এবার ৩০ ওভারে হয়েছে মোটে ৬৯ রান।
নতুন বলে উল্লেখযোগ্য পরিমাণে টার্ন পান স্যান্টনার ও এজাজ। পরে তাদের সাথে উইকেট নেয়ার উদযাপনে যোগ দেন গ্লেন ফিল্পিসও। একাদশে ফেরা স্যান্টনার ও ফিলিপস নিয়েছেন ৩টি করে উইকেট। ২টি নিয়েছেন এজাজ।
প্রথম দিনের প্রথম সেশন থেকেই প্রায় নিয়মিতই দেখা গেছে অসম বাউন্স। ব্যাটসম্যানের আশপাশে তৈরি হয়েছে বুটের ছোট ছোট ক্ষত।
ম্যাচ যত সামনে এগোবে ততোই বাড়তে পারে স্পিনারদের সুবিধা। যে সুবিধা পুরোপুরি আদায় করে নিয়েছে কিউই স্পিনাররা। এবার বাংলাদেশের পালা।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১৫০ রানের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৬.২ ওভারে ১৭২ (জয় ১৪, জাকির ৮, শান্ত ৯, মুমিনুল ৫, মুশফিক ৩৫, শাহাদাত ৩১, মিরাজ ২০, সোহান ৭, নাঈম ১৩*, তাইজুল ৬, শরিফুল ১০; সাউদি ৫.২-৫-০-১, জেমিসন ৪-২-৮-০, এজাজ ১৭-৬-৫৪-২, স্যান্টনার ২৮-৭-৬৫-৩, ফিলিপস ১২-১-৩১-৩)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০
আগামী জাতীয় নির্বাচন নিবন্ধিত সব দল নিয়েই হবে: সিইসি
বিভাগ সংস্কারে আন্দোলনে ইবি শিক্ষার্থীরা
কালের কণ্ঠ বিতর্ক: যা বললেন শিবির সেক্রেটারি
জাতিগতভাবে আমরা একটু বেশি জাজমেন্টাল: তাহসান খান
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়
আখাউড়ায় আসার পর কাপলিং ভাঙ্গলো উপকুল এক্সপ্রেসের
‘কালের কণ্ঠের ভূমিকা নিয়ে অবগত ছিলাম না’, ফাতেমার দুঃখ প্রকাশ
পুতুলকে দৌড়ের উপর রেখে ভারতকে কী বার্তা দিতে বললেন পিনাকী
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের
বার্মিংহামের সিরাজাম মুনিরায় ১৪ জানুয়ারি ফুলতলী ছাহেব (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল
নিকলীতে ভুট্টা চাষে আশার স্বপ্ন বুনেছে কৃষক
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে