তামিমের আরেক অভিষেক
০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ এএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ এএম
তামিম ইকবালকে মাঠে ঢুকতে দেখেই মিডিয়া প্লাজার লিঠনের সামনে ক্যামেরা-মাইক্রোফোন হাতে সংবাদকর্মীদের ভিড়। লিফট থেকে বের হয়েই হাসতে হাসতে তামিম বললেন, ‘আমার অফিস কোন দিকে?’ এই মাঠে তার বিচরণ অনেক বছর ধরে, অসংখ্যবার এখানে এসেছেন। তবে এবারের আসা একট অন্যরকম, মাঠের এদিকটাও তার একটু অচেনা। তাকে তার অফিস দেখিয়ে দিলেন সংবাদকর্মীরা। সেই অফিসের নাম-ধারাভাষ্যকক্ষ। তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন শেষ বেলা। তবে নতুন এক অধ্যয়ের সূর্যোদয় হয়ে গেল তার। প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিলেন বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান।
গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-নিউ জিল্যান্ড টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে দুই দফায় ধারাভাষ্য দেন তামিম। ধারাভাষ্যের অভিজ্ঞতা অবশ্য তার কিছুটা আগেও হয়েছে। ২০২২ সালে বিপিএলে মাইক্রোফোন হাতে নিয়েছিলেন তিনি এই মিরপুরেই। তবে আন্তর্জাতিক ম্যাচে তার এই ভূমিকা এবারই প্রথম। সামাজিক মাধ্যমে আগের দিনই তামিম জানিয়ে রেখেছিলেন ধারাভাষ্য দেওয়ার কথা।
এদিন দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত প্রথম দফায় ধারাভাষ্য দেন তিনি। এই সময় তার সঙ্গী ছিলেন ধারাভাষ্যে বাংলাদেশের মুখ হয়ে ওঠা সাবেক অলরাউন্ডার আতহার। ‘আমার সঙ্গে এমন একজন আছেন তিনি ১৫২৪৯ আন্তর্জাতিক রানের মালিক’- তামিমকে ধারাভাষ্য কক্ষে স্বাগত জানাতে বেশ লম্বা বর্ণনা দিলেন আতাহার আলি খান। মুশফিকুর রহিমের একটি সøগ সুইপ বাউন্ডারি লাইন স্পর্শ করতেই শুরু হলো তামিমের কথা। তিনি বলে উঠলেন, ‘বিউটিফুল শট, মুশফিকের প্রিয় শটগুলোর একটি।’ মুশফিকের শটের বর্ণনার পরই আতাহারকে কুশল বিনিময়ের এক পর্যায়ে তামিম তার আন্তর্জাতিক ক্রিকেটিং ক্যারিয়ার নিয়েও কথা বলেন, তাতে থাকে কিছু অনিশ্চয়তার সুর, ‘এভাবে স্বাগত জানানোয় ধন্যবাদ। অনেকদিন ধরে খেলছি। জানি না এখানেই শেষ কিনা (ক্যারিয়ারের)।’ পরের দফায় দুপুর ১টা ৪০টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত তামিমের সহ-ধারাভাষ্যকার ছিলেন নিউজিল্যান্ডের গ্রান্ট এলিয়ট।
এই টেস্টে আরও একদিন ধারাভাষ্য দেওয়ার সম্ভাবনা আছে তার। সেটি হতে পারে টেস্টের তৃতীয় দিন। সামাজিক মাধ্যমে তামিম সেরকম ইঙ্গিতই দিয়ে রাখলেন, ‘এই মাঠে তো অসংখ্যবারই এসেছি, তবে এবারের আসা অন্যরকম। অভিষেকের রোমাঞ্চের ছোঁয়া পেলাম যেন নতুন করে। আগে খানিকটা ধারাভাষ্য দিয়েছি বিপিএলে। তবে আন্তর্জাতিক ম্যাচ, বিশেস করে টেস্ট ম্যাচে ধারাভাষ্যের ব্যাপারটিই তো আলাদা। শুরুর দিনটি দারুণ উপভোগ করেছি। আমার সহ-ধারাভাষ্যকার যারা ছিলেন, প্রডিউসার ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা আমার উপস্থিতিকে আনন্দময় করে তোলার জন্য। আশা করি, খুব দ্রুতই মাইক্রোফোন হাতে আবার দেখতে পাবেন আমাকে।’
ধারাভাষ্যকক্ষে অবশ্য এখনই নিয়মিত দেখা যাবে না তাকে। এই টেস্টে মাইক্রোফোন হাতে নিলেন অতিথি ধারাভাষ্যকার হিসেবে। তবে খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যকার হওয়ার ইচ্ছের কথা আগেও নানা সময়ে বলেছেন তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এবারের ওয়ানডে বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাবও ছিল তার। তবে নানা কারণে তখন সুযোগ করে উঠতে পারেননি। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার ইচ্ছে তার আছে। সেই পথে ধীরে ধীরে তার যাত্রা শুরু হচ্ছে বলা যায়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আ. লীগের পলাতক নেতার নৈশভোজ
এবি পার্টির চেয়ারম্যান হলেন মঞ্জু ও সা. সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ
সুশাসন প্রতিষ্ঠার কারণে দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর
শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০
আগামী জাতীয় নির্বাচন নিবন্ধিত সব দল নিয়েই হবে: সিইসি
বিভাগ সংস্কারে আন্দোলনে ইবি শিক্ষার্থীরা
কালের কণ্ঠ বিতর্ক: যা বললেন শিবির সেক্রেটারি
জাতিগতভাবে আমরা একটু বেশি জাজমেন্টাল: তাহসান খান
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়
আখাউড়ায় আসার পর কাপলিং ভাঙ্গলো উপকুল এক্সপ্রেসের
‘কালের কণ্ঠের ভূমিকা নিয়ে অবগত ছিলাম না’, ফাতেমার দুঃখ প্রকাশ
পুতুলকে দৌড়ের উপর রেখে ভারতকে কী বার্তা দিতে বললেন পিনাকী
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের
বার্মিংহামের সিরাজাম মুনিরায় ১৪ জানুয়ারি ফুলতলী ছাহেব (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল
নিকলীতে ভুট্টা চাষে আশার স্বপ্ন বুনেছে কৃষক
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি