ঢাকা টেস্ট

১৫ উইকেটের দিনটি বাংলাদেশের!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ এএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ এএম

বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন দু’দলই ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ৬২.২ ওভারে মাত্র ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে খেলতে নেমে ১২.৪ ওভারে ৫ উইকেটে মাত্র ৫৫ রান তুলে দিন শেষ করে নিউজিল্যান্ড। আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা বাকি থাকতেই প্রথম দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। দিন শেষে প্রথম ইনিংসে ১১৭ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। ফলে ১৫ উইকেটের দিনটি নিজেদের করেই রাখে বাংলাদেশ। কাল শেরেবাংলায় টেস্টের প্রথম দিন লাটিমের মতো ঘুরেছে বল। দু’দলের ১৫ ব্যাটারের মধ্যে স্পিনারদের ঘূর্ণি-ফাঁদে পড়েই ১৩ জনকে ড্রেসিংরুমের পথ ধরতে হয়। বাকি দু’টির মধ্যে একজন পেসারের শিকার হয়ে আর অন্যজন ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়ে ফেরেন।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। স্যান্টনার-অ্যাজাজের ঘূর্ণিতে ম্যাচের প্রথম সেশনে ৪৭ রান করতেই ৪ উইকেট হারায় স্বগতিকরা। দ্বিতীয় সেশনে ৪০ রান তুলতে আরও ৪ ব্যাটারকে হারালে একদিন শেষ করার আগেই (৬৬.২ ওভার) স্বল্প পুঁজিতে (১৭২ রান) গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ব্যাটিংয়ের শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। ৫০ রানের আগেই চার উইকেট হারিয়ে অনেকটাই দিশেহারা ছিল স্বাগতিকরা। তখন মনে হয়েছিল, নতুন কোনো হতাশার রেকর্ড গড়তে যাচ্ছে টাইগাররা। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। চরম বিপর্যয় থেকে দলকে টেনে তুলে একটা জায়গায় এনে দিয়েছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ শাহাদাত হোসেন। ম্যাচটি যে টেস্ট, তা যেন ভুলেই গিয়েছিলেন ওপেনার জাকির হাসান। দিনের শুরুতেই বাজে ক্যাচে আউট হয়ে কিউই ক্রিকেটারদের মুখে হাসি ফোটান তিনি। ২৪ বলে ৮ রান করে মিচেল স্যান্টনারের বল আকাশে তুলে মিড-অন অঞ্চলে কেন উইলিয়ামসনের তালুবন্দী হন জাকির। দলীয় ২৯ রানে জাকিরের উইকেট হারিয়ে যেন দিশেহারা হন পরবর্তী ব্যাটাররা। এরপরের ১৮ রান তুলতেই আরও ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। বাজেভাবে আউট হয়ে ফেরেন মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জাকিরের দেখানো পথে হাঁটেন আগের ম্যাচে ৮৬ রান করা ওপেনার জয়ও। অ্যাজাজ প্যাটেলের বল ঠেকাতে গিয়ে শর্টলেগে টম ল্যাথামের হাতে ধরা পড়ে ৪০ বলে ১৪ রান করে ড্রেসিংরুমের পথ ধরেন তিনি। জয়কে আউট করার পর ব্যাক টু ব্যাক বল করতে এসে মুমিনুলকেও ফেরান প্যাটেল। এটি তার দ্বিতীয় শিকার।

বাঁহাতি কিউই স্পিনারের করা বল মুমিনুলর ব্যাটে চুমু দিয়ে উইকেটরক্ষক টম ব্লান্ডেলের হাতে ক্যাচ হয়। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক শান্ত এ ম্যাচের প্রথম ইনিংসে দলের হাল ধরতে পারেননি। এলবিডব্লিউর ফাঁদে ফেলে শান্তকে নিজের দ্বিতীয় শিকার বানান স্যান্টনার। ১৪ বলে ৯ রান করেন ডানহাতি এই ব্যাটার। ৪৭ রানে ৪ টপ অর্ডারকে হারিয়ে চরম বিপর্যয়ে পড়া বাংলাদেশকে কিছুটা এগিয়ে নেন মুশফিক ও শাহাদাত। লাঞ্চ-বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের স্কোরকার্ডে ৩৩ রান যোগ করেন এ দুই ব্যাটার। বিরতির পর এসে সমর্থকদের হতাশ করেন মুশফিক। প্রথম কোনো বাংলাদেশি ব্যাটার হিসেবে ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অপরাধে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের শিকার হয়ে ড্রেসিংরুমে ফেরত যান তিনি। ইনিংসের ৪১তম ওভারে কাইল জেমিসনকে রক্ষণাত্মক ভঙ্গিতে ঠেকিয়েছিলেন মুশফিক। কিন্তু তার ব্যাট থেকে বল পিচে পড়ে উইকেটের পেছন দিকে যাচ্ছিল। মুশফিক ভেবেছেন, বলটি হয়তো স্টাম্পে আঘাত করতে পারে।

যে কারণে তিনি হাত দিয়ে বলটি ঠেকিয়ে দেন। এতে কিউই ফিল্ডাররা আম্পায়ারের কাছে আউটের আবেদন জানান। ফলে রিভিউ দেখে টিভি আম্পায়ার মুশফিকককে ইতিহাসের ১১তম ক্রিকেটার হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট ঘোষণা করেন। ফলে দেখেশুনে খেলে ৮৩ বলে ৩৫ রান করে ফেরেন মুশফিক। অপ্রত্যাশিত এই আউটে মুশফিক-শাহাদাতের করা ১৫১ বলে ৫৭ রানের জুটিটি ভাঙে। মুশফিকের ফেরার পর শাহাদাত বেশিক্ষণ টেকেননি। দলীয় সংগ্রহে ১৯ রান যোগ করে ফেরেন তিনি। নিজের নামের পাশে ৩১ রান লিখিয়ে গ্লেন ফিলিপসের বলে উইকেটরক্ষক টম ব্লান্ডেলের হাতে ক্যাচ হন শাহাদাত। এরপর মাঠে নেমে শুধু হতাশাই বাড়িয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। ১৬ বলে ৭ রান করে ফিলিপসের বলে স্যান্টনারের তালুবন্দী হন তিনি। আগের ম্যাচে ফিফটি করা মেহেদী হাসান মিরাজ করেন ২০ রান। লোয়ারঅর্ডারে তাইজুল ইসলাম ৬ ও শরিফুল ইসলাম করেন ১০ রান। অপরাজিত থেকে ১১ রান নিয়ে মাঠ ছাড়েন নাঈম হাসান। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপিস আর মিচেল স্যান্টনার যথাক্রমে ৩১ ও ৬৫ রানে পান ৩টি করে উইকেট। অ্যাজাজ প্যাটেল ৫৪ রানে নেন ২ উইকেট।

জবাবে প্রথম ইনিংসে খেলতে নেমে নিউজিল্যান্ডও পড়ে চরম ব্যাটিং বিপর্যয়ে। স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে মাত্র ৪৬ রান তুলতেই তারা হারায় টপ অর্ডারের ৫ ব্যাটারকে। সফরকারী শিবিরে প্রথম আঘাত হানেন মিরাজ। ডানহাতি এই স্পিনারের বল ছেড়ে দিয়ে বোল্ড হন কিউই ওপেনার ডেভন কনওয়ে। ফেরার আগে তিনি ১৪ বলে করেন ১১ রান। দলীয় ২০ রানের মাথায় প্রথম উইকেট হারায় কিউইরা। কনওয়েকে ফেরানের পরের ওভারেই টম ল্যাথামকে ড্রেসিংরুমে ফেরত পাঠান তাইজুল। নিচু হওয়া বল মেরে উইকেটরক্ষক নুরুল হাসানের সোহানের হাতে ক্যাচ তুলে দেন ল্যাথাম।

তিনি ২০ বল খেলে করেন মাত্র ৪ রান। পরের উইকেটটি পেতেও বেশি সময় লাগেনি বাংলাদেশের। তাইজুলকে ডাউন দ্য উইকেটে হাঁকাতে গিয়ে মিডঅনে ক্যাচ তুলে দেন হেনরি নিকোলস (১)। কেন উইলিয়ামসনকে নিয়ে দুশ্চিন্তা ছিল। কিন্তু ইনিংসের ১২তম ওভারে মিরাজের বলে শর্ট লেগে শাহাদাত হোসেন যে ক্যাচটা ধরলেন, উইলিয়ামসন হাঁ করে তাকিয়ে রইলেন। ১৪ বলে ১৩ করে ড্রেসিংরুমে ফেরেন উইলিয়ামসন। ওই ওভারেই মিরাজের বলে এলবিডব্লিউ হন টম ব্লান্ডেল। তিনি রানের খাতাই খুলতে পারেননি। দিন শেষে ড্যারিল মিচেল ১০ বলে ১২ ও গ্লেন ফিলিপস ৬ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের মিরাজ ১৭ রানে ৩ ও তাইজুল ২৯ রানে ২টি উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস : ৬৬.২ ওভারে ১৭২ (জয় ১৪, জাকির ৮, শান্ত ৯, মুমিনুল ৫, মুশফিক ৩৫, শাহাদাত ৩১, মিরাজ ২০, সোহান ৭, নাঈম ১৩*, তাইজুল ৬, শরিফুল ১০; সাউদি ১/০, জেমিসন ০/৮, এজাজ ২/৫২, স্যান্টনার ৩/৬৫, ফিলিপস ৩/৩১)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ১২.৪ ওভারে ৫৫/৫ (ল্যাথাম ৪, কনওয়ে ১১, উইলিয়ামসন ১৩, নিকোলস ১, মিচেল ১২*, ব্লান্ডেল ০, ফিলিপস ৫*; শরিফুল ০/০, মিরাজ ৩/১৭, তাইজুল ২/২৯)। প্রথম দিন শেষে


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

আগামী জাতীয় নির্বাচন নিবন্ধিত সব দল নিয়েই হবে: সিইসি

আগামী জাতীয় নির্বাচন নিবন্ধিত সব দল নিয়েই হবে: সিইসি

বিভাগ সংস্কারে আন্দোলনে ইবি শিক্ষার্থীরা

বিভাগ সংস্কারে আন্দোলনে ইবি শিক্ষার্থীরা

কালের কণ্ঠ বিতর্ক: যা বললেন শিবির সেক্রেটারি

কালের কণ্ঠ বিতর্ক: যা বললেন শিবির সেক্রেটারি

জাতিগতভাবে আমরা একটু বেশি জাজমেন্টাল: তাহসান খান

জাতিগতভাবে আমরা একটু বেশি জাজমেন্টাল: তাহসান খান

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়

আখাউড়ায় আসার পর কাপলিং ভাঙ্গলো উপকুল এক্সপ্রেসের

আখাউড়ায় আসার পর কাপলিং ভাঙ্গলো উপকুল এক্সপ্রেসের

‘কালের কণ্ঠের ভূমিকা নিয়ে অবগত ছিলাম না’, ফাতেমার দুঃখ প্রকাশ

‘কালের কণ্ঠের ভূমিকা নিয়ে অবগত ছিলাম না’, ফাতেমার দুঃখ প্রকাশ

পুতুলকে দৌড়ের উপর রেখে ভারতকে কী বার্তা দিতে বললেন পিনাকী

পুতুলকে দৌড়ের উপর রেখে ভারতকে কী বার্তা দিতে বললেন পিনাকী

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের

বার্মিংহামের সিরাজাম মুনিরায় ১৪ জানুয়ারি ফুলতলী ছাহেব (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল

বার্মিংহামের সিরাজাম মুনিরায় ১৪ জানুয়ারি ফুলতলী ছাহেব (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল

নিকলীতে ভুট্টা চাষে আশার স্বপ্ন বুনেছে কৃষক

নিকলীতে ভুট্টা চাষে আশার স্বপ্ন বুনেছে কৃষক

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ

মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১

মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১

হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের

হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের

বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি

বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩

দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার

দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে

এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে