বাংলাদেশের বিপক্ষে ‘তরুণ’ নিউজিল্যান্ড দল
০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯ এএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯ এএম
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। ১৩ সদস্যের এই দলে নেই বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। ব্যস্ত সূচির বিষয়টি মাথায় রেখে তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই সুযোগে দলে প্রথমবার ডাক পেয়েছেন তরুণ তিন ক্রিকেটার।
সদ্য শেষ হওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড থেকে বুধবার ঘোষিত এই সিরিজের দলে আছেন কেবল সাত জন। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।
বিশ্রামের কারণে নেই কেইন উইলিয়ামসন, টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ে। চোটের কারণে নেই মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জেমস নিশাম, বেন লিস্টার ও হেনরি শিপলিকে। নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট।
দলে সুযোগ পেয়েছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার জশ ক্লার্কসন, ২২ বছর বয়সী পেসার উইল ও’রুর্কে ও ২১ বছর বয়সী লেগ স্পিনার আদি অশোক। তাঁদের মধ্যে অশোকের টি-টোয়েন্টি অভিষেক হয়েছে। বাকিরা এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তিনজনই নিউজিল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলেছেন।
তিন ম্যাচের সিরিজে শেষ দুটি ওয়ানডের জন্য দলে থাকবেন অশোক। শুধু প্রথম ম্যাচের জন্য রাখা হয়েছে অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সোধিকে।
প্রথমবার দলে আসা তিন জনেরই অভিষেকের ভালো সম্ভাবনা আছে। ২১ বছর বয়সী অশোক এখন পর্যন্ত ২১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ২৪টি। এই সংস্করণে ১৭ ম্যাচে ২৭ উইকেট উইল ও’রোকের। তার জন্ম অবশ্য ইংল্যান্ডে।
ক্লার্কসনের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। ৬৮ লিস্ট ‘এ’ ম্যাচে তিনটি শতকে তার রান ১ হাজার ৭৪৮। পেস বোলিংয়ে উইকেট ২৭টি।
বিশ্রাম শেষে এই সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন নিউ জিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড। হাই-পারফরম্যান্স কোচ ডিন ব্রাউনলি ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন। বোলিং কোচ হিসেবে থাকবেন গ্রায়েম অ্যালড্রিজ।
১৭ ডিসেম্বর ডানেডিনে প্রথম ওয়ানডে। ২০ ও ২৩ ডিসেম্বর সিরিজের শেষ দুটি ম্যাচ নেলসন ও নেপিয়ারে। পরে তিনটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), আদি অশোক (দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের জন্য), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, রাচিন রবীন্দ্র, ইশ সোধি (প্রথম ম্যাচের জন্য), উইল ইয়াং।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০
আগামী জাতীয় নির্বাচন নিবন্ধিত সব দল নিয়েই হবে: সিইসি
বিভাগ সংস্কারে আন্দোলনে ইবি শিক্ষার্থীরা
কালের কণ্ঠ বিতর্ক: যা বললেন শিবির সেক্রেটারি
জাতিগতভাবে আমরা একটু বেশি জাজমেন্টাল: তাহসান খান
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়
আখাউড়ায় আসার পর কাপলিং ভাঙ্গলো উপকুল এক্সপ্রেসের
‘কালের কণ্ঠের ভূমিকা নিয়ে অবগত ছিলাম না’, ফাতেমার দুঃখ প্রকাশ
পুতুলকে দৌড়ের উপর রেখে ভারতকে কী বার্তা দিতে বললেন পিনাকী
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের
বার্মিংহামের সিরাজাম মুনিরায় ১৪ জানুয়ারি ফুলতলী ছাহেব (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল
নিকলীতে ভুট্টা চাষে আশার স্বপ্ন বুনেছে কৃষক
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে