আইসিসির মাসসেরার দৌড়ে নাহিদা ও ফারজানা
০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম
নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার ও ফারজানা হক। মনোনীত আরেকজন পাকিস্তানের সাদিয়া ইকবাল। অক্টোবর মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায়ও ছিলেন নাহিদা।
গত মাসের সেরা ক্রিকেটারের লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম বৃহস্পতিবার ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা-আইসিসি। নভেম্বরের সেরার দৌড়ে ছেলেদের সংক্ষিপ্ত তালিকায় আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল এবং ভারতের মোহাম্মদ শামি।
মাসসেরা খেলোয়াড় নির্বাচন করতে আইসিসির ওয়েবসাইটে গিয়ে যে কেউ ভোট দিতে পারেন। আগামী সোমবার ছেলে–মেয়ে দুই বিভাগেই সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করা হবে।
গত নভেম্বরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়েও ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ নারী দল। তিন ম্যাচের সেই সিরিজে ১৪.১৪ গড়ে ৭ উইকেট নেন ২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার নাহিদা। সিরিজসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে।
একই দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১১০ রান করেন ফারজানা। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৬২ রানের ইনিংস খেলে তিনি জেতেন ম্যাচ সেরার পুরস্কার। দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৪০ রান। বাংলাদেশের সিরিজ জয়ে বড় অবদান রেখে প্রথমবার মাস সেরার পুরস্কারে মনোনয়ন পেয়েছেন ৩০ বছর বয়সী ব্যাটার।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতাতে না পারলেও আলো ছড়িয়েছেন পাকিস্তানের সাদিয়া। ২৮ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার ১২.৫০ গড়ে নিয়েছেন ৬ উইকেট। এর সঙ্গে নজর কেড়েছে তাঁর ‘হাড়কিপটে’ ইকোনমি রেট; ২.৫৮। প্রথম ওয়ানডেতেই ক্যারিয়ারসেরা (১৩ রানে ৪ উইকেট) বোলিং করেন সাদিয়া। দ্বিতীয় ম্যাচে নেন ২ উইকেট। শেষ ম্যাচে উইকেটশূন্য থাকলেও ১০ ওভারে মাত্র ৩০ রান দেন।
চোট কাটিয়ে বিশ্বকাপের দলে যোগ দিয়ে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের নায়ক ট্রাভিস হেড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-ফাইনাল ও ভারতের বিপক্ষে ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বাঁহাতি এই ওপেনার।
ফাইনালে ওঠার লড়াইয়ে বল হাতে দুটি গুরুত্বপূর্ণ উইকেটের পর ব্যাটিংয়ে স্রেফ ৪৮ বলে ৬২ রান করেন হেড। পরে শিরোপা নির্ধারণী ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২০ বলে ১৩৭ রানের ইনিংস। নক আউট দুই ম্যাচে এমন পারফরম্যান্সের সৌজন্যে গত জুনের পর আবার মাস সেরার মনোনয়ন পেলেন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান।
বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরির (২০১*) পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরি (৪৮ বলে ১০৪) করেন গ্লেন ম্যাক্সওয়েল। নভেম্বরে এমন ঝড় তোলা ব্যাটিংয়ে 'প্লেয়ার অব দা মান্থ' পুরস্কারের মনোনয়ন পেয়েছেন তিনি।
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে স্রেফ ১৮ রানে ৫ উইকেট নেন মোহাম্মদ শামি। পরে সেমি-ফাইনালে ৫৭ রানে ৭ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দেন ৩৩ বছর বয়সী পেসার। সব মিলিয়ে গত মাসে স্রেফ ১২.০৬ গড়ে ১৫ উইকেট নিয়ে মাস সেরার দৌড়ে নাম তুলেছেন শামি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০
আগামী জাতীয় নির্বাচন নিবন্ধিত সব দল নিয়েই হবে: সিইসি
বিভাগ সংস্কারে আন্দোলনে ইবি শিক্ষার্থীরা
কালের কণ্ঠ বিতর্ক: যা বললেন শিবির সেক্রেটারি
জাতিগতভাবে আমরা একটু বেশি জাজমেন্টাল: তাহসান খান
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়
আখাউড়ায় আসার পর কাপলিং ভাঙ্গলো উপকুল এক্সপ্রেসের
‘কালের কণ্ঠের ভূমিকা নিয়ে অবগত ছিলাম না’, ফাতেমার দুঃখ প্রকাশ
পুতুলকে দৌড়ের উপর রেখে ভারতকে কী বার্তা দিতে বললেন পিনাকী
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের
বার্মিংহামের সিরাজাম মুনিরায় ১৪ জানুয়ারি ফুলতলী ছাহেব (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল
নিকলীতে ভুট্টা চাষে আশার স্বপ্ন বুনেছে কৃষক
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে