দুই সংস্করণেই সিরিজ জয়ের স্বপ্ন দেখালেন বাংলাদেশ অধিনায়ক
১৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম
নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে অথবা টি-টোয়েন্টি, কোনো ম্যাচেই জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। সেখানে এবারের সফরে দুই সংস্করণেই সিরিজ জয়ের স্বপ্ন দেখালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শান্তর এমন লক্ষ্যকে কিছুটা দুঃসাহসিক বলেই মনে করা হচ্ছে। গত বছর মাউন্ট মাউঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐ জয়টি প্রথমবারের মত সিরিজ জয়ের জন্য আত্মবিশ্বাস দিচ্ছে টাইগারদের।
ডানেডিনে রোববার যখন তিন ম্যাচ সিরিচের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশে তখন শনিবার দিবাগত রাত চারটা।
এর আগে ডানেডিনে শুক্রবার নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের সাথে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচনকালে শান্ত বলেন, ‘সত্যি বলতে, দল হিসেবে আমাদের লক্ষ্য এখানে দু’টি সিরিজই জয় করা। সম্প্রতি আমাদের দল দারুন ক্রিকেট খেলছে। গত বছর আমরা এখানে একটি টেস্ট জিতেছিলাম। এখন আমাদের টার্গেট ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়। সেটা পারলে আমাদের জন্য অসাধারন কিছু হবে।’
নিউজিল্যান্ডের মাটিতে এ পর্যন্ত ১৬টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। পরিসংখ্যান খুব ভয়ানক হলেও অতীতে নিয়ে ভাবতে রাজি নন শান্ত।
গত ছয় বছর ধরে নিউজিল্যান্ডের বেশিরভাগ খেলোয়াড়দের সাথে খেলার কারনে তাদের সম্পর্কে ভালো ধারণা আছে বলে জানান শান্ত। তিনি বলেন, ‘আমরা নিউজিল্যান্ডের বেশিরভাগ ক্রিকেটারের সম্পকে জানি। যদিও তাদের মধ্যে বেশ কয়েকজন নতুন খেলোয়াড় আছে, কিন্তু আমরা তাদের ফুটেজ সংগ্রহ করেছি। টিম মিটিংয়ে আমরা অবশ্যই তাদের নিয়ে কথা বলবো এবং একটি ভাল পরিকল্পনা তৈরি করার চেষ্টা করবো।’
এই সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ২৬ রানে জয় পায় বাংলাদেশ। এই জয় আত্মবিশ্বাসের আরেকটি মাধ্যম। প্রথমে ব্যাট করে ৩৩৪ রান করার পর প্রতিপক্ষকে ৩০৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। দলের বেশিরভাগ খেলোয়াড়ই নিজেদের সেরাটা দিয়েছে।
দলের খেলোয়াড়রা অনুশীলন ম্যাচের পারফরমেন্স ওয়ানডে সিরিজেও ধরে রাখুক এটাই চাচ্ছেন শান্ত। সেটা সম্ভভ হলে তাদের কাজকে সহজ করে দিবে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, ‘ছেলেরা সত্যিই ভাল খেলেছে। উইকেট ভালো ছিল। সবাই নিজের সেরাটা দিয়েছে। নিউজিল্যান্ড একাদশও ভালো ক্রিকেট খেলেছে। আমরা এই সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী।’
রোববার (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৪টা)ডানেডিনে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এরপর ২০ এবং ২৩ ডিসেম্বর বাকী দু’টি ওয়ানডে হবে যথাক্রমে নেলসন ও নেপিয়ারে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ