ভারতের টেস্ট দলে নেই শামি, ওয়ানডেতে চাহার
১৬ ডিসেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম
শঙ্কা ছিল আগে থেকেই। সেটা সত্যি করে এবারের দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা হচ্ছে না ভারতীয় পেসার মোহাম্মাদ শামির। চোট কাটিয়ে এখনও পুরোপুরি সুস্থ্য হয়ে না ওয়ায় মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পাননি তিনি।
এদিকে ‘চিকিৎসাজনিত পারিবারিক জরুরি কারণে’ দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে আরেক পেসার দীপক চাহারকে পাচ্ছে না ভারত।
রোববার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজ শুরু ২৬ ডিসেম্বর।
গত মাসে টেস্ট স্কোয়াড ঘোষণার সময় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছিল, শামি চিকিৎসাধীন আছেন এবং তাঁর দলে অন্তর্ভুক্তি ফিটনেসের ওপর নির্ভর করছে। শনিবার বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬৪ টেস্টে ২২৯ উইকেট শিকারি পেসার শামিকে ছাড়পত্র দেয়নি বোর্ডের চিকিৎসক দল। সে জন্য তাঁকে টেস্ট স্কোয়াড থেকেও সরিয়ে নেওয়া হয়েছে।
শামির চোটের ধরণ নিয়ে দল ঘোষণার সময় কোনো ধারণা দেওয়া হয়নি, এবারও কিছু বলা হয়নি। আপাতত বেঙ্গালুুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনবার্সন প্রক্রিয়া চলছে তার।
তার বদলি হিসেব কারও নাম এখনও জানায়নি ভারতীয় বোর্ড। স্কোয়াডে আরও পাঁচ জন পেসার তাদের আছে-জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রাসিধ কৃষ্ণা, শা;র্দুল ঠাকুর ও মুকেশ কুমার।
তবে যতজনই থাকুক, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে শামির মতো বোলারকে না পাওয়া মানে বড় ঘাটতি নিশ্চিতভাবেই। শুধু দারুণ স্কিলফুল বোলার বলেই নয়, সেখানে সাফল্যের অভিজ্ঞতাও আছে তার। প্রোটিয়াদের বিপক্ষে ১১ টেস্টে ৪৮ উইকেট শামির, এর মধ্যে দক্ষিণ আফ্রিকাকই নিয়েছেন ৮ টেস্টে ৩৫ উইকেট।
শামি সর্বশেষ টেস্ট খেলেছেন গত জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে বিশ্রামে রাখা হয়। কারণ, সাদা বলের সংস্করণে ভারতের খেলা ছিল সামনে, যা শেষ হয় বিশ্বকাপের মধ্য দিয়ে। ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হন শামি। তবে ভারত বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়।
দক্ষিণ আফ্রিকায় গত সপ্তাহে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলেননি দীপক চাহার। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন চাহার। কিন্তু এক ম্যাচ খেলেই ব্যক্তিগত কারণে পরিবারের কাছে ফিরে যান। ভারতের হয়ে এশিয়ান গেমসে সোনাজয়ী দলের সদস্য আকাশ দীপকে টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় ভারতের ওয়ানডে দলের কোচের দায়িত্বে থাকবেন সৌরাষ্ট্রের সাবেক অধিনায়ক শীতাংশু কোটাক। প্রধান কোচ রাহুল দ্রাবিড় এই ফাঁকে টেস্ট দলকে প্রস্তুত করবেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ
গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস
দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল
গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি
উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি
সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর
পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি