পাকিস্তানকে হতাশ করে লাগাম অস্ট্রেলিয়ার হাতেই
১৬ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম
তৃতীয় দিন শেষেও পার্থ টেস্টের লাগাম পুরোপুরি নিজেদের হাতেই রেখেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের ঘাড়ে রানের বোঝা চাপিয়ে দিতে চায় তারা। এজন্য সফরকারী দলটিকে ফলোঅন করিয়ে আবার ব্যাটিংয়ে পাঠানোর সুযোগ থাকলেও তা করলেন না স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন্স।
তৃতীয় দিন শেষে ৩০০ রানের লিড অস্ট্রেলিয়ার। হাতে ৮ উইকেট। শেষ বিকেলে অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটিতে ক্রিজে আছেন উসমান খাজা ও স্টিভেন স্মিথ। দুজন পার করে দিয়েছেন ২৫.৪ ওভার। ১০৬ বলে ৩৪ রানে ব্যাট করছেন খাজা। স্মিথ ব্যাটে আছেন ৭২ বলে ৪৩ রানে।
২ উইকেটে ১৩২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা পাকিস্তান আর ১৩৯ রান তুলতেই হারিয়ে ফেলে বাকি ৮ উইকেট। প্রথম ইনিংসে তারা গুটিয়ে যায় ২৭১ রানে। প্রথম ইনিংস তারা শেষ করে ২১৬ রানে পিছিয়ে। প্রথম ইনিংসে ৪৮৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
তৃতীয় দিন পুরোপুরি দুই সেশন ব্যাট করেছে পাকিস্তান। তাদের ইনিংস গুটিয়ে যাওয়ার সাথেই আসে চা বিরতির ঘোষণা। আগের দিন এক উইকেট নেওয়া নাথান লায়ন এদিন নেন ইমাম–উল–হক এবং আমের জামালের উইকেট। ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে আর এক উইকেট দরকার এই অফ স্পিনারের।
৩ উইকেটে ১৮১ রানের মুটামুটি ভালো অবস্থানে ছিল পাকিস্তান। এরপর ১৪ রানের ব্যবধানে তারা হারিয়ে বসে ৪ উইকেট। ভালো শুরু পেয়েও ৫৪ বলে ২১ রান করে মিচেল মার্শের বলে কটবিহাউন্ড হন সবচেয়ে বড় আস্থান নাম বাবর আজম। ধৈর্যের পরীক্ষায় নামা ইমাম-উল হক হঠাৎই তা হারিয়ে বসেন। শেষ পর্যন্ত ১৯৯ বলে ৬২ রানে লায়নকে ক্রিজে ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন ইমাম।
তার আগে বাবরকে নিয়ে ১০৪ বলে ৪৮ রানের জুটি গড়েছিলেন এই বাঁহাতি। পাকিস্তান এরপর তেমন বড় জুটি গড়তে পারেনি। সপ্তম উইকেটে আগা সালমান ও সৌদ শাকিল ৬৬ বলে ৩৫ রানের জুটি গড়ে পাল্টা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। কিন্তু ২৮ রান করা সৌদ জস হ্যাজলউডকে উইকেট দেন। আগা সালমান ২৮ রানে এক প্রান্তে অপরাজিত ছিলেন।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ছয় বোলারই পেয়েছেন উইকেটের দেখা। ৬৬ রানে ৩ উইকেট লায়নের। ২টি করে উইকেট প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের।
বল হাতে দ্বিতীয় ইনিংসে লড়াইয়ের আভাস দেন অভিষিক্ত খুররাম শেহজাদ। দলীয় ৫ রানেই তিনি সাজঘরে ফেরান প্রথম ইনিংসে দেড়শর্ধো ইনিংস খেলা ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেনকে। এরপরই প্রতিরোধ গড়ে তোলেন খাজা ও স্মিথ।
অস্ট্রেলিয়ার মাটিতে কখনই টেস্ট সিরিজ না জেতা পাকিস্তানকে এই ম্যাচ জিততে অভাবনীয় কিছুই করে দেখাতে হবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি
উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি
সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর
পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি
হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা : লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ
মানিকগঞ্জে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
পাঠ্যবই সংশোধনের আহ্বান বিএনপির