যুবাদের সামনে এবার বিশ্বকাপ মিশন
২০ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে ১৮ ডিসেম্বর দেশে ফিরেছে বাংলাদেশ যুব দল। মাত্র কয়েকদিন আগেই এশিয়া সেরা দলের খেতাব জেতার বিশ্রামের ফুরসত নেই যুব ক্রিকেটারদের। কারণ তাদের সামনে এখন আরও বড় পরীক্ষা। এবার বিশ্বকাপ মিশনে নামতে হবে যুবাদের। আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এই আসরকে সামনে রেখে বাংলাদেশের যুবারা ১ জানুয়ারি থেকে বিশ্বকাপের ক্যাম্প শুরু করবে। তার আগে তাদের দেখা যাবে ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগে ( বিসিএলে)। ওয়ানডে সংস্করণের এই আসরে মাহফুজুর রহমান রাব্বি-আশিকুর রহমান শিবলীদের খেলানো হবে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট বিভাগ। যদিও এই টুর্নামেন্টে যুব দলের পেসারদের বিশ্রাম দেওয়া হবে। তাদেরকে রাখা হচ্ছে না বিসিএলের দলে। আগামী রোববার থেকে কক্সবাজারে শুরু হচ্ছে বিসিএলের খেলা। ৩০ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্টের ফাইনাল। বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগ আরও জানায়, বিশ্বকাপের আগে যুব দলের ক্রিকেটাররা যাতে খেলার মধ্যে থাকেন, এজন্যই তাদের বিসিএলে খেলানো হবে। বিসিএলের পরই একদিনের বিরতিতে শুরু হবে যুব বিশ্বকাপের ক্যাম্প। গেম ডেভলপমেন্ট বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘আমরা চাচ্ছি ক্রিকেটাররা যাতে রিদমে থাকে। যেহেতু বিশ্বকাপের আর বেশি দেরি নেই, এজন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত বিসিএলের ওয়ানডে সংস্করণ খেলবে তারা। এরপর ১ জানুয়ারি থেকে বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে।’ বিশ্বকাপের ক্যাম্প শুরু হওয়ার প্রায় সপ্তাহখানেক পর বাংলাদেশ যুব দল দল উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায়। সেখানেও তাদের কয়েকদিনের কন্ডিশনিং ক্যাম্প হবে। বিশ্বকাপ শুরুর দ্বিতীয় দিনে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বøুমফন্টেইনের মানগাউং ওভালে অনুষ্ঠেয় এ ম্যাচে ২০২০ সালের চ্যাম্পিয়নরা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ খেলা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ ফেব্রæয়ারি। সব মিলিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে বিশ্বকাপে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ