নতুন চ্যাম্পিয়ন পূর্বাঞ্চল
২১ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম
উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল- বাংলাদেশ ক্রিকেটে লিগে (বিসিএল) এই চারটি দলই খেলে। ২০১২-১৩ মৌসুমে শুরু হওয়া দেশের দ্বিতীয় প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে এত দিন চ্যাম্পিয়ন হতে পারেনি শুধু পূর্বাঞ্চল। সেই দলটি গতকাল প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়ে গেল।
এবারের লিগের তৃতীয় ও শেষ রাউন্ডটা পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই শুরু করেছিল পূর্বাঞ্চল। এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উত্তরাঞ্চলকে ইনিংস ও ১১২ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে পূর্বাঞ্চল। বাংলাদেশ জাতীয় দলের পেসার খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং তিন দিনের মধ্যেই জিতিয়েছে পূর্বকে। প্রথম ইনিংসে ৪০ রানে ৪ উইকেট নেওয়া খালেদ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫০ রানে ৭ উইকেট। ৫৪ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩১ বছর বয়সী খালেদের এটাই ইনিংস-সেরা বোলিং। আর দুই ইনিংস মিলিয়ে নেওয়া ৯০ রানে ১১ উইকেট তার ম্যাচসেরা। যদিও ম্যাচে ১০ উইকেটের কীর্তিতে এটি দ্বিতীয়।
উত্তরাঞ্চল তৃতীয় দিনটা শুরু করেছিল দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৬৭ রান নিয়ে। ইনিংস হার এড়াতে আরও ১৭৭ রান দরকার ছিল দলটির। কিন্তু সিলেটের ঘরের ছেলে খালেদের তোপে আর মাত্র ৬৫ রানই করতে পারে দলটি। আগের দিন ২ উইকেট নেওয়া খালেদই দিনের প্রথম উইকেটটি নিয়েছেন। আবদুল্লাহ আল মামুনকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে উত্তরের স্কোরটাকে ৭১/৪ বানিয়ে দেন খালেদ। জাতীয় দলের আরেক পেসার রেজাউরও যোগ দেন উইকেট-উৎসবে। পরের ৪ উইকেট ভাগাভাগি করে নেন রেজাউর ও খালেদ। এরপর ইনিংসের ৩৮তম ওভারের শেষ দুই বলে হাসান মুরাদ ও নাহিদ রানাকে ফিরিয়ে দলকে বড় জয় ও চ্যাম্পিয়নের ট্রফি এনে দেন খালেদ।
২ ম্যাচ খেলেই ১৮ উইকেট নেওয়া খালেদ সর্বোচ্চ উইকেটশিকারির ১ লাখ ও সেরা খেলোয়াড়ের ১ লাখ, মোট ২ লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছেন। ৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়া পূর্বাঞ্চল পেয়েছে ২০ লাখ টাকা।
১১ পয়েন্ট নিয়ে বিসিএলে রানার্সআপ হয়েছে মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চলের সঙ্গে মধ্যাঞ্চলের শেষ রাউন্ডের ম্যাচটি হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তিন দিনে শেষ হওয়া ম্যাচটি মধ্যাঞ্চল জিতেছে ১০ উইকেটে। দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য ব্যাটিং-ধ্বসের শিকার হয়ে মাত্র ৪৯ রানে অলআউট হয় দক্ষিণ। বিসিএলে এটিই দলীয় সর্বনিম্ন। আগের রেকর্ড ৮৭, ২০১৩-১৪ মৌসুমে মধ্যাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চল।
৩ উইকেটে ৪৭ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ গতকাল ৫ ওভারে ২ রান তুলতেই হারায় বাকি উইকেটগুলো। আগের দিন চোটের কারণে মাঠ ছাড়া ওপেনার প্রান্তিক নওরোজ অবশ্য এদিন আর ব্যাটিংয়ে নামতে পারেননি। মধ্যাঞ্চলের দুই পেসার আবু হায়দার ও শহীদুল ইসলাম মিলেই নিয়েছেন শেষ ৬টি উইকেট। ৬-৩-৬-৪, পুরো ইনিংসে আবু হায়দারের বোলিং বিশ্লেষণটি দেখার মতোই ছিল। শহীদুলও কম যাননি। তার বোলিং বিশ্লেষণও চোখ কপালের তোলার মতো- ৮-৪-৭-৩। ১৬ রানের লক্ষ্য পাওয়া মধ্যাঞ্চল ১ ওভার খেলেই জিতে যায়। ৩ চারে ১৪ রান করেন মোহাম্মদ নাঈম। বাকি ২ রান এসেছে নো বল থেকে।
রোল অব অনার
মৌসুম চ্যাম্পিয়ন রানার্সআপ
২০১২-১৩ মধ্যাঞ্চল উত্তরাঞ্চল
২০১৩-১৪ দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল
২০১৪-১৫ দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল
২০১৫-১৬ মধ্যাঞ্চল পূর্বাঞ্চল
২০১৬-১৭ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল
২০১৭-১৮ দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল
২০১৮-১৯ দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল
২০১৯-২০ দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল
২০২০-২১ অনুষ্ঠিত হয়নি
২০২১-২২ মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চল
২০২২-২৩ দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চল
২০২৩-২৪ পূর্বাঞ্চল মধ্যাঞ্চল
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা হান্নানের চিকিৎসায় সহায়তা দিলেন মজনু
কারো কাছে থাকা আমানত চুরি হয়ে যাওয়া প্রসঙ্গে।
মাগুরায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটা তারে লাশ ঝুলন্ত, এখন পতাকা বৈঠক হয়--শাকিল উজ্জামান
পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় মাওলানা ইমতিয়াজ
থানা থেকে ছিনাইয়া নেওয়া যুবদল নেতা গ্রেফতার
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা, প্রতিবাদ জানালো আ.লীগ
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ