আইসিসির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাখাজার
২২ ডিসেম্বর ২০২৩, ০২:৩৫ পিএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩, ০৩:২১ পিএম
গাজায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন উসমান খাজা। এই কারণে আইসিসি তাঁকে কেন ভর্ৎসনা করবে, ব্যাপারটি বুঝতে পারছেন না অস্ট্রেলিয়া ওপেনার। আগেও খেলোয়াড়েরা আইসিসির অনুমোদন ছাড়াই এমন কাজ করলেও কাউকে শাস্তি দেওয়া হয়নি, এমন উল্লেখ করে তিনি বলেছেন—আইসিসি যাতে সবার জন্য ব্যাপারটি ন্যায্য ও ধারাবাহিক করে, সে দাবি তুলবেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পার্থে হাতে কালো আর্মব্যন্ড পরেছিলেন খাজা। তবে বক্সিং ডে টেস্টে আর আর্মব্যান্ড পরবেন না বলেও জানিয়েছেন তিনি।
পার্থ টেস্টে খাজার পরিকল্পনা ছিল বিশেষ কেডস পরে খেলার। তার ব্যাটিং বুটে লেখা ছিল ‘সব জীবনের মূল্য সমান’ এবং ‘স্বাধীনতা একটি মানবাধিকার।’ ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ হিসেবে তার এই পদক্ষেপ। অনুশীলনে তিনি এই কেডস পরার পর তুমুল তোলপাড় শুরু হয়।
আইসিসির নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় রেখে টেপ দিয়ে লেখা ঢেকে দিয়ে মাঠে নামেন খাজা। তবে হাতে পরেন কালো আর্মব্যন্ড। এজন্য আইসিসি তাকে ভর্ৎসনা করে।
আইসিসির পোশাক ও সরঞ্জাম নীতিমালার ‘এফ’ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় খাজার বিরুদ্ধে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে আইসিসি একজন মুখপাত্র জানান, ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসির অনুমতি না নিয়ে ব্যক্তিগত বার্তা (কালো ফিতা) মাঠে তুলে ধরায় এই অভিযোগ আনা হয়েছে।
এই বিধি ভঙ্গের শাস্তি খুব বেশি নয়। প্রথমবার এই ধারা ভঙ্গ করলে সর্বোচ্চ শাস্তি তিরষ্কার করা। এক বছর সময়ের মধ্যে চারবার এই বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা। এখানে নিষেধাজ্ঞার কোনো ব্যাপার নেই।
তবে শোক প্রকাশ করায় কেন তাকে আইসিসি এমন শাস্তি দিল ঠিক বুঝতে পারছেন না খাজা। মেলবোর্নে শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার এক অনুষ্ঠানে এ ব্যাপারে কথা বলেন তিনি।
“দ্বিতীয় দিনে (পার্থ টেস্টের) তারা আমাকে জিজ্ঞেস করেছিল কালো ফিতা বাঁধার কারণ এবং আমি তাদেরকে জানাই যে, ব্যক্তিগত একটি শোকের ঘটনায় এটি করেছি। কখনোই বলিনি এটা অন্য কিছুর জন্য। জুতোর (বার্তা লেখা) ব্যাপারটি ছিল ভিন্ন, খুশিমনেই তা বলতে পারি। কালো ফিতার ঘটনা আমার কাছে এমন কিছু মনে হচ্ছে না। সব নিয়ম অনুসরণ করেছি আমি। অতীতে এই ধরনের ঘটনা যা ঘটেছে, অনেকেই ব্যাটে স্টিকার লাগিয়েছে, জুতোয় নাম লিখেছে, এই ধরনের কোনো কিছুর ক্ষেত্রে আইসিসির অনুমতি নেয়নি এবং কখনোই তিরষ্কৃত হয়নি।”
“আইসিসির নিয়মকানুন শ্রদ্ধা করি অবশ্যই। তবে তাদেরকে আমি এটা নিয়ে জিজ্ঞেস করব এবং লড়াই করব যেন তারা এটিকে ন্যায্য ও সবার জন্য সমান করে তোলে এবং এসব আইনের ব্যবহারের ক্ষেত্রে ধারাবাহিক হয়। সেই ধারাবাহিকতা এখনও নেই। আমার ব্যাপারটি নিয়ে আমি খুবই উন্মুক্ত ও সৎ ছিলাম। আইসিসির সঙ্গে এটা দেখব আমি।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা হান্নানের চিকিৎসায় সহায়তা দিলেন মজনু
কারো কাছে থাকা আমানত চুরি হয়ে যাওয়া প্রসঙ্গে।
মাগুরায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটা তারে লাশ ঝুলন্ত, এখন পতাকা বৈঠক হয়--শাকিল উজ্জামান
পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় মাওলানা ইমতিয়াজ
থানা থেকে ছিনাইয়া নেওয়া যুবদল নেতা গ্রেফতার
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা, প্রতিবাদ জানালো আ.লীগ
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ