টি-টোয়েন্টিতে ‘স্বস্তি’ দিলেন উইলিয়ামসন
২৩ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম
নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে এখনই ফেরা হচ্ছে না কেন উইলিয়ামসনের। চিকিৎসকের পরামর্শে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে কিউই অধিনায়ককে। একইভাবে এই সিরিজের দলে রাখা হচ্ছে না কাইল জেমিসনকেও। উইলিয়ামসনের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। উইলিয়ামসনের বদলে দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে। পেসার জেমিসনের বদলে সুযোগ পেয়েছেন আরেক পেসার জ্যাকব ডাফি।
উইলিয়ামসন নিউজিল্যান্ডের হয়ে ক্ষুদ্র সংস্করণে সবশেষ খেলেছেন গত বছরের নভেম্বরে। এরপর গত ৩১ মার্চ আইপিএলের ম্যাচে চোট পেয়ে তিনি বাইরে ছিটকে যান। অস্ত্রোপচারের পর পুনর্বাসন শেষে অক্টোবরে বিশ্বকাপ দিয়ে তিনি মাঠে ফেরেন। ফেরার ম্যাচেই চোট পেয়ে আবার কিছুদিনের জন্য বসে থাকেন বাইরে। এজন্যই তাকে নিয়ে সাবধানতা অবলম্বন করা হচ্ছে। নিউজিল্যান্ড ক্রিকেট বিবৃতিতে জানায়, ভারতে বিশ্বকাপ ও বাংলাদেশে টেস্ট সিরিজে খেলার পর চিকিৎসকের পরামর্শে এখন হাঁটুর শক্তি বাড়ানোর জন্য পুনর্বাসন চলবে উইলিয়ামসনের। সামনের অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তাকিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশে টেস্ট সিরিজ থেকেই হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি সঙ্গে নিয়ে দেশে ফিরেছিলেন জেমিসন। চলতি ওয়ানডে সিরিজের দলে তিনি শুরুতে থাকলেও পরে সরিয়ে নেওয়া হয় কোনো ঝুঁকি না নিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ ভাবনায় রেখে তারও পুনর্বাসন চলবে এখন। শুধু বাংলাদেশের বিপক্ষেই নয়, আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দেখা যাবে না ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা এই পেসারকে। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড জানান, এই দুই ক্রিকেটারের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাদের সঙ্গে ও মেডিকের টিমের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৬ বছরে নানা সময়ে কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে ২৯টি টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন টিম সাউদি। এখন তিনি দেশের টেস্ট অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজের দলেও তাকে রাখা হয়েছে। তবে তিনি থাকার পরও অধিনায়ক করা হয়েছে স্যান্টনারকে। স্যান্টনারের জন্যও অবশ্য নেতৃত্ব নতুন কিছু নয়। উইলিয়ামসনের অনুপস্থিতিতে একটি ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন এই স্পিনিং অলরাউন্ডার। উইলিয়ামসনের বদলে দলে সুযোগ পাওয়া রবীন্দ্র এখনও পর্যন্ত ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে। জেমিসনের বদলে ডাক পাওয়া ডাফি খেলেছেন ১০টি।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি আগামী বুধবার নেপিয়ারে, শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে ও একই মাঠে ৩১ ডিসেম্বর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা হান্নানের চিকিৎসায় সহায়তা দিলেন মজনু
কারো কাছে থাকা আমানত চুরি হয়ে যাওয়া প্রসঙ্গে।
মাগুরায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটা তারে লাশ ঝুলন্ত, এখন পতাকা বৈঠক হয়--শাকিল উজ্জামান
পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় মাওলানা ইমতিয়াজ
থানা থেকে ছিনাইয়া নেওয়া যুবদল নেতা গ্রেফতার
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা, প্রতিবাদ জানালো আ.লীগ
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ