সিরিজ খুইয়েও ‘ইতিবাচক’ শান্ত!
২৩ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম
২০০৭ সাল থেকে শুরু, এখন ২০২৩-ও শেষের প্রহর গুণছে। মাঝে কেটে গেছে ১৭টি বছর। নিউজিল্যান্ড সফরে গিয়ে একটা টেস্ট জেতা ছাড়া কেবল হারই সঙ্গী লাল-সবুজ সারথীদের। এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে ম্যাচ খেলে সবকটিতে হেরেছে, ৯টি টি-টোয়েন্টিতেও ভাগ্য সহায় হয়নি একটি বারের জন্যও, ফল একই। মাশরাফি, তামিমদের পর ‘প্রথম’ জয়ের জন্য হাপিত্যেশ করছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশও। এবারও ওয়ানডে সিরিজে লড়াই করতে না পেরে প্রথম দুই ম্যাচই হেরেছে টাইগাররা। দেশটিতে বাংলাদেশের টানা ওয়ানডে হারের বিব্রতকর রেকর্ড বেড়ে হয়েছে এখন হয়েছে ১৮।
গত কয়েক বছর ধরে শীতকালের এই সময়টাতে নিউজিল্যান্ড সফর যেন নিয়তে পরিণত বাংলাদেশ দলের জন্য। এবারও তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ডিএলএস মেথডে ৪৪ রানে হারের পর দ্বিতীয়টিতে ৭ উইকেটে উড়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। এই নিয়ে দেশটিতে সাতটি ওয়ানডে সিরিজের সবগুলোই হারল বাংলাদেশ। সিরিজ তো বটেই একটা ম্যাচও জেতা হয়নি এখনো অবধি। তবে এবার হারলেও ইতিবাচক অনেক কিছু খুঁজে পাচ্ছেন ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত। বাংলাদেশ সময় আজ ভোর ৪টায় নেপিয়ারে শুরু হওয়া শেষ ওয়ানডেকে সামনে রেখে অনুশীলনে নামার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপে শান্ত জানান ¯্রফে নেতিবাচক দিক না দেখে ইতিবাচক দিকে চোখ তাদের, ‘আমার মনে হয় পরের ম্যাচ জেতার জন্য খেলব। আমরা শুরুতে একটা লক্ষ্য ঠিক করে এসেছিলাম, যেটা হয়নি। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে কিছুটা আনলাকি ছিলাম। দ্বিতীয় ম্যাচে সৌম্য দারুণ এক ইনিংস খেলেছে, রিশাদ ভালো বল করেছে। এখানেও ইতিবাচক অনেক কিছু ছিলো। শুধু নেতিবাচক না দেখেই এই বছর আমরা কোন কোন বিভাগে ভালো করলাম এই জিনিসগুলো দেখার দরকার আছে। রিশাদের বোলিং স্পেল দারুণ ছিলো, সৌম্যের কামব্যাক অসাধারণ ছিলো। শরিফুলের নতুন বলের বোলিং ভালো ছিলো। দল হিসেবে খেলতে পারলে ম্যাচ জেতা সম্ভব।’
নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে দলের সবচেয়ে বড় প্রাপ্তি ছিলো ওপেনার সৌম্যের ফিরে আসা। অনেকদিন ধরে আসা যাওয়ার মধ্যে থাকা ব্যাটার খেলেন ১৫১ বলে ১৬৯ রানের ইনিংস। এশিয়ান কোন ব্যাটারের কিউইদের মাঠে সর্বোচ্চ রানের ইনিংস এটাই। সৌম্যের একার ঝলকে বাংলাদেশ করে ২৯১। নিউজিল্যান্ডের মাঠে ওয়ানডেতে এর আগে এত রান করেনি বাংলাদেশের কোন দল। কিন্তু দল হিসেবে জ্বলে উঠতে না পারায় জয় ধরা দেয়নি। শান্ত ঘাটতি দেখছেন এখানেই। শেষ ম্যাচে তাই দল হিসেবে জ্বলে উঠে অন্তত হোয়াইটওয়াশ এড়াতে চান তারা, কিউইদের মাঠে পেতে চান প্রথম জয়, ‘এই দলটা আগের দলের থেকে একটু নতুন। সেই তুলনায় বেশ কিছু ভালো জিনিস ছিলো। ব্যক্তিগত দু’একটা পারফরম্যান্স হচ্ছে কিন্তু দল হিসেবে আমাদের পারফরম্যান্স আসে নাই। যেমন ধরেন সৌম্য একা ইনিংস ক্যারি করল, শুরুর দিকে ওরকম কেউ রান করেনি। এই ধরণের কন্ডিশনে বড় জুটি গুরুত্বপূর্ণ সেটাই কাল করার চেষ্টা করব। আর যেটা বললেন হোয়াইট ওয়াশের সামনে, দোয়া করেন যেন সেটা না হয়।’
ডানেডিন ও নেলসনের প্রথম দুই ম্যাচের মতো নেপিয়ারও বড় রানের মাঠ। এখানে জয়ের সমীকরণটা খুবই সহজ। জিততে হলে বড় রান করতে হবে। এ মাঠে জেতা ম্যাচে নিউজিল্যান্ডের গড় প্রথম ইনিংস স্কোর ২৮৯.২৯। বাংলাদেশের বিপক্ষে এর আগে তিনটি ম্যাচের মধ্যে দুটিতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড রান করেছে ৩৩৫ ও ৩৩৬। বাংলাদেশকেও জিততে হলে তেমন কিছুই করতে হবে। দেখা যাক, আত্মবিশ^াসের পালে পাওয়া দিয়ে নিদেনপক্ষে নিউজিল্যান্ডে দিন বদলের ঝা-াটা ওড়াতে পারেন কি-না শান্তরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা হান্নানের চিকিৎসায় সহায়তা দিলেন মজনু
কারো কাছে থাকা আমানত চুরি হয়ে যাওয়া প্রসঙ্গে।
মাগুরায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটা তারে লাশ ঝুলন্ত, এখন পতাকা বৈঠক হয়--শাকিল উজ্জামান
পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় মাওলানা ইমতিয়াজ
থানা থেকে ছিনাইয়া নেওয়া যুবদল নেতা গ্রেফতার
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা, প্রতিবাদ জানালো আ.লীগ
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ