আম্পায়ারের ভুলেই বাজে হার পাকিস্তানের!

রিজওয়ানের বিতর্কিত আউটের পর নাটকীয় ধ্বস

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

দারুণ ব্যাটিংয়ে দলকে জয়ের পথে নিচ্ছিলেন মোহাম্মাদ রিজওয়ান ও আগা সালমান। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের এক ডেলিভারিতে রিজওয়ানের এক বিতর্কিত আউট ম্যাচের মোড় ঘুরিয়ে দিল মুহূর্তেই। গতকাল ১৮ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে বক্সিং ডে টেস্টেও হার নিয়েই মাঠ ছাড়ল পাকিস্তান। পার্থে ৩৬০ রানে হারা পাকিস্তান এবার মেলবোর্নে হারল ৭৯ রানে। প্রথম ইনিংসের মত এবারও ৫ উইকেট নিয়ে ম্যাচের নায়ক কামিন্স। তিন ম্যাচের সিরিজ ২-০তে এগিয়ে নিশ্চিত করল অস্ট্রেলিয়া। এ নিয়ে গত ২৮ বছরে অস্ট্রেলিয়ায় টানা ১৬ টেস্ট হারল পাকিস্তান। সবশেষ জয়টি ছিল তাদের সেই ১৯৯৫ সালে সিডনিতে।

জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ছিল ৩১৭ রানের। ৩৫ রান করে রিজওয়ান যখন আউট হন, পাকিস্তানের রান তখন ২১৯। পরের সাত ওভারের মধ্যে ১৮ রান যোগ করতে বাকি চার উইকেট হারিয়ে ২৩৭ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। সালমান-রিজওয়ানের ষষ্ঠ উইকেট জুটিতে পাকিস্তান পেরিয়ে যায় ২০০ রান। দুজনই স্বচ্ছন্দেই খেলছিলেন। জয়ের জন্য পাকিস্তানের দরকার যখন ৯৮ রান, তখন কামিন্সের এক শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ হয়ে ফেরেন রিজওয়ান। ফিল্ড আম্পায়ার এটিকে আউট দেননি, ব্যাট বা গ্লাভসে লাগেনি বলে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল রিজওয়ানকেও। তবে অস্ট্রেলিয়া রিভিউ নিলে তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ তাঁকে আউট দেন। বল রিজওয়ানের রিস্টব্যান্ডের পাশ দিয়ে যাওয়ার সময় স্নিকোতে স্পাইক ধরা পড়ে। তবে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট দেখা যায় পাকিস্তানি কিপার-ব্যাটারকে।

ইলিংওয়ার্থের সিদ্ধান্তটি নিয়ে তাৎক্ষণিকভাবে সংশয় প্রকাশ করতে দেখা যায় সাবেক আইসিসি এলিট আম্পায়ার সাইমন টপেলকে। চ্যানেল সেভেনকে তিনি বলেন, ‘আমার মতে, এখানে বল গ্লাভের সঙ্গে যুক্ত রিস্টব্যান্ডের ওপরে ছিল। তবে মাঠের সিদ্ধান্ত বদলানোর মতো প্রমাণ পেতে ইলিংওয়ার্থই ভালো অবস্থানে আছেন।’

নবম ব্যাটসম্যান হিসেবে সালমান আউট হন ৭০ বলে ৫০ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস অধিনায়ক শান মাসুদের ৬০। বাবর আজম আউট ৭৯ বলে ৪১ রান করে। প্রথম ইনিংসে ৪৮ রানে ৫ উইকেট নেওয়া কামিন্স এবার ৪৯ রানে শিকার ধরেন ৫টি। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার ধরলেন তিনি ম্যাচে ১০ শিকার। তবে একটি জায়গায় তিনি গড়েছেন ইতিহাস। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সুদীর্ঘ ইতিহাসে এক টেস্টে ১০ উইকেট শিকারি প্রথম অধিনায়ক তিনিই। প্রায় ১২১ বছর আগে অস্ট্রেলিয়ান অফ স্পিনি অলরাউন্ডার হিউ ট্রাম্বলের ৮ উইকেট এত বছর ধরে অধিনায়কদের মধ্যে এই মাঠের সেরা বোলিং। টানা দুই বলে শেষ দুই উইকেট তোলা মিচেল স্টার্কের শিকার ৪ উইকেট।

দিনের শুরুতে আগের দিনের ৬ উইকেটে ১৮৭ রানের সঙ্গে আরও ৭৫ রান যোগ করে অস্ট্রেলিয়া। ১৬ রান নিয়ে দিন শুরু করা ক্যারি আউট হন ৫৩ রান করে। পাকিস্তানের পক্ষে ৪টি করে উইকেট নেন মীর হামজা ও শাহিন শাহ আফ্রিদি।

পাকিস্তান দলের পরিচালক মোহাম্মদ হাফিজ দাবি করেছেন, মেলবোর্নে অস্ট্রেলিয়ার চেয়ে ‘ভালো খেলেছে’ পাকিস্তান। সিরিজের এই দ্বিতীয় টেস্টে ‘ভুলভাল আম্পায়ারিং’-এরও সমালোচনা করেছে তারা। মোহাম্মদ রিজওয়ানের আউটটি নিয়ে প্রশ্ন তুলেছেন হাফিজ। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘নিউজ কর্প’ তার বক্তব্য প্রকাশ করেছে, ‘হ্যাঁ, দল হিসেবে আমরা কিছু ভুল করেছি। সেটা মেনে নিচ্ছি। আমরা এগুলো ঠিক করার চেষ্টা করব। কিন্তু একই সময়ে আমি মনে করি ভুলভাল আম্পায়ারিং, প্রযুক্তির অভিশাপ... এমন ফল এনে দিয়েছে যেটা অন্য রকম হওয়া উচিত ছিল। তাই আমি মনে করি এসব জায়গা ঠিক করতে হবে।’
ডিআরএস নিয়ে প্রশ্ন তুলে হাফিজ বলেছেন, ‘আমি প্রযুক্তির পক্ষে... কিন্তু এটা যদি সন্দেহের উদ্রেক করে এবং খেলায় অভিশাপ বয়ে আনে, তবে সেটি অগ্রহণযোগ্য। (বল স্টাম্পে লাগলে) সব সময়ই আউট। তাহলে সেটি আম্পায়ার্স কল কেন। এটা আমি কখনো বুঝতে পারব না। সমর্থকেরাও বুঝবে না এই প্রযুক্তি সব সময় সঠিক সিদ্ধান্ত দিতে পারে না কেন। তাতে ম্যাচের ফলও পাল্টে যায়। আমি বলব পাকিস্তান অন্য দলটির চেয়ে ভালো খেলেছে। ব্যাটিংয়ে আমাদের “ইনটেন্ট” বেশি ভালো ছিল। বোলিংয়েও সঠিক জায়গায় বল ফেলতে পেরেছি।’
শুধু রিজওয়ানের বিতর্কিত সিদ্ধান্তের বেলায়ই নয়, এই ম্যাচে আম্পায়ারিংয়ে আরও কিছু ভুল হয়েছে বলে দাবি করেছেন হাফিজ, ‘শুধু রিজওয়ানের সিদ্ধান্তই নয়, যদি ম্যাচে তাকান, আম্পায়ারদের ভুলভাল সিদ্ধান্ত চোখে পড়বে। আমরা সবাই সহজাত গুণাগুণ থেকে ক্রিকেটটা খেলি এবং খেলাটার মৌলিক বিষয়গুলো জানি। কিন্তু কখনো কখনো এটাকে প্রযুক্তির প্রদর্শনী মনে হয়। যেটা খেলছি, সেটা যেন ক্রিকেট নয়।’

 

সিরিজের ফয়সালা হওয়ার পর সিডনিতে নিউ ইয়ার টেস্ট শুরু বুধবার।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

এফএ কাপে সিটির গোল উৎসব

এফএ কাপে সিটির গোল উৎসব

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার