ট্রফি নিয়েই ফিরতে চান রিশাদ
৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
মাউন্ট মঙ্গানুইয়ে টিম সাইফার্ট ঝড় থামিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ তখন বাংলাদেশের অনুকূলে। এমন সময় হানা দেয় বৃষ্টি। ১১ ওভারে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান তখন ৭২। ড্যারিল মিচেল ২৪ বলে ১৮, গ্লেন ফিলিপস ১৪ বলে ৯ অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত বৃষ্টির কাছে হার মানতেই হলো। বিরুপ আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি। নিউজিল্যান্ডে প্রথমবার সিরিজ জয়ের অপেক্ষা তাই বাড়ল বাংলাদেশের। প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে তাই অন্তঃত হারতে হচ্ছে না নাজমুল হোসেন শান্তর দলকে। সেই সাথে বাংলাদেশের সামনে এখন নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজ জেতার হাতছানি। এই সুযোগকে বড় হিসেবে অভিহিত করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আর সেটা কাজে লাগিয়ে বিজয়ীর বেশে দেশে ফিরতে প্রত্যয়ী তারা, ‘অবশ্যই, ভালো লাগছে। আমরা একটা বড় সুযোগ পেয়েছি। আমরা চেষ্টা করব কাজে লাগানোর জন্য।’
নিউজিল্যান্ডের রানের চাকায় লাগাম দেওয়ার মূল কারিগর ছিলেন লেগ স্পিনার রিশাদ। টানা ৩ ওভার হাত ঘুরিয়ে তিনি দেন ¯্রফে ১০ রান। হজম করেননি কোনো বাউন্ডারি। তিনি জানিয়েছেন, জেতার প্রত্যয় নিয়েই বাংলাদেশ মাঠে নেমেছিল, ‘আমরা শুরুতে জেতার জন্য নেমেছিলাম। বৃষ্টি আল্লাহর ওপর, আমাদের কিছু করার নাই। আমরা চেষ্টা করেছি, বাকি সব আপনারা দেখেছেন।’ বাংলাদেশ যখন প্রতিপক্ষকে চেপে ধরেছিল, তখনই বৈরি আবহাওয়ায় থেমে যায় খেলা। এটা নিয়ে অবশ্য আক্ষেপ নেই রিশাদের, ‘কোনো কিছু নিয়ে আফসোস না করাই ভালো। যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব পরের ম্যাচ জিতে সিরিজ জয় করে বাড়ি ফেরার জন্য।’
এই রিশাদের বোলিংয়ের প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান সাইফার্টও। বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে উইকেট না পেলেও ৩ ওভারে মাত্র ১০ রান দেন রিশাদ। ইনিংসের দ্বিতীয় ওভারে ফিন অ্যালেন আউট হলেও সাইফার্ট পাওয়ারপ্লেতে ছিলেন বেশ আগ্রাসী। প্রথম ৬ ওভারে ১৯ বলেই ৪২ রান করে ফেলেন তিনি। পাওয়ারপ্লের ঠিক পরের ওভারেই রিশাদকে আনেন অধিনায়ক নাজমুল। দীর্ঘদেহী লেগ স্পিনার উইকেটের বাউন্স কাজে লাগান। সাইফার্ট বলেছেন, রিশাদ কাজে লাগিয়েছেন মাঠের বাতাসও। ম্যাচ শেষে সাইফার্ট বলেন, ‘আমার মনে হয়, সে বেশ ভালো বোলিং করেছে। সে বাতাসের গতির দিকে বোলিং করছিল, বাতাস বেশ জোরেই ছিল। সোজা মারা কঠিন ছিল। বাউন্ডারির আকারও এখানে ভালোই বড়, আবার জোরে বাতাস ছিল। সে ভালো করেছে। বাতাসে ভালো করেছে। ছেলেরা তাকে ভালোই খেলেছে। তবে তাকে কৃতিত্ব দিতেই হবে ভালো বোলিংয়ের জন্য।’
সপ্তম ওভারে রিশাদ এসে দেন মাত্র ৩ রান। পাওয়ারপ্লের মধ্যে মাত্র তিনটি ডট খেলা সাইফার্ট সেই ওভারের পর তানজিমের ওপর চড়াও হতে গিয়ে ক্যাচ দিয়ে থামেন ২৩ বলে ৪৩ রান করে। পাওয়ারপ্লের পর বাংলাদেশও ফিরে আসে দারুণভাবে, পরের ৫ ওভারে ওঠে মাত্র ১৮ রান। নিউজিল্যান্ডের ওপর চাপ তৈরি করার ক্ষেত্রে নেতৃত্ব দেন রিশাদই।
পাওয়ারপ্লেতে নিউজিল্যান্ডই এগিয়ে ছিল। এরপর বাংলাদেশ ঘুরে দাঁড়ালে ম্যাচে বিরাজ করছিল সমান অবস্থা। কিন্তু আগে থেকেই পূর্বাভাসে থাকা বৃষ্টি সে ম্যাচ হতে দেয়নি শেষ পর্যন্ত। সে পর্যন্ত তাদের ব্যাটিং ভালোই ছিল, সাইফার্ট বলেছেন এমন, ‘টসে যে-ই জিতুক না কেন, বোলিংই নিত আবহাওয়ার কারণে। তবে ব্যাটিংয়ের সময় বৃষ্টির কথা এত ভাবলে আসলে চলে না। ১১ ওভারে ভালোই করেছি। ভালো শুরু পেয়েছি। একটু চ্যালেঞ্জিং ছিল। বৃষ্টি জোরে হচ্ছিল। এর মধ্যে কীভাবে খেলবেন, সেটি কঠিন হয়ে ওঠে মাঝেমধ্যে। তবে ছেলেরা ভালো করেছে। দুর্ভাগ্যজনকভাবে পুরো ম্যাচটি হলো না।’
ম্যাচে ঝোড়ো ব্যাটিংয়ের সঙ্গে মাথায় আঘাত পেয়েও আলোচনায় ছিলেন সাইফার্ট। শরীফুল ইসলামের বলে জোরের ওপর ড্রাইভ করেছিলেন মিচেল, সেটিই গিয়ে লাগে তার হেলমেটের এক পাশে। সে সময় কিছুক্ষণ বন্ধও থাকে খেলা। সাইফার্ট অবশ্য খেলা চালিয়ে গেছেন এরপরও। সেই আঘাত নিয়ে তিনি বলেছেন, ‘একটু টানটান আছে। বাকি সব ঠিক আছে। আশা করি, খারাপ কিছু নয়।’
আগামীকাল ভোরে একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ দিয়ে নিউজিল্যান্ড সিরিজ শেষ করবে বাংলাদেশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার