হাফিজের মন্তব্যে কামিন্সের পাল্টা জবাব
৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ পিএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ পিএম
জয়ের সম্ভাবনা জাগিয়েও সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৭৯ রানে পরাজিত হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। এই হারে এক ম্যাচ বাকী থাকতে তিন ম্যাচের সিরিজও খুইয়ে বসেছে সফরকারী দলটি। বক্সিং ডে টেস্ট হারলেও পাকিস্তানের পারফরমেন্সের প্রশংসা করেছেন দলের পরিচালক ও এই সফরে কোচের দায়িত্ব পালন করা মোহাম্মদ হাফিজ। তিনি বলেন, অস্ট্রেলিয়ার চেয়েও ভালো খেলেছে পাকিস্তান। হাফিজের এমন মন্তব্য শুনে পাল্টা জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি জানান, তারা ভালো খেললেও দিন শেষে জয়টাই মুখ্য।
পার্থে সিরিজের প্রথম টেস্টে ৩৬০ রানের বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে মেলবোর্নে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলো পাকিস্তান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ৩১৮ রানে আটকে দিয়েও লিড নিতে পারেনি তারা। ২৬৪ রানে গুটিয়ে যায় পাকরা। এতে প্রথম ইনিংসে ৫৪ রানের লিড পায় অস্ট্রেলিয়া। সেই লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে ২৬২ রান করে অসিরা। ম্যাচ জিততে ৩১৭ রানের টার্গেট পায় পাকিস্তান। জবাবে এক পর্যায়ে ৫ উইকেটে ২১৯ রান করে জয়ের স্বপ্ন দেখছিলো উপমহাদেশের দলটি। কিন্তু ১৮ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২৩৭ রানে অলআউট হয়ে হারের লজ্জা পায় পাকিস্তান।
এ নিয়ে গত ২৮ বছরে অস্ট্রেলিয়ার মাঠে টানা ১৬ টেস্ট হারে পাকিস্তান। যে কোনো দলের জন্য যে কোনো দেশে টানা সবচেয়ে বেশি টেস্ট হারার রেকর্ড এটিই।
দ্বিতীয় ম্যাচ শেষে পাকিস্তানের পারফরমেন্সের প্রশংসা করেন হাফিজ সাংবাদিকদের বলেন, ‘দল হিসেবে আমরা বেশি ভালো খেলেছি। দল যেভাবে আগ্রাসী ক্রিকেট খেলেছে, আমি তাতে গর্বিত। পুরো ম্যাচের সারমর্ম যদি বলতে হয়, অন্য দলের চেয়ে আমরা ভালো খেলেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের ব্যাটিং ‘ইন্টেন্ট’ ভালো ছিল এবং বোলিংয়েও আমরা ভালো জায়গায় বল করেছি। হ্যাঁ, আমরা কিছু ভুল করেছি। ঐসব ভুলের কারণেই আমাদের ম্যাচ হারতে হয়েছে। আমি বিশ্বাস করি, দল হিসেবে ইতিবাচক অনেক কিছু আমরা করেছি, জয়ের জন্য যা যথেষ্ট ছিল। কিন্তু শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা জিততে পারিনি।’
হাফিজের এমন মন্তব্যের পর পারার পর ঠান্ডার মাথায় উত্তর দিয়েছেন মেলবোর্ন টেস্টে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা অস্ট্রেলিয়ার কামিন্স। তিনি বলেন, ‘আহহ, শান্ত। হ্যাঁ, ভালো খেলেছে তারা।’
কামিন্স আরও বলেন, ‘এতে কিছু আসে-যায় না, তাই না? দিন শেষে আসল ব্যাপার হলো, কোন দল জিতেছে।’
প্রথম দুই ম্যাচ হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিঝিয়ে পাকিস্তান। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আগামী ৩ জানুয়ারি সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার