ওয়ার্নারের বিদায়ী টেস্টে নেই শাহিন, অভিষেকের অপেক্ষায় সাইম
০২ জানুয়ারি ২০২৪, ০৩:০৪ পিএম | আপডেট: ০২ জানুয়ারি ২০২৪, ০৩:০৪ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে পাকিস্তান। সিডনি টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। সহ-অধিনায়কের জায়গায় এসেছেন স্পিনার সাজিদ খান। এছাড়া বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন ইমাম-উল হক। তার জায়গায় অভিষেকের অপেক্ষায় আছেন আরেক ওপেনার সিয়াম আইয়ুব।
সিডনিতে বুধবার থেকে শুরু হবে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। এর আগের দিন মঙ্গলবার একাদশ প্রকাশ করেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। প্রথম দুই টেস্টে হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে সফরকারী দলটি।
পাকিস্তানের হয়ে ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও ওয়ানডে বা টেস্ট খেলা হয়নি সাইমের। ২১ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২৬ ইনিংসে ৪৬.৪৭ গড়ে রান করেছেন ১০৬৯। ঘরোয়া ক্রিকেটে বেশ আক্রমণাত্মক ক্রিকেটার হিসেবেই পরিচিত সায়েম, যার বড় প্রমাণ প্রথম শ্রেণির ক্রিকেটেও তাঁর স্ট্রাইক রেট ৭০।
যার জায়গায় এসেছেন সাইম সেই ইমাম প্রথম দুই টেস্টে করেন যথাক্রমে ৬২ ও ১০ এবং ১০ ও ১২ রান।
২০২২ সালের মার্চে সবশেষ কোনো টেস্ট খেলেছেন সাজিদ। সব মিলিয়ে সাতটি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে এই অফ স্পিনারের। উইকেট নিয়েছেন কেবল ২২টি।
পাকিস্তানের এই একাদশে আছেন তিন পেসার ও দুই স্পিনার। হাসান আলি, মির হামজা ও আমির জামালের হাতে দ্রুত বলের দায়িত্বে থাকবেন।
আফ্রিদি এই সিরিজে কিছুটা দুর্ভাগাই। সিরিজের প্রথম দুই টেস্টে ভালো বোলিং করেও ২ টেস্টে উইকেট পেয়েছেন ৮টি। যেখানে সর্বশেষ ইনিংসেই পেয়েছেন ৪টি। অন্যদিকে এই টেস্ট দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন ডেভিড ওয়ার্নার। যে কারণে আলোচনার কেন্দ্রে এই ওপেনার।
সিরিজ হেরে গেলেও এই টেস্টে পাকিস্তানের পাওয়ার অনেক কিছু আছে। একটি জয়ই যে অনেক বড় পাওয়া হবে দলটির। কারণ, অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে টানা ১৬ ম্যাচে হেরেছে পাকিস্তান। জিততে পারেনি গত ২৯ বছরে।
এই ম্যাচেও একই একাদশ নিয়ে খেলবে অস্ট্রেলিয়া।
সিডনি টেস্টের পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক),আগা সালমান, সাজিদ খান, হাসান আলি, মির হামজা ও আমির জামাল।
সিডনি টেস্টের অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার